রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার: কক্সবাজার সৈকতের ঝাউ বাগান এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত চক্রের ৫ সদস্যকে আটক করেছে র্যাব-১৫। উদ্ধার করা হয়েছে দেশীয় তৈরী অস্ত্র-শস্ত্র।
গতকাল ২ জুন কবিতা চত্বরের হুদা কবিতা মঞ্চের পিছনে র্যাব-১৫, সিপিসি ৩, বান্দরবান ক্যাম্প এ বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ডাকাত চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়। অভিযানে দেশীয় তৈরি অস্ত্রশস্ত্র ও দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী জানান,
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার সদর মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে ।
0 coment rios: