রবিবার, ২ জুন, ২০২৪

ভুয়া গুপ্তধন ও মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ান।কোনাখালী ইউনিয়ন যুব সমাজকে বাচাঁন

 


সরওয়ার হোছাইন মানিক: চোর সিন্ডিকেট, মাদক ও সহিংসতা প্রতিরোধে কোনাখালী ইউনিয়নের সকল রাজনৈতিক ও সামাজিক,ছাত্র প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা ও মানববন্ধন করেছে সচেতন নাগরিক সমাজ। শনিবার (১ জুন) বিকাল ৪টায় চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের মাতামুহুরি স্টেশনে অনুষ্ঠিত হয়। কোনাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভা ও মানববন্ধনে সঞ্চালনা করেন আবু সালেক। আরো উপস্থিত ছিলেন

,মোক্তার আহমেদ,মানবাধিকার ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব আক্তার উদ্দিন রানা,এম ইউপি আবদুল নবি,শামসুল আলমসহ স্থানীয়  ছাত্র-যুবক ও বিশিষ্টজনেরা বক্তব্য রাখেন।

মানববন্ধনে বক্তারা বলেন,কোনাখালীতে চোর-সিন্ডিকেট মাদক ব্যবসায়ীরা এখন বেপরোয়া হয়ে গেছে। গ্রামের আনাছে কানাছে এখন মাদকে সয়লাব হয়ে গেছে। এলাকার চিহ্নিত চোর-মাদক কারবারি সিন্ডিকেটের সদস্যরা এখন প্রকাশ্যেই ইয়াবাসহ নানা ধরনের মাদক বিক্রি করছে। এতে দিন দিন এলাকার যুব সমাজ আসক্ত হয়ে পড়ছে। তাই বাধ্য হয়ে আমরা সচেতন নাগরিক সমাজ আজ মানববন্ধন করেছি। আশা করছি প্রশাসন আমাদের দাবীর প্রতি দৃষ্টি দিয়ে মাদক কারবারিদের আইনের আওতায় আনবে। অত্যন্ত দুঃখজনক হলো,পেকুয়া জিহাদ হত্যা,বিভিন্ন এলাকা থেকে চোরাই জিনিস এনে এখানে হজম করে। আমরা আর এই অপবাদ নিয়ে বসবাস করতে চাইনা। এলাকাবাসীকে চোর সিন্ডিকেট ও মাদকসহ যাবতীয় অপরাধমুক্ত করতে প্রশাসনের প্রতি আহ্বান।

এলাকার উঠতি বয়সের বেশিরভাগ কিশোর মাদকে জড়িয়ে পড়ছে। কোনাখালীর বিভিন্ন স্থানে প্রকাশ্যে বসে জুয়া ও মাদকের রমরমা আসর। মাদকের টাকার জোগাড় করার জন্য এলাকায় চুরি-ছিনতাই বেড়েছে।তাই আমরা প্রশাসন প্রতি অনুরোধ করতেছি তাদেরকে আইনের আওতায় এনে কঠিন শাস্তি হওয়া


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: