মঙ্গলবার, ১১ জুন, ২০২৪

রাণীশংকৈলে হোপ প্রকল্পের প্রারম্ভিক সভা অনুষ্ঠিত

 


সুজন আলী, রানীশংকৈল প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে হোপ প্রকল্পের প্রারম্ভিক সভা অনুষ্ঠিত হয়। ১১ জুন মঙ্গলবার সকালে  উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।


বেরসকারী উন্নয়ন সংস্থা মানব কল্যাণ পরিষদ-এমকেপি এর আয়োজনে ও দাতা সংস্থা নেটজ-বাংলাদেশ এর সহযোগীতায় সভায় উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ রকিবুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন  উপজেলা পরিষদের চেয়ারম্যান আহাম্মদ হোসেন বিপ্লব । অন্যানের মধ্যে আলোচনায় অংশগ্রহন করেন উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব কামরুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা জনাব আব্দুস সামাদ, রাণীশংকৈল প্রেসক্লাব সভাপতি  মোবারক আলী প্রমুখ।

বাংলাদেশের প্রান্তকি জনগোষ্ঠীর নারী ও কন্যা শিশুদের মানবাধিকার এবং সামাজিক অংশগ্রহণ জোরদারকরণ (হোপ) প্রকল্পের প্রারম্ভিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন বক্তাগণ। সভায় বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, কর্মএলাকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় সাংবাদিক, গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ এবং প্রকল্পের গ্রাম পর্যায়ের সিএসও সদস্যগণ উপস্থিত ছিলেন। হোপ প্রকল্পের লক্ষ্য, কার্যক্রমসহ বিভিন্ন বিষয় উপস্থাপন করা হয়। উপস্থাপন শেষে মুক্ত আলোচনায় অংশগ্রহনকারীগণ প্রকল্প কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে মতামত এবং পরামর্শ প্রদান করেন।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: