মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪

গাংনীতে ফ্রেন্ডশিপ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

 


মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার মাইলমারীতে ফ্রেন্ডশিপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ জুন), বিকেল ৫ টার দিকে মাইলমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।


মাইলমারী মেসার্স মুজিব এন্টার প্রাইজ আয়োজিত টুর্নামেন্টে চকপাড়া ফুটবল একাদশ ২-০ গোলে সর্দারপাড়া ফুটবল একাদশকে হারিয়ে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে। 

খেলার প্রথমার্ধে চকপাড়া ফুটবল একাদশের তুহিন একটি গোল করে দলকে এগিয়ে নিয়ে যায়। খেলার দ্বিতীয়ার্ধে সর্দারপাড়া ফুটবল একাদশ গোল পরিশোধে মরিয়া হয়ে উঠলেও চকপাড়া ফুটবল একাদশের সবুজের দেওয়া আরও একটি গোলে ক্লান্ত হয়ে পড়ে তারা। শেষ অবধি ২-০ গোলের মধ্য দিয়ে শেষ হয় টুর্নামেন্টটি।

খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

গ্রামে দীর্ঘদিন পর ফুটবল খেলার আয়োজনে দলে দলে মাঠে আসতে থাকেন ফুটবল প্রেমীরা খেলা উপভোগ করতে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: