বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪

ঈদের শুভেচ্ছা ও সতর্কতা জানিয়েছেন জেলার সুযোগ্য পুলিশ সুপার শাহ্ ইফতেখার আহমেদ আহমেদ পিপিএম (বার)

 


এসএম মাসুদ রানা দিনাজপুর প্রতিনিধি: ঈদুল আজহা উপলক্ষে ঈদের শুভেচ্ছা ও সতর্কতা জানিয়েছেন দিনাজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার শাহ্ ইফতেখার  আহমেদ পিপিএম (বার)। পুলিশ সুপার সাহ ইফতেখার আহমেদ আহমেদ পিপিএম (বার) এবিষয়ে বুধবার (১৩ জুন)

 একান্ত সাক্ষাৎকারে তিনি জানান,আসন্ন ঈদ ঘিরে সক্রিয় হয়েছে উঠেছে মৌসুমি অপরাধী চক্রের দল। শুধু দিনাজপুর শহর সহ দেশের অনেক শহর গুলোতেও সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণার নানা ধরনের ফাঁদ পেতে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতে পারে প্রতারক দল। ঈদ যতই এগিয়ে আসছে ফলে বেড়েছে মানুষের অবাধ চলাফেরা। মানুষ শহর থেকে নিজ জন্মভূমি নাড়ীর টানে আসতে আরম্ভ করেছে গ্রামে।  শপিংমলগুলোতে মানুষের উপচে পড়া ভিড়। বেড়েছে মানুষের ছোটাছুটি, বেড়েছে যান চলাচল। আর এ সুযোগেই তৎপরতা শুরু করেছে অপরাধীরা। ঈদকে ঘিরে প্রতিবছরই ছিনতাই,অজ্ঞান পার্টি ও মলম পার্টির দৌরাত্ম্য বেড়ে যায়। এই সব বিষয় গুলো থেকে সকলকে সতর্ক ও সজাগ থাকা অতি জরুরি। ঈদুল আজহা উপলক্ষে এলাকার বিভিন্ন স্হানে বসেছে পশুর হাট। এই হাট গুলোতে মানুষ আল্লাহ তায়ালা নৈকট্য লাভের আশায় পশু কুরবানী করার নিমিত্তে পশু ক্রয়ে ব্যস্ত সময় পার করছেন। ঈদুল আজহায় মানুষ ক্যাশ টাকা,মূল্যবান জিনিসপত্র বহন করে আর এই সুযোগে শহরগুলোতে চুরি-ছিনতাই বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে ।  শহর ও পাড়া-মহল্লায় দিনে কিংবা রাতে চুরি,ডাকাতি,ছিনতাইসহ অজ্ঞান পার্টি,মলম পার্টির তৎপরতা থেকে সতর্ক থাকতে হবে। স্থানীয়ভাবে বিভিন্ন ধরনের ঘটনার বিশেষ তৎপর রয়েছে প্রশাসনের। তারা সবসময় বিভিন্ন পয়েন্টে তাদের অভিযান অব্যাহত রেখেছেন। শহরে বসবাসের জন্য প্রয়োজন নিরবচ্ছিন্ন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে জেলা পুলিশের পক্ষ থেকে।  ঈদ সামনে রেখে গরু চুরির প্রবনতা রোধে সতর্ক হতে হবে। ঈদের হাটগুলোতে দালালদের তৎপরতা বাড়তে পারে সেদিকে খেয়াল রাখা সকলের দায়িত্ব ও কর্তব্য। পাশাপাশি যেকোনো সমস্যাই সাধারণ মানুষ অনলাইনে স্থানীয় প্রশাসনের সার্বিক সহযোগিতা গ্রহণ করতে পারবে। ঈদকে ঘিরে উড়তি বয়সের ছেলেরা বেপরোয়া ভাবে মোটরসাইকেল চালানো রোধে অভিভাবকগণের দৃষ্টি রাখা একান্ত জরুরি। পাশাপাশি মাদকদ্রব্যের প্রবণতাও বাড়তে পারে সেদিকেও অভিভাবকগণের দৃষ্টিপাত জরুরি হয়ে পড়েছে। ঈদকে সামনে রেখে ঘর মুখী মানুষেরা সতর্কতায় রাস্তা চলাচলে মনোযোগ তৈরি করতে হবে।  পুলিশ সুপার সাহ ইফতেখার  আহমেদ আরও জানান,সকল মানুষ এ ঈদে নির্বিঘ্নে আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে সকলের জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দে ভরে উঠুক সকলের জীবন এই রইল আমার একমাত্র প্রত্যাশা।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: