সুজন আলী, রানীশংকৈল প্রতিনিধি: শপথ গ্রহণ করলেন ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আহাম্মদ হোসেন বিপ্লব , ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও মহিলা ভাইস চেয়ারম্যান সারমিন আক্তার ।
৬ জুন বৃহস্পতিবার সকালে রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ শপথ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্ব-স্ব উপজেলার নবনির্বাচিত জনপ্রতিনিধিদের শপথবাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার জাকির হোসেন। এসময় রংপুর বিভাগের স্থানীয় সরকারের পরিচালক আবু জাফরের সভাপতিত্বে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত ডিআইজি রংপুর রেঞ্জ রশিদুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার সাইফুজ্জামান ফারুকী, জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান ও পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী।
শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত চেয়ারম্যান আহাম্মদ হোসেন বিপ্লব ও ভাইস চেয়ারম্যানগণ নেতাকর্মীদের নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্পণ করেন। এ সময় উপস্থিত ছিলেন রানীশংকৈল উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি ও সাবেক মেয়র আলমগীর সরকার, হোসেনগাঁও ইউপি চেয়ারম্যান মতিউর রহমান মতি,
রানীশংকৈল বিএম কলেজের অধ্যক্ষ আহসান হাবিব নবাব, রাঙাটুঙ্গী ইউনাইটেড ফুটবল একাডেমীর প্রতিষ্ঠাতা সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আরর্থান আলী, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য তারেক আজিজ সহ নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগণের শপথ গ্রহণ অনুষ্ঠানের সফর সঙ্গী রাণীশংকৈল উপজেলার বিভিন্ন নেতা কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
0 coment rios: