রবিবার, ৩০ জুন, ২০২৪

লালমোহন ফরাজগঞ্জ ইউনিয়নে সমুদ্রগামী জেলেদের মাঝে পূর্নবাসণের ভিজিএফ চাল বিতরণ

লালমোহন ফরাজগঞ্জ ইউনিয়নে সমুদ্রগামী জেলেদের মাঝে পূর্নবাসণের ভিজিএফ চাল বিতরণ

 


বিশেষ প্রতিনিধি: লালমোহন ফরাজগঞ্জ ইউনিয়নে সমুদ্রগামী জেলেদের পূর্নবাসণের ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।  ওই ইউনিয়নের প্রায় এগারো শত জেলের মাঝে এ চাল বিতরণ করা হয়।

২৯ জুন সকালে সমুদ্রগামী জেলেদের জন্য সরকার প্রদত্ত প্রতিজনের মাঝে ৫৬ কেজি করে ভিজিএফ চাল বিতরণ করা হয়। 

এসময় ফরাজগঞ্জ ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেন মুরাদ, ইউনিয়ন সচিব মেম্বার মহিলা মেম্বার ট্যাগ অফিসার উদ্যোগতা সহ ৫৬ কেজির সমুদ্রগামী জেলে ভি জি এফ বিতরণ করেন। 

জেলেদের মাঝে চাল বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেন মুরাদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে মাননীয় এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন মহোদয়ের দিক নির্দেশনায় ইউনিয়নের প্রায় এগারো শত জেলের মাঝে ভিজিএফ চাল বিতরণ করা হয়।

ঠাকুরগাঁওয়ে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক ৩৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার সহ ১ জন গ্রেফতার ।

ঠাকুরগাঁওয়ে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক ৩৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার সহ ১ জন গ্রেফতার ।


মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: সম্প্রতি গত ২৭  জুন  বৃহস্পতিবার ঠাকুরগাঁও জেলার সুযোগ্য পুলিশ সুপার  উত্তম প্রসাদ পাঠক, পিপিএম-সেবা  সার্বিক দিক-নিদের্শনায় ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর এসআই (নিঃ) মোঃ নবিউল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে পীরগঞ্জ উপজেলার  ৯ নং - সেনগাঁও ইউপির  দস্তমপুর গ্রামের জনৈক মোঃ একদিল হোসেন এর বসতবাড়ীর সামনে কাচা রাস্তার উপর সন্দেহভাজন ২ (দুই) টি মোটরসাইকেলের তল্লাশী করে সিটের পিছনে রাখা মোট ৩টি বস্তায় সর্বমোট ৩৪০ (তিনশত চল্লিশ) বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল, আনুমানিক মূল্য ৫,১০,০০০/-(পাঁচ লক্ষ দশ হাজার) টাকা ও মাদক পরিবহনের সাথে সম্পৃক্ত মোটরসাইকেল দুটি জব্দ করা হয়। একটি প্রতিবেদনে জানানো হয়,

ঘটনার সাথে জড়িত দিনাজপুর গ্রামের পীরগঞ্জ উপজেলার হাসমত আলী ছেলেকে

 মোঃ হাচিনুর রহমান ( হাবিব ) পাইটু (২২), 

কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পীরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। অপরাধ দমন ও শান্তি শৃঙ্খলা রক্ষা এবং মাদক নির্মূলে ঠাকুরগাঁও জেলা পুলিশ সদা তৎপর।

মুজিবনগরে ফেনসিডিলসহ আটক-৪

মুজিবনগরে ফেনসিডিলসহ আটক-৪


ফেনসিডিলসহ চার মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। রোববার (৩০ জুন) ভোর সোয়া ৫ টার দিকে মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের ঘোষপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২০০ বোতল ফেনসিডিলসহ তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো মেহেরপুর সদর উপজেলার শালিকা গ্রামের আব্দুল আলিমের ছেলে সুষম (৩৮), একই গ্রামের ওজদুল ইসলামের ছেলে চাঁদ আলী (৩৭), হামিদুল ইসলামের ছেলে ফারুক হোসেন (২৭) ও মৃত আরশাদ আলীর ছেলে আল আমিন (৫০)।

ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম রোববার (৩০ জুন) সকাল সাড়ে ৮ টার দিকে  বিষয়টি নিশ্চিত করে জানান, মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের ঘোষপাড়া এলাকা দিয়ে মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই সাহেব আলী, এসআই আশরাফুল ইসলামসহ সংগীয় ফোর্স অভিযান পরিচালনা করেন। অভিযানে ২০০ বোতল ফেনসিডিলসহ সুষম, চাঁদ আলী, ফারুক ও আল আমিন নামের চার মাদক কারবারিকে আটক করা হয়।

আটককৃত মাদক কারবারীদের বিরুদ্ধে মুজিবনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।

পঞ্চগড়ে কিশোরী কন্যাকে ধর্ষণের দায়ে বাবার আমৃত্যু কারাদণ্ড

পঞ্চগড়ে কিশোরী কন্যাকে ধর্ষণের দায়ে বাবার আমৃত্যু কারাদণ্ড

 


বদরুদ্দোজা প্রধান পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিজের ১৫ বছর বয়সি মেয়েকে ধর্ষণের অভিযোগে করা মামলায় বাবা সাইফুল ইসলামকে (৪৯) আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার দুপুরে পঞ্চগড় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিচারক (জেলা ও দায়রা জজ) বি.এম তারিকুল কবির এ দণ্ডাদেশ দেন।


দণ্ডপ্রাপ্ত সাইফুল ইসলামের বাড়ি পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের সিপাইপাড়া গ্রামে। তিনি সেখানকার মৃত আখিম উদ্দীনের ছেলে।


এর আগে, ২০২৩ সালের ১৮ নভেম্বর পঞ্চগড় সদর থানায় ভিকটিম তরুনীর মা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলাটি তদন্ত করেন সদর থানার তৎকালীন উপ-পরিদর্শক শামছুজ্জোহা সরকার। তিনি গত ২৮ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করেন।


মামলা সূত্রে জানা যায়, মামলার বাদী দণ্ডপ্রাপ্ত সাইফুল ইসলামের প্রথম স্ত্রী। তাদের দাম্পত্যে ৫ জন সন্তান রয়েছে। সাইফুল দ্বিতীয় বিয়ে করায় গত বছরের আগষ্ট মাসের দিকে তাদের বিচ্ছেদ হয়। এরপর থেকে বাবার বাড়িতে থাকতে শুরু করেন বাদীনি। তার সঙ্গে থাকে ভিকটিম মেয়ে ও ছোট দুই ছেলে।


এদিকে, গত বছরের ২১ সেপ্টেম্বর চাচতো ভাইয়ের বিয়ের অনুষ্ঠান উপলক্ষে বাবার বাড়িতে যায় ভিকটিম মেয়ে। সেখানে বাবার ঘরেই আলাদা বিছানায় রাতযাপন করে সে। বিয়ে অনুষ্ঠানের তিনদিন পর (২৪ সেপ্টেম্বর) ভিকটিমের সৎ মা কোথাও বেড়াতে যায়। এই সুযোগে বাবা সাইফুল ইসলাম তার ঘুমন্ত মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে মেয়েকে হুমকি ও ভয়ভীতি দেখিয়ে আরও একাধিকবার ধর্ষণ করেন তিনি। এতে ভিকটিম মেয়ে অন্তঃস্বত্তা হয়ে পড়ে।


দণ্ডাদেশের বিষয়টি নিশ্চিত করেছেন আসামী পক্ষের আইনজীবী আহসান উল্লাহ আল হাবিব (লাবু)। উচ্চ আদালতে আপীল করা হবে বলেও জানান তিনি।


এ বিষয়ে পঞ্চগড় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আজিজার রহমান আজুর মন্তব্য পাওয়া যায়নি।

লালপুরে ১৭ ঘন্টায় প্রবাসীর স্ত্রী হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, সেই কথিত মামা গ্রেফতার

লালপুরে ১৭ ঘন্টায় প্রবাসীর স্ত্রী হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, সেই কথিত মামা গ্রেফতার


লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে ১৭ ঘন্টার মধ্যে আলোচিত দুবাই প্রবাসীর স্ত্রী শিউলি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। এঘটনায় জাকির হোসেন (৩০) নামে কথিত মামাকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার (৩০ জুন) বেলা ১২ টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানায় লালপুর থানা পুলিশ। গ্রেফতারকৃত জাকির সুনামগঞ্জের দিরাই উপজেলার বাসিন্দা।

পুলিশ জানায়, উপজেলার কামারহাটি তেনাচোরা গ্রামের দুবাই প্রবাসী সোহানুর রহমানের স্ত্রী শিউলি একমাস পূর্বে তার বোন সোনালীর ভাড়া বাসা গাজীপুরের কোনাবাড়ী বেড়াতে যায়। সেখানে তার সঙ্গে জাকিরের সাথে পরিচয় এবং পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে । এক পর্যায়ে তারা শারীরিক সম্পর্কে জড়ায়। পরে গত ২৬ জুন সেই পরকিয়া প্রেমিক গাজীপুর থেকে মামা পরিচয়ে শিউলির শশুড় বাড়ি বেড়াতে আসে। চারদিনে তারা একই সঙ্গে থাকে এবং শারীরিক সম্পর্কে জড়ায়। গত শনিবার ভোরে শিউলির সঙ্গে টাকা পয়সা ও অন্যান্য বিভিন্ন বিষয় মনোমালিন্য হলে জাকির গলায় ওড়না পেঁচিয়ে ও বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করে কৌশলে পালিয়ে যায়। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর মর্গে পাঠায়। 

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ঘটনার দিন রাত সাড়ে ৮টার দিকে বাগাতিপাড়ার মাড়িয়া গ্রাম থেকে লালপুর ও বাগাতিপাড়া থানার যৌথ অভিযানে স্থানীয় জনগণের সহায়তায় জাকিরকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাকির হত্যাকান্ডে বিষয়টি স্বীকার করে বলে জানিয়েছে পুলিশ।

সিলেট ভোলাগঞ্জ মহাসড়কে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে মা ছেলে নিহত

সিলেট ভোলাগঞ্জ মহাসড়কে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে মা ছেলে নিহত

 


কোম্পানীগঞ্জ প্রতিনিধি:  সিলেট-ভোলাগঞ্জের বঙ্গবন্ধু মহাসড়কে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে মা ও ছেলে দুজন নিহত হয়েছেন। রবিবার বিকাল ৪টার দিকে মহাসড়কের কোম্পানীগঞ্জ উপজেলার খাগাইল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন আরও ৩জন। কোম্পানীগঞ্জ থানার ইন্সপেক্টর তদন্ত মনিরুজ্জামান খাঁন এ তথ্য নিশ্চিত করেছেন। 

নিহতরা হলেন, একই পরিবারের নরসিংদী জেলার সদর থানার কামারগাঁও গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী স্মৃতি আক্তার, (২৫) ও ছেলে  আব্দুল্লাহ (৭)। আহতরা হলেন, কামারগাঁও গ্রামের শহীদ মিয়ার ছেলে দেলোয়ার (২৮), বাকি দুজনের পরিচয় জানা যায়নি। 


সুত্রে জানা গেছে,  রবিবার বিকেলে সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কে ভোলাগঞ্জ থেকে অটোরিকশা সিলেটের উদ্দেশ্যে যাচ্ছিল। বিপরীত দিক থেকে ট্রাক সিলেট থেকে কোম্পানীগঞ্জের উদ্দেশ্যে আসছিল। মহাসড়কের কোম্পানীগঞ্জ উপজেলার খাগাইল এলাকায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মা ছেলে দুজন নিহত হন। বাকিদের উদ্ধার করে  সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তারা সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। 


কোম্পানীগঞ্জ থানার ইন্সপেক্টর তদন্ত মনিরুজ্জামান খাঁন বলেন, দুর্ঘটনার পর থেকেই ট্রাকচালক পলাতক রয়েছেন। ট্রাক এবং অটোরিকশা জব্দ করে থানায় আনার ব্যবস্থা করেছি।

শনিবার, ২৯ জুন, ২০২৪

স্বর্ণালংকার উধাও, বৃদ্ধার পা বাঁধা মরদেহ মিলল পুকুর পাড়ে

স্বর্ণালংকার উধাও, বৃদ্ধার পা বাঁধা মরদেহ মিলল পুকুর পাড়ে


নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাটে এক বৃদ্ধা নারীর পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তাৎক্ষণিক পুলিশ হত্যাকান্ডের কোনো কারণ জানাতে পারেনি।   


নিহত ফিরোজা বেগম (৭৫) উপজেলার ধানশালিক ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের পঞ্চায়ের বাড়ির মৃত আবু বক্কর ছিদ্দিকের স্ত্রী।  


শনিবার (২৯ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার ধানশালিক ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের পঞ্চায়ের বাড়ির পুকুর পুকুর পাড় থেকে পুলিশ এই মরদেহ উদ্ধার করে। এর আগে, শুক্রবার দিবাগত রাতে একই বাড়িতে এই ঘটনা ঘটে।  


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফিরোজা বেগম স্বামীর ঘরে একা থাকতেন। প্রতিদিনের ন্যায় ফিরোজা বেগম নিজ শয়ন কক্ষে একা ঘুমিয়ে পড়েন। সকালে তার বড় ছেলে রফিক উল্যাহ ঘুম থেকে উঠলে মায়ের ঘরের দুটি দরজা খোলা দেখেন। পরে তাকে তার এক ভাগনে জানান তার মায়ের বসত ঘরের সিঁধ কাটা রয়েছে। পরবর্তীতে বসত ঘর সংলগ্ন পুকুর পাড়ে ভিকটিমের পা বাঁধা মরদেহ পড়ে থাকতে দেখে ভিকটিমের এক নাতি তার বড় ছেলে রফিক উল্যাহকে বিষয়টি জানান। 


খোঁজ নিয়ে জানা যায়, নিহত বৃদ্ধা সব সময় হাতে দুটি স্বর্ণের বালা,গলায় হার, কানে দুল ও হাতে দুটি স্বর্ণের আংটি ব্যবহার করতেন। ধারণা করা হচ্ছে, ওই স্বর্ণালংকার লুট করার জন্যই তাকে হত্যা করা হয়। নিহতের স্বজনদের দাবি কানের একটি দুল কান থেকে নেওয়ার সময় তার কানেও রক্তাক্ত জখম হয়। মরদেহের সাথে বৃদ্ধার ব্যবহৃত কোনো স্বর্ণালংকার পাওয়া যায়নি। দুর্বৃত্তরা বৃদ্ধাকে হত্যা করে স্বর্ণালংকার নিয়ে যায়। স্বর্ণের লোভেই এই হত্যাকান্ড সংঘটিত হয়েছে।      

  

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুময়ান কবির বলেন, বৃদ্ধার পা বাঁধা ও মুখে রক্ত ছিল। প্রাথমিকভাবে বিষয়টি একটি হত্যাকান্ড প্রতিয়মান হচ্ছে। রহস্য উদঘাটনে তদন্ত চালানো হচ্ছে। ঘটনাস্থলে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরী করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট  নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

ঠাকুরগাঁওয়ে বাড়ি থেকে বৃদ্ধের গলিত লাশ উদ্ধার !

ঠাকুরগাঁওয়ে বাড়ি থেকে বৃদ্ধের গলিত লাশ উদ্ধার !

 


মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলায় নিজ বাড়ি থেকে মো. নুরুল ইসলাম (৭০) নামে ১ বৃদ্ধ ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ । নুরুল ইসলাম ঐ এলাকার মৃত বসির উদ্দিনের ছেলে ও তিনি ঠাকুরগাঁও রোড সুগার মিলের অবসরপ্রাপ্ত ১ জন শ্রমিক ছিলেন।

শনিবার (২৯ জুন) দুপুর ৩ টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার রোড ছিট চিলারং এলাকার বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম ফিরোজ ওয়াহিদ। ওসি এবিএম ফিরোজ ওয়াহিদ বলেন, ঐ ব্যক্তি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে অসুস্থ ছিলেন ও একাই থাকতে পছন্দ করতেন। তাই তিনি বাড়িতে একাই থাকতেন। গত শনিবারের পর থেকে তার খোঁজ আর কেউ নেননি। ঐ দিনের পর থেকে যে তার মৃত্যু কবে হয়েছে তা বলা যাচ্ছে না। দেহে পচন ধরেছে। আমার ঘটনাস্থলে এসে লাশের পাশে ইনহেলার পেয়েছি। প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। তিনি আরো বলেন, লাশ দেখে প্রাথমিকভাবে হত্যা মনে করছি না। এটা অসুস্থ জনিত কারণে হয়তো তার মৃত্যু হয়েছে। লাশের ময়নাতদন্তের রিপোর্টে জানা যাবে মৃত্যুর সঠিক কারণ। নুরুল ইসলামের স্ত্রী মোছা. রুপ্তন নেছা বলেন, আমার স্বামী দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তিনি প্রতিদিন ইনহেলার নিতেন। আমাদের একটি মাত্র ছেলে সন্তান। সেও পড়াশোনার জন্য রংপুর থাকে আর আমি চাকরির সুবাদে পীরগঞ্জে থাকি। ৯ দিন আগে বাড়ি এসে স্বামীর সাথে দেখা হয়েছিল আমার। তার পর থেকে আর দেখা হয়নি । আজকে এসে দেখি তার গলিত মরদেহ ঘরে পরে আছে।

সাতক্ষীরায় অনলাইন জুয়াড়ি চক্র গ্রেফতার

সাতক্ষীরায় অনলাইন জুয়াড়ি চক্র গ্রেফতার


খলিলুর রহমান, সাতক্ষীরা : সাতক্ষীরায় অনলাইন জুয়াড়ি চক্রের দশ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা পুলিশ। শুক্রবার (২৮ জুন) দিনভর জেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক ফয়সাল ইবনে আজিজ।

আটককৃতরা হলেন, সাতক্ষীরার তালা উপজেলার সুজন শাহা গ্রামের মৃত সামছুর রহমানের ছেলে আব্দুল হামিদ রানা (৪০), উথালী গ্রামের শহিদুল ইসলামের ছেলে সাইদুর রহমান (২৮), দক্ষিণ নলতা গ্রামের মৃত ফজর গাজীর ছেলে শাহিদুর রহমান (৪০), ডাঙ্গা নলতা গ্রামের মৃত শেখ ফজর রহমানের ছেলে শাহাদৎ হোসেন (২৮), দেবহাটা উপজেলার মাঝ পারুলিয়া গ্রামের ময়নুদ্দিন মোড়লের ছেলে আব্দুল্লাহ আল- মামুন (৩০), শ্যামনগর উপজেলার পদ্মপুকুর গ্রামের আব্দুল মান্নান সরদারের ছেলে আনিছুর রহমান সরদার (৩১), পাখিমারা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে কামাল হোসেন (৩০), একই গ্রামের উত্তরপাড়া এলাকার জেহের আলীর ছেলে জিনারুল ইসলাম (২৫), খুটিকাটা গ্রামের শওকত আলীর ছেলে মাহামুদুল হাসান (২৯) ও আশাশুনি উপজেলার বল্লভপুর গ্রামের মুকুল হোসেন (৩২)।

সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, একটি সংঘবদ্ধ চক্র অনলাইনে অবৈধ ঘোষিত জুয়ার সাইট পরিচালনা করে আসছিল। যেটা অনলাইন মনিটরিং এবং গোপন সংবাদের মাধ্যমে জেলা পুলিশের নজরে আসে। একপর্যায়ে জেলা পুলিশ সুপারের নির্দেশে জুয়াড়িদেরকে গোয়েন্দা নজরদারিতে রাখা হয়। একপর্যায়ে শুক্রবার দিনভর জেলার শ্যামনগর, আশাশুনি, দেবহাটা ও তালা উপজেলায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় জুয়াড়িদের কাছ থেকে ১৬টি স্মার্টফোন জব্দ করা হয়েছে।

আটক জুয়াড়িদের আজ শনিবার (২৯ জুন) আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে বলে জানান তিনি।

লালমোহনে এইচএসসি ও সমমানের পরীক্ষায় বসছে ১৯১১ জন শিক্ষার্থী

লালমোহনে এইচএসসি ও সমমানের পরীক্ষায় বসছে ১৯১১ জন শিক্ষার্থী

 


মুশফিক হাওলাদার বিশেষ  প্রতিনিধি: আগামীকাল রবিবার শুরু হচ্ছে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। ভোলার লালমোহনে এইচএসসি ও সমমানের পরীক্ষায় বসছে ১৯১১ জন শিক্ষার্থী।

লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, মোট ৫টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। যার মধ্যে সরকারি শাহবাজপুর কলেজ কেন্দ্রে ৩২৯ জন, করিমুন্নেছা-হাফিজ মহিলা কলেজ কেন্দ্রে ২৫৩ জন, হাজী মো. নুরুল ইসলাম চৌধুরী মহাবিদ্যালয় কেন্দ্রে ৫০৪ জন, লালমোহন সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে (কারিগরি/ বিএম/বিএমটি) ৪৯৯ জন এবং লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে (আলিম) ৩২৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে।

লালমোহন উপজেলা একাডেমিক সুপার ভাইজার মদন মোহন মন্ডল বলেন, নকলমুক্ত সুষ্ঠ ও সুন্দর পরিবেশে পরীক্ষা গ্রহনের লক্ষ্যে পরীক্ষার নীতিমালা অনুযায়ী আমাদের পক্ষ থেকে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং কেন্দ্র ভিক্তিক ট্যাগ অফিসার নিয়োগ ও ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। এই কর্মকর্তা আরো বলেন, সকল শিক্ষার্থী বোর্ডের নির্দেশনা মেনে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে।        

প্রকাশিত সময়সূচি অনুযায়ী, এইচএসসি প্রথমদিনে বাংলা প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর মাদরাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় কোরআন মাজিদ বিষয় এবং কারিগরি বোর্ডের অধীনে এইচএসসির (বিএম/বিএমটি) বাংলা-২ বিষয়ের পরীক্ষা প্রথম দিনে অনুষ্ঠিত হবে।

মেহেরপুরের আমঝুপিতে নির্বাচন  উপলক্ষে নির্বাচনী সভা

মেহেরপুরের আমঝুপিতে নির্বাচন উপলক্ষে নির্বাচনী সভা

 


মেহেরপুর প্রতিনিধি :মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়ন পরিষদের নির্বাচন  উপলক্ষে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ জুলাই) বিকেলে সদর উপজেলার আমঝুপিতে এ সভা অনুষ্ঠিত হয়। ২৭ জুলাই আমঝুপি ইউনিয়ন পরিষদের নির্বাচন  উপলক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে। 


অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাবেক চেয়ারম্যান বোরহান উদ্দিন চুন্নুর পুত্র সেলিম রেজা।

এসময় মেহেরপুর সদর উপজেলার চেয়ারম্যান মোঃ আনারুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মহিলা লতিফুন নেছা লতা, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক মোঃ মিজানুর রহমান হিরন, ইউপি চেয়ারম্যান শাহ জামান, মোঃ মমিনুল ইসলাম, মতিউর রহমান মতি, সেলিম রেজাসহ আমঝুপি ইউনিয়নের অসংখ্য নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।

ঠাকুরগাঁওয়ে ৪২ শিক্ষার্থীর এইচএসসি পরীক্ষা দেওয়া অনিশ্চিত !

ঠাকুরগাঁওয়ে ৪২ শিক্ষার্থীর এইচএসসি পরীক্ষা দেওয়া অনিশ্চিত !

 


মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: এইচএসসি পরীক্ষার আর মাত্র একদিন বাকি। এ সময় সবাই যখন পরীক্ষার প্রস্তুতি নিয়ে ব্যস্ত, ঠিক সে সময় প্রবেশপত্র না পেয়ে হতাশায় ভুগছে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ডিগ্রী কলেজের ৪২ জন পরীক্ষার্থী। প্রবেশপত্র না পাওয়ায় তাদের এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। শুক্রবার (২৮ জুন) বিকেলে রুহিয়া ডিগ্রী কলেজ মাঠে গিয়ে দেখা যায়, আরিফ নামে এক শিক্ষার্থী তার তার প্রবেশপত্রের জন্য কলেজে এসে অপেক্ষা করছেন। এ সময় তার সঙ্গে কথা হলে তিনি বলেন, রুহিয়া ডিগ্রী কলেজের ল্যাব সহকারী মো. সাবুকে সব ছাত্রছাত্রী ফরম পূরণর টাকা দেই। তবে সবার ফরম পূরণ হলেও আমাদের ৪২ জনের ফর্ম পূরন নাকি হয়নি। এজন্য আমাদের প্রবেশপত্র আসেনি। আমরা যদি প্রবেশপত্র না পাই তাহলে এই কলেজে ফাঁসি দিব। এ ছাড়া আর কোনো রাস্তা নাই। 

মোহাম্মদ আবু তালেব নামে আরেক এইচএসসি পরীক্ষার্থী বলেন, আমি ফরম ফিলাপের জন্য সাবুকে টাকা দিয়েছে কিন্তু এখনও আমরা প্রবেশপত্র পাইনি। আমার বাবা নেই, আমি দোকানে কাজ করে পড়াশোনা চালিয়ে যাচ্ছি। এত কষ্ট করে পড়াশোনা করার পরেও এখন পরীক্ষা দিতে পারছি না। আমার কাছ থেকে ফর্ম পূরণের জন্য ৪ হাজার টাকা নিয়েছে সাবু। রুহিয়া ডিগ্রী কলেজের ল্যাব সহকারী মো. সাবু বলেন, আমি এ বিষয়ে কিছু জানি না। কেন ৪২ জন শিক্ষার্থীর প্রবেশপত্র আসেনি এ বিষয়ে জানতে চাইলে তিনি কোনো উত্তর দেননি। রুহিয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. মুজিবুর রহমান বলেন, আমাদের পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটি রয়েছে তারা যে কয়েকজনের নাম দিয়েছে সেগুলোই আমরা ফরম পূরণ করেছি। বাকি বিষয় পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি বলতে পারবে। ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বেলায়েত হোসেন বলেন, এ বিষয়ে কলেজ অধ্যক্ষের সঙ্গে আমি কথা বলেছি। যেভাবেই হোক ছাত্রছাত্রীরা যেন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে সে চেষ্টা করছি। এ ছাড়া যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কলেজ কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।

শুক্রবার, ২৮ জুন, ২০২৪

ডোমারে তিনদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ডোমারে তিনদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

 


সাহিদুল ইসলাম নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে 'অর্থনৈতিক শুমারী ২০২৩' প্রকল্পের তালিকাকারীদের তিনদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার (২৮শে জুন) সকালে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা পরিসংখ্যান অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত তিনদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন, ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল আলম বিপিএএ।


ডোমার উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ ওমর আলীর সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিসংখ্যান তদন্তকারী মোঃ আব্দুল বারী, জুনিয়র পরিসংখ্যান সহকারী মোঃ হাবিবুর রহমান প্রমুখ সহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।


উল্লেখ্য, প্রশিক্ষণ কর্মশালাটি আগামী ৩০শে জুন অব্ধি চলবে।কর্মশালায় অংশগ্রহণকারীদের অর্থনৈতিক শুমারী পরিচালনার বিভিন্ন বিষয়াদি জানানো হবে। সেই অনুযায়ী শুমারী পরিচালনা ও তালিকা প্রস্তুত করবেন তারা।

ঠাকুরগাঁওয়ে অর্থ আত্মসাতের মামলায় সাজা প্রাপ্ত  ৪ পলাতক আসামী  দম্পতি সহ ঢাকা থেকে গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে অর্থ আত্মসাতের মামলায় সাজা প্রাপ্ত ৪ পলাতক আসামী দম্পতি সহ ঢাকা থেকে গ্রেফতার


মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলায় একাধিক টাকা আত্মসাতের মামলায় দম্পতি সহ বিভিন্ন মেয়াদে সাজা প্রাপ্ত ৪ জন আসামীদেরকে ঢাকা থেকে গ্রেফতার করে ঠাকুরগাঁও জেলা পুলিশ।   সম্প্রতি গতকাল বুধবার ২৬ জুন ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ এবিএম ফিরোজ ওয়াহিদ এর নির্দেশে অর্থ আত্মসাতের সাজা প্রাপ্ত ৪ জন পলাতক আসামীকে ঢাকার বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করেছে ঠাকুরগাঁও সদর থানার পুলিশ এসআই মামুন এর নেতৃত্বে এসআই আতাউর, নুরুজ্জামান, আহসানুল কবির, স্বপন, এএসআই সিরাজুল ইসলাম সহ ৮ জনের চৌকশ দল। পরবর্তীতে সাজা প্রাপ্তদের আদালতে প্রেরণ করলে বিজ্ঞ আদালত জেল হাজতে প্রেরণ করেন।  ৮ কৃতদের মধ্যে ঠাকুরগাঁও ডিসি অফিসের এলএ শাখার সাবেক কর্মচারি সাজা প্রাপ্ত রফিকুল ইসলাম দম্পতি সহ জহির উদ্দীন বুলবুল ও মহসিন আলী। সেসন ৭৩০/২০২২ নং মামলা সূত্রে জানা যায়, মামলার বাদী মরহুম সৈয়দ নুর হোসেন বাবলু পানি উন্নয়ন বোর্ডের একজন সাবেক সেচ পরিদর্শক। তিনার জীবদ্দশায় রফিকুল ইসলাম বাড়ী বিক্রির কথা বলে মুল দলিল জমা দিয়ে ৩০০/-(তিনশত) টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে বায়নানামা লিখে জমি বিক্রির অঙ্গীকার করে ২৩,০০,০০০/-(তেইশ লক্ষ) টাকা গ্রহণ করে টাকার বিপরীতে তার ব্যবহৃত একটি চেক প্রদান করে। উক্ত হিসাব নম্বরে টাকা না থাকায় ব্যাংক কর্তৃপক্ষ চেকটি ডিজঅনার প্রদান করেন। টাকা না পেয়ে মরহুম সৈয়দ নুর হোসেন বাবলু সে সময়ে বাদী হয়ে ঠাকুরগাঁও বিজ্ঞ আদালতে মামলা দায়ের করে। আসামী পলাতক থাকায় বিজ্ঞ আদালত তাকে দোষী সাব্যস্ত করে ১(এক) বৎসরের বিনাশ্রম কারাদন্ড এবং চেকে বর্ণিত সমপরিমান অর্থ দন্ডে দন্ডিত করে। রফিকুল ইসলাম পলাতক থাকায় বিজ্ঞ আদালত গ্রেফতারী পরোয়ানা ইস্যু করেন। রফিকুল ইসলামের আরোও তিনটি পৃথক অর্থ আত্মসাতের মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে। সেই সাথে রফিকুল ইসলামের স্ত্রীর বিরুদ্ধেও অর্থ আত্মসাতের মামলা থাকায় তাকেও গ্রেফতার করে পুলিশ। সিআর নং ২৮/২০১৯ মামলায় আজিজুর রহমান বাদী হয়ে ১৩,০০,০০০/-(তের লক্ষ) টাকা আত্মসাতের মামলায় ঠাকুরগাঁও সদর উপজেলার চন্ডিপুর গ্রামের ওমর আলীর ছেলে জহির উদ্দীন বুলবুল কে আসামী করে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত গত ৩১/০৫/২০২২ তারিখে বিজ্ঞ যুগ্ম দায়রা জজ ২য় আদালত, ঠাকুরগাঁও তাকে দোষী সাব্যস্ত করে ১(এক) বৎসরের বিনাশ্রম কারাদন্ড এবং চেকে বর্ণিত সমপরিমান অর্থ দন্ডে দন্ডিত করে। আসামী পলাতক থাকায় বিজ্ঞ আদালত গ্রেফতারী পরোয়ানা ইস্যু করেন। পরবর্তীতে আসামী জহির উদ্দীন বুলবুল গ্রেফতার হলে মহামান্য হাইকোর্ট থেকে ২(দুই) মাসের জামিন নেয়। নির্দিষ্ট ২(দুই) মাস অতিবাহিত হওয়ার পরও আবারোও পলাতক থাকেন তিনি। অন্য একটি পৃথক মামলায় মহসিন আলী নামের আরেক জনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা থাকায় মোট ৪ জনকে ঢাকার বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করে ঠাকুরগাঁও থানা পুলিশ ২৭ জুন বৃহস্পতিবার বিকেলে বিজ্ঞ আদালতে উপস্থাপন করলে বিজ্ঞ আদালত তাদের ঠাকুরগাঁও জেল হাজতে প্রেরণ করেন। সাজা প্রাপ্ত পলাতক আসামীদের গ্রেফতার করতে যাওয়া ৮ সদস্য বিশিষ্ট চৌকশ পুলিশ দলের এসআই আতাউর রহমানের সাথে কথা হলে তিনি জানান, বিভিন্ন মামলা ভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত পলাতক আসামীদের ধরতে দীর্ঘদিন ধরে কাজ করছিলাম। পরবর্তীতে তাদের লোকেশন অনুসন্ধান করে গতকাল ২৭ জুন বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।

গাংনী রিপোর্টার্স ক্লাবের স্মৃতি নবনির্বাচিত সদস্যদের মুজিব নগর সৃতিশোধে পুষ্পঅর্পণ

গাংনী রিপোর্টার্স ক্লাবের স্মৃতি নবনির্বাচিত সদস্যদের মুজিব নগর সৃতিশোধে পুষ্পঅর্পণ

 


কামাল হোসেন খাঁন মেহেরপুর জেলা প্রতিনিধিঃ মেহেরপুরে গাংনী রিপোর্টার্স ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে নবনির্বাচিত  সদস্যদের  মুজিবনগর সৃতিশোধে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন, 

 

 গাংনী রিপোর্টার্স ক্লাবের সভাপতি আনারুল ইসলাম বাবু ও সাধারণত সম্পাদক আল-আমীন, 


শুক্রবার (২৮ জুন), গাংনী রিপোর্টার্স ক্লাবের উদ্যোগ মুজিবনগর সুতিশোধে পুষ্প অর্পণ করেন, এসময় উপস্থিত ছিলেন গাংনী রিপোর্টার্স ক্লাবের কার্যালয়ে সকল সদস্য বিন্দু,

নির্বাচিত ১৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত দৈনিক সমাচার ও পশ্চিমাঞ্চলের মেহেরপুর প্রতিনিধি মাজিদ আল মামুন, সহ-সভাপতি দৈনিক প্রধান সংবাদের মেহেরপুর প্রতিনিধি বিল্লাল হোসেন ও দৈনিক মানবাধিকার প্রতিদিনের মেহেরপুর জেলা প্রতিনিধ ও দৈনিক আমাদের সূর্যোদয়ের বিশেষ প্রতিনিধি মোঃ কামাল হোসেন খাঁন, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক দেশতথ্য বাংলার জেলা প্রতিনিধি ও সময়ের সমীকরণের গাংনী প্রতিনিধি মাহাবুল ইসলাম ও দৈনিক অন্যায়ের প্রতিবাদের ভ্রাম্যমাণ প্রতিনিধি কামাল হোসেন, দৈনিক মতপ্রকাশের মেহেরপুর প্রতিনিধি আসাদুল্লাহ আল গালিব অর্থ বিষয়ক সম্পাদক, দৈনিক আমাদের সূর্যোদয়ের বিশেষ প্রতিনিধি রুবেল আহাম্মেদ সাংগঠনিক সম্পাদক, দৈনিক আরশীনগরের স্টাফ রিপোর্টার সাহাদত হোসেন সহ-সাংগঠনিক সম্পাদক, দৈনিক আজকের মুজিবনগরের প্রকাশক ও সম্পাদক অধ্যক্ষ আসাদুজ্জামান প্রচার সম্পাদক ও দৈনিক আমাদের সূর্যোদয়ের গাংনী শহর প্রতিনিধি আবুল হোসেন দপ্তর সম্পাদক,

এছাড়াও  নির্বাহী সদস্য হিসেবে ছিলেন  দৈনিক মুক্তির বাণীর প্রতিনিধি আব্দুল আজিজ, দৈনিক মানবাধিকার প্রতিদিন ও আমাদের সূর্যোদয়ের প্রতিনিধি মাহাবুল ইসলাম, দৈনিক মুক্তির কন্ঠের প্রতিনিধি মেহের আলী বাচ্চু, দৈনিক মানবাধিকার প্রতিদিনের গাংনী প্রতিনিধি আকাশ ইসলাম ও দৈনিক শুভদিনের বিশেষ  প্রতিনিধি আব্দুল হালিম, জাতীয় দৈনিক মানবাধিকার পত্রিকা ও  দৈনিক আজকের খাসখবর পত্রিকার স্টাফ রিপোর্টার আব্দুল হামিদ। আরে উপস্থিত ছিলেন অন্যায়ের প্রতিবাদ ও দৈনিক আমাদের সূর্যোদয়ের ডাক্তার আব্দুর রউফ, উপস্থিত ছিলেন আব্দুস সালাম, অন্যায়ের প্রতিবাদের বিপ্লব হোসেন, দৈনিক আমাদের সুযোগায়ের ফিরোজপুর ইউনিয়ন প্রতিনিধি ইউনুস অ্যাম্পিয়ার,স্বদেশ বিচিত্রার  সাহাবুল হোসেন।

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে  পাটচাষী প্রশিক্ষনে অনিয়ম দুর্নীতির তোপের মুখে পাট সহকারী কর্মকর্তা ঝরনা বেগম

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে পাটচাষী প্রশিক্ষনে অনিয়ম দুর্নীতির তোপের মুখে পাট সহকারী কর্মকর্তা ঝরনা বেগম

 


মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার  কর্মরত পাট অফিসার ঝরনা বেগমের  বিরুদ্ধে পাট ও পাট বীজ চাষী প্রশিক্ষনে নানা অভিয়োগ উঠেছে । প্রশিক্ষনে বহিরাগত নিয়ে আসলে এলাকায় এখবর ছড়িয়ে পড়লে বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ হলরুমে তুলকালাম কান্ড ঘটেছে । ২৭ জুন বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাও জেলার বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ হল রুমে উন্নত প্রযুক্তি নির্ভর ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক ( ১ম সংশোধিত) প্রকল্পের আওতায় পাটবীজ চাষী প্রশিক্ষন শুরু হয়।  বালিয়াডাঙ্গী  উপজেলার ৮টি ইউনিয়নে ১৫০ জন পাট চাষী  প্রশিক্ষন দেওয়ার কথা থাকলে ৬৯ জনের মতো বালিয়াডাঙ্গী উপজেলার পটচাষী  প্রশিক্ষনে নামের তালিকায় সত্যতা পেয়েছেন বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ আফছানা কাওছার ও ঠাকুরগাঁও জেলা পাট কর্মকর্তা অসীম কুমার মালাকার। বাকি ৮১ জনের নাম প্রশিক্ষন

চলাকালীন সময়ে বালিয়াডাঙ্গী উপজেলা ইউএনও ও ঠাকুরগাঁও জেলা পাট কর্মকর্তা র  উপস্থিতিতে বালিয়াডাঙ্গী  উপজেলা ব্যাতীত ( ভূয়া) তালিকা দিয়ে ৩ টি উপজেলার রাণীশংকৈল,  পীরগঞ্জ ও সদর উপজেলার লোকজনকে অটো ভাড়া নিয়ে আসেন প্রশিক্ষন দিতে নিয়ে আসেন পাট কর্মকর্তা  ঝরনা বেগম । এই প্রশিক্ষণে প্রকৃত পাট চাষীকে নির্বাচিত করার কথা ছিল কিন্তু দায়িত্বপ্রাপ্ত অফিসার ঝরনা বেগম মত এবারো এই প্রশিক্ষণে তার অফিস কর্মী, পীরগঞ্জ উপজেলার বাসিন্দা  শশুর, আত্মীয়দের  প্রশিক্ষণ নেয়ার সুযোগ করে দিয়েছেন। অভিযোগ উঠেছে, কৃষক না হয়েও প্রশিক্ষণে বিশেষ উদ্দেশ্যে আত্মীয়দের যুক্ত করেছেন ঝরনা বেগম। প্রশিক্ষণে আত্মীদের যুক্ত করেছেন ? এমন প্রশ্নের জবাবে ঝরনা বেগম কোন সদুত্তর দিতে পারেন নি   ।  খোঁজ নিয়ে জানা গেছে , যাদের তিনি প্রশিক্ষণের সুযোগ করে দিয়েছেন তাদের কোন প্রকার জমি নেই। এমনকি জমি বর্গা নিয়েও কোন আবাদ করেন না তারা। মুলত নগদ ৮শ ৮০ টাকা নগদা  হাতিয়ে নেয়ার জন্যই এ অপকর্ম করেছেন বলে অভিযোগ উঠেছে।  এ ব্যাপারে ঠাকুরগাঁও জেলা পাট কর্মকর্তা সরাসরি উপস্থিত থেকে অনিয়ম দেখতে পান বালিয়াডাঙ্গী  উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত প্রতিবেদন দাখিল করেছেন, এবং তার বিরুদ্ধে বিভাগীয় ব্যাবস্থা ও কারন দর্শানোর নোটিশ দিবেন বলে সাংবাদিকদের জানিয়েছেন। এ ব্যাপারে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার আফছানা কাওছার জানান, বালিয়াডাঙ্গী সহকারী পাট কর্মকর্তা ঝরনা বেগমের বিরুদ্ধে উদ্ধতন কতৃপক্ষের নিকট প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের  লিখবেন।  এ বিষয়ে ঠাকুরগাও জেলা প্রশাসককে জানিয়েছেন।

সহকারী পাট কর্মকর্তা ঝর্না  বেগম  সাংবাদিকদের কে

টাকা দিয়ে ম্যানেজ করার চেষ্টা করেন, এবং কয়েকজন সাংবাদিককে মোটা অংকের টাকাও দিয়েছেন বলে, অভিযোগ উঠেছে । এই দুর্নীতিবাজ পাট সহকারী কর্মকর্তাক ঝর্না বেগমের  বিচারের দাবি জানিয়েছেন বালিয়াডাঙ্গী উপজেলার কৃষকরা ।

মেহেরপুরে রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন

মেহেরপুরে রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন


 মেহেরপুর প্রতিনিধি :মেহেরপুরের ৫ নাম্বার ওয়ার্ড চক্রপাড়ায় ১ কোটি ৫৪ লক্ষ টাকার রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেছেন পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন।


শুক্রবার (২৮ জুন ) বিকেলে পৌর এলাকার চক্রপাড়ায় দোয়া মোনাজাতের মাধ্যমে এই নির্মাণ কাজের উদ্বোধন করেন তিনি। 


উদ্বোধনের আগে আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড আব্দুস সালাম।


প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটনের সঞ্চালনায় এসময় কাউন্সিলর আল মামুন, মুশতাক আহমেদ, আব্দুর রহিম, শারমিন আক্তার, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আল-আমিন হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।


পৌর মেয়র মাহফুজুর রহমান জানায়, মেহেরপুরের পৌর এলাকার ৫ নাম্বার ওয়ার্ডে চক্রপাড়ায় ১ কোটি ৫৪ লক্ষ টাকা ব্যয়ে রাস্তা ও ড্রেন নির্মাণ করা হচ্ছে।

বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪

মুজিবনগরে  সীমান্তবর্তী গ্রাম  সোনাপুর থেকে  বিদেশি পিস্তল ও গুলিসহ আটক- ১

মুজিবনগরে সীমান্তবর্তী গ্রাম সোনাপুর থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক- ১

 


কামাল হোসেন খাঁন মেহেরপুর জেলা প্রতিনিধিঃ মুজিবনগরের সীমান্তবর্তি সোনাপুর গ্রাম থেকে একটি বিদেশী পিস্তুল ও ২ রাউন্ড গুলি ও এক বোতল বিদেশী মদসহ আশরাফুল ইসলাম (৪০) নামে একজনকে আটক করেছে চুয়াডাঙ্গা ৬ বর্ডারগার্ড বিজিবি এর নাজিরাকোনা বিওপি ক্যাম্প।

সোনাপুর ক্যাম্পের জুনিয়র কর্মকর্তা নায়েক সুবেদার জাকির হোসেন জানান,ভারত সীমান্ত পিলার ১০৭ এর নিকট বাংলাদেশ অভ্যন্তরে আগ্নেয়াস্ত্রসহ একজন অবস্থান করছেন এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়েছে,বিজিবির উপস্থিতি টের পেয়ে আশরাফুল ইসলাম পালানোর চেষ্টা কালে তাকে আটক করেন বিজিবি সদস্যরা, এসময় তার কাছ থেকে একটি পিস্তল, ২ রাউন্ড গুলি, এক বোতল বিদেশী মদ, একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে, পরে অস্ত্র আইনে মামলা দিয়ে মুজিবনগর থানা পুলিশের হস্তান্তর করা হয়েছে।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল দত্ত জানান, আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আশরাফুল ইসলামকে বিজিবির পক্ষ থেকে থানায় সোপর্দ করেছে,এ ঘটনায় আগেন্য়াস্ত্র আইনে বিজিবির পক্ষ থেকে মুজিবনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে,আশরাফুল ইসলামকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণের প্রস্তুতি চলছে।

গাজীপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা, চিরকুট লিখে পালিয়ে যাওয়া স্বামীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১।

গাজীপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা, চিরকুট লিখে পালিয়ে যাওয়া স্বামীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১।

 


রানা খান, শ্রীপুর গাজীপুর প্রতিনিধিঃগাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রী মীম আক্তারকে (১৭) শ্বাসরোধে হত্যার ঘটনায় আসামী স্বামী আল-আমিনকে (২৪) জামালপুর থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের সদস্যরা। 

বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে র‌্যাব পোড়াবাড়ী কার্যালয়ে ক্যাম্পের কমান্ডার মেজর জুন্নুরাইন বিন আলম সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বুধবার (২৬ জুন) রাত সাড়ে ৮টায় জামালপুর সদর উপজেলার ফৌজদারি মোড় এলাকা তাকে গ্রেফতার করে।

মীম আক্তার সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মুলকান্দি (ছোট বেড়া খারুয়া) গ্রামের ইউসুফ আলী খানের মেয়ে। স্বামী আল-আমিন টাঙ্গাইলের কালিহাতি উপজেলার কালাই গ্রামের আমিরুল ইসলামের ছেলে। সে স্ত্রীকে নিয়ে আব্দুস সামাদের বাসার তিন তলার একটি কক্ষ ভাড়া নিয়ে স্থানীয় সাদ টেক্সটাইল কারখানায় চাকরী করতেন।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুছ স্থানীয়দের বরাত দিয়ে জানান, গত তিন মাস আগে আল-আমিন তার স্ত্রী মীম আক্তারকে নিয়ে ওই বাড়ীর তিন তলার একটি কক্ষ ভাড়া নিয়ে বসবাস করতে থাকে। বুধবার দুপর ১২টা থেকে ২টার মধ্যে সে তার স্ত্রীকে গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরে দরজা বাহির থেকে তালা মেরে চলে যায়। 

এর কিছুক্ষণ পর সে তার অফিসের সহকর্মী আরিফকে ফোনে করে জানায় তার স্ত্রী মীম আক্তারকে হত্যা করে লাশ ঘরে রেখে তালা দিয়ে চলে আসে। দেয়ালে তার (স্ত্রীর) নানার নাম্বার লেখা আছে। তাদেরকে খবর দিয়ে যেন লাশ দিয়ে দেয়।

লাশের পাশে রাখা চিরকুটে স্বামী লিখে যায়, নিজে একাই মইরা যাইতাম। কিন্তু এরে (স্ত্রী) যদি বাচাইয়া রাইখা যাই, সে আরো অনেক মানুষের জীবন নষ্ট করবে। তাই, মাইরা ফেললাম। অনেক স্বপ্ন ছিল রাসূলের সব সূন্নাহগুলো আমার জীবনে বাস্তবায়ীত করমু। কিন্তু, পারলাম না।


শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান জানান, ভিকটিম মীম আক্তার এবং আল-আমিন আপন চাচাতো ভাই বোন। ৯ মাস পূর্বে তাদের বিবাহ হয়। স্ত্রীকে শ্বাসরোধে হত্যার আসামী গ্রেফতার স্বামী আল-আমিনকে এখনও (দুপুর) পর্যন্ত থানায় হস্তান্তর করেনি পুলিশ।

প্রসঙ্গত, বুধবার (২৬ জুন) দুপুরে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের মাওনা উত্তর পাড়া গ্রামের আব্দুস সামাদের বাড়ীতে পারিবারকি কলহের জেরে স্বামী তার স্ত্রীকে হত্যা করে। এ ঘটনায় ওইদিন রাতে ভিকটিমের বাবা ইউসুফ আলী খান শ্রীপুর থানায় মামলা দায়ের করে।

মেহেরপুর পৌরসভার ৪০ কোটি ৩০ লক্ষ ৮৯ হাজার ১৮৬ টাকার বাজেট ঘোষণা

মেহেরপুর পৌরসভার ৪০ কোটি ৩০ লক্ষ ৮৯ হাজার ১৮৬ টাকার বাজেট ঘোষণা

 


মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুর পৌরসভার ২০২৪-২৫ অর্থ-বছরে ৪০ কোটি ৩০ লক্ষ ৮৯ হাজার ১৮৬ টাকার বাজেট ঘোষণা করেন পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন।


বৃহস্পতিবার মেহেরপুর পৌরসভা মিলনায়তনে ২০২৩-২৪ অর্থবছরে সংশোধিত বাজেট ও ২০২৪-২৫ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়। ২০২৪-২৫ অর্থ বছরে নতুন কোন কর আরোপ না করে এই বাজেট ঘোষণা করা হয়েছে।


মেহেরপুর পৌর সভার ১ নং প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটনের সঞ্চালনায় অনুষ্ঠিত বাজেট অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ২ নং প্যানেল মেয়র সৈয়দ আবু আব্দুল্লাহ বাপ্পী, ৩ নং প্যানেল মেয়র মোছা:রোকসানা খাতুন, ১ নং ওয়ার্ডের কাউন্সিলর মীর জাহাঙ্গীর হোসেন, ২ নং ওয়ার্ডের কাউন্সিলর আল মামুন ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুর রহিম, ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর মোস্তাক আহমেদ, ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর সোহেল রানা ডলার, ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর নুরুল আশরাফ রাজীব, ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর মুঞ্জুরুল কবীর রিপন, ৪,৫,৬ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর শারমিন আক্তার, ১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর দিল আফরোজ জোছনা প্রমুখ।



এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর পৌরসভার নির্বাহী কমকর্তা জিএম ওবায়দুল্লাহ, হিসাবরক্ষণ কর্মকর্তা আবুল কালাম আজাদ, হিসাব রক্ষক মো: মহাদ্দেস আলী। আরও উপস্থিত ছিলেন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী, প্রশাসনিক কর্মকর্তাসহ পৌরসভার সকল কর্মকর্তা কর্মচারী, বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রিন্ট ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

 

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রাম সদরের বেলগাছা ইউনিয়নের আমিন বাজারের যোগাযোগ মোড় এলাকায় একটি নালার (ক্যানেল) পানিতে ভেসে থাকা এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে কুড়িগ্রাম-চিলমারী সড়কের পাশে নাগদাহ নালায় মরদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

স্থানীয়রা জানান, নালার পানিতে ভেসে থাকা মরদেহ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল। নিহত ওই ব্যক্তির পরিচয় কেউ জানেন না বলে জানান তারা।

বেলগাছা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জানান, খবর পেয়ে সরেজমিনে এসে মৃত ওই ব্যক্তির পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। 

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান সাংবাদিকদের জানান, ধারনা করা হচ্ছে মরদেহটি ৩ থেকে ৪ দিন আগের হতে পারে এবং বয়স ৫৫ থেকে ৬০ বছরের মধ্যে হতে পারে। নিহত ব্যক্তির পরিচয়সহ তার মৃত্যুর রহস্য উদঘাটনে কাজ করা হচ্ছে।

সাবেক প্রতিমন্ত্রী জাকিরের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে এলাকাবাসির বিক্ষোভ

সাবেক প্রতিমন্ত্রী জাকিরের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে এলাকাবাসির বিক্ষোভ

 


কুড়িগ্রাম প্রতিনিধি : সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের নামে “জোর পূর্বক জমি দখল ও পিস্তল উঁচিয়ে হত্যার হুমকি”র মিথ্যা অভিযোগ এনে অপপ্রচার চালানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে এলাকাবাসি। 

বৃহস্পতিবার দুপুরে এলাকাবাসির উদ্দ্যেগে কুড়িগ্রামের রৌমারী উপজেলার শাপলা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের সামনে সমাবেশ করেন তারা।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আক্তার আহসান বাবু, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সুরুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক মোস্তফিজুর রহমান রবিন, দাঁতভাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি হারুন অর রশিদ লাল, সমাজ সেবিকা নাহিদ আক্তার সাজু, মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মমতাজ বেগম প্রমুখ। বিক্ষোভ ও সমাবেশে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা বলেন, জোরপূর্বক জমি দখলসহ বিভিন্ন মিথ্যা অভিযোগ এনে একটি কুচক্রীমহল রৌমারী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেনকে হেয় প্রতিপন্ন করার জন্য  তার নামে একের পর এক অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এতে করে তার যেমন সম্মানহানি হচ্ছে দলেরও ভাবমুর্তি ক্ষুন্ন হচ্ছে।  তা মেনে নেওয়া যায় না। 

কুচক্রীমহলকে উদ্দেশ্য করে বক্তারা আরো বলেন, আপনারা যতই ষড়যন্ত্র করেন না কেন জাকির হোসেনকে দাবায় রাখতে পারবেন না। কারণ রৌমারীর জনগণ তার সাথে আছে। এখনো সময় আছে ভালো হয়ে যান। জনগণ খেলা শুরু করলে আপনারা পালানোর পথ পাবেন না। এসব অপপ্রচার বন্ধের দাবি জানান বক্তারা।


উল্লেখ্য গত ২৪ জুন পিস্তল উচিয়ে হত্যার হুমকী ও জোড় পুর্বক জমি দখলের অভিযোগে এনে সাবেক প্রতিমন্ত্রী মো: জাকির হোসেনের নামে রৌমারী থানায় অভিযোগ দায়ের করেন প্রতিবেশি আনোয়ার হোসেন।

আলফাডাঙ্গায় খাদ্যগুদামে কৃষকের কাছ থেকে ধান নেয়নি,লাভ খাচ্ছে কর্মকর্তাসহ সিন্ডিকেট

আলফাডাঙ্গায় খাদ্যগুদামে কৃষকের কাছ থেকে ধান নেয়নি,লাভ খাচ্ছে কর্মকর্তাসহ সিন্ডিকেট

 


আরিফুজ্জামান চাকলাদার: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় তালিকাভুক্ত আবাদি কৃষকের কাছ থেকে ধান ক্রয় না করে সুবিধামতে অন্য জায়গা থেকে কম দামে আমন ধান কিনে সরকারি খাদ্য গুদামে বিক্রি করে মুনাফা লুটছে অফিস সহ সিন্ডিকেট প্রভাবশালীরা। আর এতে সহায়তা করছে খোদ ভারপ্রাপ্ত খাদ্যগুদাম কর্মকর্তা সানাউল্লাহ। তবে কর্মকর্তারা বলছেন, বাজারে ধানের দাম বেশি হওয়ায় কৃষক ধান দিচ্ছে না।ধান ক্রয় করে লক্ষ্যমাত্রা পুরন না করলে আর কোন বরাদ্দ আসবে না।আপনারা  যত পারেন ধান দেন।সরকারি লক্ষ্যমাত্রা পুরন করতে যে কোন লোকের কাছ থেকে ধান ক্রয় করছি।


এবার সরকারিভাবে প্রতি মণ আমন ধানের সংগ্রহ মূল্য নির্ধারণ করা হয়েছে এক হাজার ২৮০ টাকা (প্রতি কেজি ৩২ টাকা)।  উপজেলায় আমন ধান ১৩৭ মে.টন  ,আমন সিদ্ধ চাউল ১২৫ মে. টন প্রতি কেজি ৪৫ টাকা, আতপ চাল ৪৩ মে. টন প্রতি কেজি ৪৪ টাকা দরে এবং  একইঙ্গে ৩৪ টাকা দরে গম কেনারও সিদ্ধান্ত নেয়া হয়েছে।৩১ আগস্ট পর্যন্ত কেনা হবে। কৃষকদের জন্য আমন ধানই মুখ্য। কারণ চাল বিক্রি করেন মালিকরা। এবার গত বছরের চেয়ে ধানের দাম প্রতি কেজিতে দুই টাকা বেশি ধরা হয়েছে। কিন্তু প্রকৃত কৃষকরা সরকারের কাছে ধান বিক্রি করতে পারছেন না বলে অভিযোগ উঠেছে।

উপজেলার কৃষক রিপন মিয়া বলেন, সরকারি কেন্দ্রে ধান বিক্রি করতে পারলে লাভ থাকত।  দালালরা ওই কেন্দ্র পর্যন্ত কৃষকদের যেতেই দেয় না। তাই বাধ্য হয়ে ১০০০-১১০০  টাকা হাটে বাজারে  মণ বিক্রি করছি। কিন্তু এই দামে ধান কিনে তারা সরকারের কাছে বেচে এক হাজার ২৮০ টাকায়   কৃষকের লাভ খাচ্ছে কর্মকর্তাদের যোগসাজশ সিন্ডিকেট।

তিনি অভিযোগ করেন, নানা অজুহাতে আমাদের আটকে দেওয়া হয়। এরমধ্যে আছে কৃষক কার্ড, ময়েশ্চার (আর্দ্রতা), ধানে চিটা। কেউ কেউ কেন্দ্রে নিতে পারলেও এইসব অজুহাতে ধান ফেরত দেয়া হয়। আমাদের পরিবহন খরচ গচ্চা যায়।

এবার দুই একর জমিতে বোরো আবাদ করেছেন উপজেলার কৃষক নাসির উদ্দিন। ফলনও ভালো পেয়েছেন। তিনি জানান, প্রথমে কৃষককে কৃষি কার্ড পেতে হয়, ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হয়। এরপর ধান নিয়ে গেলে লটারি করা হয়। লটারিতে যাদের নাম আসে তাদের ধানের আর্দ্রতা পরীক্ষা করা হয়। যদি আর্দ্রতা ১৪ শতাংশের বেশি হয় তাহলে ধান নেয় না।

অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি বলেন, গত বছর আমার যে ধান সঠিক আর্দ্রতা নেই বলে ফিরিয়ে দেওয়া হয়েছে সেই ধান সিন্ডিকেটের কাছে বিক্রি করার পর তাদের কাছ থেকে একই ধান কিন্তু ক্রয় কেন্দ্র নিয়েছে। সিন্ডিকেটের সঙ্গে খাদ্য গুদাম কর্মকর্তাদের একটা অবৈধ যোগাযোগ আছে। তারা মিলে একটা সিন্ডিকেট।

প্রতি মণে  সিন্ডিকেট হাতিয়ে নিচ্ছে ১৬০-২৬০  টাকা সরকারি পর্যায়ে ধান কেনার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার সুযোগ নিয়েই কৃষকদের বঞ্চিত করছেন সিন্ডিকেট সদস্যরা। তারা কৃষকদের কাছ থেকে কম দামে ধান কিনে বেশি দামে বিক্রি করে। এবার প্রতি মণে এ তারা কমপক্ষে ১৬০-২৬০ টাকা করে হাতিয়ে নিচ্ছে। অভিযোগ রয়েছে, এই লাভের ভাগ  কয়েক জায়গায় দিতে হয়। 

নিয়ম অনুযায়ী সরকারি ক্রয় কেন্দ্রে ধান বিক্রি করতে হলে কৃষকের কৃষি কার্ড থাকতে হবে, ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে ও ধানের আর্দ্রতা ১৪ শতাংশের বেশি হতে পারবে না।

কিন্তু কৃষকের কাছে তো আর্দ্রতা মাপার যন্ত্র নেই, ফলে ধান কেন্দ্রে নিয়ে গিয়ে বিপাকে পড়েন তারা। কারণ তাকে বাড়ি গিয়ে ধান আরো শুকিয়ে আনতে হলে পরিবহন খরচ লাগে। আর কৃষি কার্ড পেতেও আছে জটিলতা। কারণ জমির মালিকানা না থাকলে পাওয়া যায় না। বর্গা চাষিরা তাই কৃষি কার্ড পান না। আর ব্যাংক অ্যাকাউন্টও নেই অনেকের। যদিও ১০ টাকায় অ্যাকাউন্ট খোলার সুযোগ আছে।

আলফাডাঙ্গা এলাকায় আমন  বাম্পার ফলন হয়েছে।  উপজেলার কৃষক আরমান হোসেন এবার পাঁচ একর জমিতে বোরো চাষ করেছেন। তার ভাই করেছেন ৩ একর জমিতে।

তিনি বলেন, ভালো ফলন হলেও আমরা সরকারি কেন্দ্রে বিক্রি করতে পারছি না। বাইরে কম দামে বিক্রি করতে হচ্ছে। এখানে গুদামের লোকসহ সিন্ডিকেট দাপট। তাদের কাছেই আমাদের বিক্রি করতে হচ্ছে। আমরা ১০০০-১১০০ টাকা মণ তাদের কাছে বিক্রি করছি।

নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা কৃষি অধিদফতরের একজন কর্মকর্তা বলেন, আসলে স্হানীয় এবং কর্মকর্তাদের পছন্দনীয় ব্যবসায়ীদের  নিয়ে  সিন্ডিকেট করেন। ফলে অনেক প্রকৃত কৃষক কেন্দ্র পর্যন্ত যেতে পারেন না। কিন্তু এটা তো আমরা দেখতে পারি না। আমাদের কাজ কৃষি তালিকা করে দেওয়া।তবে পুরাতন তালিকা দিয়েই ধান কেনা হয় এটা জানি অন্য দপ্তরে মাথা ঘামানো যায় না। এটা আইনশৃঙ্খলা বাহিনীর কাজ। যারা দালাল তাদেরও কৃষি কার্ড আছে। আর দালালরা তো সংঘবদ্ধ।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও খাদ্য ক্রয়কমিটি সদস্য জগৎ জ্যোতি বিশ্বাস  বলেন, কৃষক ছাড়া অন্য কেহই গুদামে ধান বিক্রির সুযোগ নেই। আপনার মাধ্যমে এই মাত্র অনিয়মের কাথা শুনলাম।কোন কৃষক যদি অভিযোগ করেন তাহলে তদন্ত করে আইনগত ব্যবস্হা নিবো।

খাদ্য ক্রয়কমিটি সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমীন ইয়াছমীন বলেন,এখন অভিযোগ শুনতে পেলাম,খোজ নিয়ে দেখবো।তদন্ত করে  অনিয়ম হলে প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহন করবো।

অনলাইন তথ্য ঘেটে জানা যায়,ইউনিয়ন পর্যায়ে অল্প কিছু ক্রয় কেন্দ্র থাকার কথা থাকলেও মূলত উপজেলা পর্যায়েই ধান কেনা হয়। 

উল্লেখ খাদ্যমন্ত্রী বলেছেন, এবার আর্দ্রতা মাপার যন্ত্র নিয়ে কৃষকের বাড়ি বাড়ি যাওয়া হবে। যদি দেখা যায় তা ১৪ ভাগের বেশি হয় তাহলে তাদের ধান শুকিয়ে সঠিক পর্যায়ে এনে তারপর কেনা হবে। যাতে তারা আর্দ্রতার ফাঁদে না পড়েন। 

বুধবার, ২৬ জুন, ২০২৪

নোয়াখালীতে স্কুল ছাত্রীকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

নোয়াখালীতে স্কুল ছাত্রীকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

 


নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ীতে স্কুল ছাত্রীকে ধর্ষণ করে হত্যা মামলার পলাতক প্রধান আসামি গ্রেপ্তার করেছে র‍্যাব-১১

গ্রেপ্তার মো.হাবিবুর রহমান (২১) উপজেলার বজরা ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের রশিদপুর গ্রামের কালাগাজী বেপারী বাড়ির মৃত মো.মোস্তাফার ছেলে।  


বুধবার (২৬ জুন) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ। এর আগে, গতকাল মঙ্গলবার তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকার খিলক্ষেত এলাকার লা মেরিডিয়ান হোটেলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  


প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসামি হাবিবুর রহমান ভিকটিমের প্রতিবেশী হয়। ভিকটিম রশিদপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। 

ভিকটিমকে স্কুলে যাওয়ার পথে প্রেম নিবেদনসহ বিভিন্ন ধরনের কুপ্রস্তাব দিয়ে আসছিল হাবিবুর। আসামির পরিবারকে একাধিকবার

বিষয়টি জানালেও আসামির পরিবার কোন প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করেনি। ২০২০ সালের ২০ জানুয়ারি বেলা সাড়ে ১০টার দিকে ভিকটিম স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এরপর একই দিন বিকেল সাড়ে ৩টার দিকে স্থানীয়রা ভিকটিমের লাশ একটি পরিত্যাক্ত বাড়ির বাগানের আমগাছের নিচে পড়ে থাকতে দেখে। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরত হাল প্রতিবেদন তৈরি করে লাশ মর্গে প্রেরণ করে। 

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ভিকটিম প্রেমের প্রস্তাবে রাজী না হলে আসামি হাবিবুর ক্ষিপ্ত হয়ে তার সহযোগীদের সাথে নিয়ে ভিকটিম স্কুল থেকে একাকী আসার পথে আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে ধর্ষণ করে শ্বাসরোধ করে হত্যা করে। এরপর স্থানীয় বেগমের পরিত্যাক্ত বাড়ির পাশে লাশ ফেলে চলে যায়। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে সোনাইমুড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করে। তদন্তে আসামি ১৮ বছরের কম হওয়ায় মামলার বিচারিক কার্যক্রম বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে হস্তান্তর হয়। 


র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ বলেন, আসামি জামিন পেয়ে পলাতক থাকায় বিজ্ঞ আদালত গ্রেফতারি পরোয়ানা জারী করে। তথ্য প্রযুক্তির সহায়তায় র‍্যাব-১১ নোয়াখালীর আভিযানিক দল পলাতক আসামিকে গ্রেপ্তার করে। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সোনাইমুড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। 

বোরহানউদ্দিনে  নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক সংহতি দিবস উপলক্ষে  মানববন্ধন

বোরহানউদ্দিনে নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক সংহতি দিবস উপলক্ষে মানববন্ধন

 


মোঃ কবির হোসেন স্টাফ রিপোর্টারঃ নির্যাতিতদের সমথর্নে আন্তর্জাতিক  সংহতি দিবস উপলক্ষে  হিউম্যান রাইটস ডিফেন্ডার্স নেটওয়ার্ক  বোরহানউদ্দিন থানার সামনে এক  মানববন্ধন কর্মসূচি পালন করে । 

২৬ জুন (বুধবার) দুপুর সাড়ে বারোটায় হিউম্যান রাইটস ডিফেন্ডার্স নেটওয়ার্ক  ভোলার উদ্যেগে  বোরহানউদ্দিন থানা ভবনের সামনে স্থানীয় গণমাধ্যমে কর্মী সহ সাধারণ মানুষ  স্বতঃস্ফূর্ত ভাবে  এই মানববন্ধন কর্মসূচিতে   অংশগ্রহণ করেন । এ সময় ভোলা জেলা এনটিভির স্টাফ রিপোর্টার মোঃ আফজাল হোসেন বলেন  : ২৬ জুন  এটা হচ্ছে  নির্যাতিতদের সমথর্নে আন্তর্জাতিক  সংহতি দিবস , একই দিনে সারা বাংলাদেশে এই দিবসটি পালিত  হয়   এবং প্রতি বছর আমরা এই দিবসটি পালন করে আসছি তিনি আরও বলেন যারা বিভিন্ন ভাবে নির্যাতনের স্বীকার হোন তাদের সমর্থনে আজকের এই সংহতি দিবস 


এসময় মানববন্ধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন , ভোলা জেলা এন টিভি স্টাফ রিপোর্টার, মোঃ আফজাল হোসেন , গণমাধ্যম কর্মী, মোঃ কবির হোসেন , মোঃ আবুল বাশার , মোঃ রিয়াজ ফরাজী ,  এইচ এম ইকবাল হোসেন , মোঃ আরিফ পন্ডিত , মোঃ আশিক পন্ডিত, এইচ এম শরীফ , মোঃ ইউসুফ হোসেন অনিক , মোঃ সোহেল , মোঃ ইকবাল মাতাববর, মোঃ আক্তার হোসেন সহ বিভিন্ন পেশাজীবি মানুষ ।

কুড়িগ্রামের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

কুড়িগ্রামের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন


সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম : কুড়িগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৪ বুধবার কুড়িগ্রাম স্টেডিয়ামে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ ও পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম খেলার উদ্বোধন করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মীর্জা নাসির উদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাঈদ হাসান লোবান, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, উপাধ্যক্ষ আবু জোবায়ের আল মুকুল, অধ্যক্ষ হারুন উর রশিদ, ক্রীড়া অফিসার আকরাম হোসাইন প্রমুখ।

খেলায় ১৪টি কলেজ অংশগ্রহন করবে। উদ্বোধনী খেলায় ফুলবাড়ী উপজেলার সাইফুর রহমান সরকারি কলেজ একাদশ ১-০ গোলে রাজারহাট উপজেলার মীর ইসমাই হোসেন সরকারি ডিগ্রী কলেজকে পরাজিত কওে বিজয়ী হন।

পঞ্চগড়ে বৃষ্টি উপেক্ষা করে জিপিএ-৫ উৎসবে শিক্ষার্থীরা

পঞ্চগড়ে বৃষ্টি উপেক্ষা করে জিপিএ-৫ উৎসবে শিক্ষার্থীরা

 


বদরুদ্দোজা প্রধান পঞ্চগড় প্রতিনিধি : আষাঢ়ের বৃষ্টিস্নাত সকাল। চারদিকে ঝুম বৃষ্টি। এরই মধ্যে কেউ ছাতা হাতে আবার কেউবা অটোরিকশাতে পলিথিন জড়িয়ে আসছে মিলনায়তন চত্বরে। শিক্ষার্থীদের পদচারণে মুখর পঞ্চগড় সরকারি মিলনায়তন। সংবর্ধনার নিবন্ধনের আমন্ত্রণ কার্ড হাতে নিয়ে লাইনে দাঁড়িয়ে তারা সংগ্রহ করছে ক্রেস্ট ও স্ন্যাকস। সবার মুখে খুশির ঝিলিক। এভাবেই ঝুম বৃষ্টি উপেক্ষা করে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা।

আজ বুধবার সকাল ৯টার দিকে জেলা শহরের পঞ্চগড় সরকারি মিলনায়তন চত্বরে এ উৎসব শুরু হয়। উৎসবের শুরুতে অংশ নেওয়া শিক্ষার্থীদের জন্য করা নির্দিষ্ট বুথের সামনে লাইনে দাঁড়িয়ে ক্রেস্ট ও স্ন্যাকস বক্স সংগ্রহ করে শিক্ষার্থীরা।

এরপর মিলনায়তনের ভেতর পঞ্চগড় বন্ধুসভার সদস্যদের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় উৎসবের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠানে জেলার সেরা ১০ জন স্কুলশিক্ষককে দেওয়া হবে সম্মাননা।

এর আগে সকাল থেকেই বৃষ্টি উপেক্ষা করে উৎসব প্রাঙ্গণে আসতে শুরু করে নিবন্ধন করা শিক্ষার্থীরা। উৎসবে অংশ নিতে জিপিএ–৫ পাওয়া ৪৩২ জন শিক্ষার্থী নিবন্ধন করেছে।

বৃষ্টি ও বিরূপ আবহাওয়া উপেক্ষা করে জিপিএ–৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনা অনুষ্ঠানে এসেছে শিক্ষার্থীরাছবি: প্রথম আলো

স্বপ্ন দেখো জীবন গড়ো’ স্লোগানে সারা দেশের ৬৪টি জেলায় প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় শুরু হয়েছে জিপিএ-৫ উৎসব।

আয়োজনটি পাওয়ার্ড বাই বিকাশ এবং সহযোগিতায় থাকছে কনকর্ড গ্রুপ, ফ্রেশ, বহুব্রীহি, সানকুইক, কনকা-গ্রি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড, ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ শাখা ক্যাম্পাস, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা। 

পঞ্চগড়ের আটোয়ারী সরকারি পাইলট বালিকা উচ্চবিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ–৫ পেয়েছে ঐশী আলম। বৃষ্টির মধ্যে অটোতে করে সংবর্ধনা অনুষ্ঠানে এসেছে সে। ঐশী আলম বলে, ‘বৃষ্টির মধ্যে আসতে কিছুটা কষ্ট হয়েছে। তারপরও এখানে এসে ভালো লাগছে। আমি অনলাইনে নিবন্ধন করেছিলাম। এ রকম সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে পেরে খুবই আনন্দিত।’জেলার বোদা সরকারি পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ফাহিম মোস্তাকিম। সংবর্ধনা নিতে এসে ফাহিম বলে, ‘পরীক্ষা শেষে অনেক দিন পর সব বন্ধুর সঙ্গে দেখা হলো। এত বড় আয়োজন দেখে অনেক ভালো লাগছে। অনুষ্ঠানে এসে বৃষ্টির কষ্ট ভুলে গেছি।’ এ ধরনের আয়োজন করার জন্য প্রথম আলোকে ধন্যবাদ জানায় সে।

সংবর্ধনায় শিক্ষার্থীদের জন্য থাকছে ক্রেস্ট, ডিজিটাল সার্টিফিকেট, শিখোর পক্ষ থেকে বিশেষ শিক্ষাবৃত্তি, ফ্রেশ ব্র্যান্ডের স্ন্যাকস, সানকুইকের ফ্রুট জুস, প্রথম আলো ই-পেপার (তিন মাস) ফ্রি সাবস্ক্রিপশন, প্রথমা ডটকমে অনলাইনে বই অর্ডারে সর্বোচ্চ ৪০ শতাংশ পর্যন্ত ছাড়, প্রথমা প্রকাশনের বিক্রয়কেন্দ্রে প্রথমা প্রকাশন ও প্র প্রকাশনের প্রকাশিত বইয়ে ৩০ শতাংশ ছাড়, কিশোর আলো ও বিজ্ঞানচিন্তার ৬ মাসের প্রিন্ট ভার্সনের সাবস্ক্রিপশনে বিশেষ ছাড়।

দ্বিতীয় অধিবেশনে সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে শিক্ষার্থীদের দিকনির্দেশনা দিতে উৎসব প্রাঙ্গণে উপস্থিত হয়েছেন গুণী শিক্ষকেরা।

প্রেসক্লাব কোম্পানীগঞ্জের স্মরণিকা নির্ভীক এর মোড়ক উন্মোচন করলেন ওবায়দুল কাদের

প্রেসক্লাব কোম্পানীগঞ্জের স্মরণিকা নির্ভীক এর মোড়ক উন্মোচন করলেন ওবায়দুল কাদের

 


নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সাংবাদিকদের সংগঠন প্রেসক্লাব কোম্পানীগঞ্জের নতুন স্মরণিকা নির্ভীক প্রকাশ হয়েছে। 

বুধবার (২৬ জুন) বিকেলে ধানমন্ডিতে স্মরণিকাটির মোড়ক উন্মোচন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এক যুগপূর্তি উপলক্ষে প্রেসক্লাব কোম্পানীগঞ্জ স্মরণিকাটি প্রকাশ করে।  

মোড়ক উন্মোচন কালে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, একটি সুন্দর সমাজ গঠনে সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য অনেক বেশি। এ সময় প্রেসক্লাব কোম্পানীগঞ্জের স্মরণিকা ‘নির্ভীক’ এর সঙ্গে সংশ্লিষ্ট সকল সদস্যকে শুভেচ্ছা জানান তিনি। 

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাব কোম্পানীগঞ্জের সভাপতি হাসান ইমাম রাসেল, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহিম প্রমূখ। 

ঠাকুরগাঁওয়ে ছাগল পালন করে স্বাবলম্বী- রবীন চন্দ্র শর্মা,

ঠাকুরগাঁওয়ে ছাগল পালন করে স্বাবলম্বী- রবীন চন্দ্র শর্মা,

মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের উত্তর ঠাকুরগাঁও গ্রামে দেশি এবং বিদেশী জাতের ছাগল পালন করে স্বাবলম্বী হয়েছেন রাজেন চন্দ শর্মার ছেলে রবীন চন্দ্র শর্মা । ৭/৮ বছর আগে নিজ জমিতে গড়ে তুলেন মা ছাগল ও ডেইরী ফার্ম।

জানা যায়, ২০১৭ সালে প্রথমে ১৫ টি ছাগল কিনে বাড়ীতে লালন-পালন শুরু করেন। এর ১ বছর পর ৩০টি ছাগল দিয়ে শুরু করেন মা ছাগল ও ডেইরী ফার্ম। এর কিছুদিন পর কয়েকটি ছাগল বিক্রি করে লাভ পেতে শুরু করেন। তারপর আরও কয়েক টি ছাগল কিনেন। এরপর তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। ৭/৮ বছর ধরে খামারে চাগল পালন করে আসা এখন তার ফার্মে ছাগল রয়েছে ছোট বড় মিলে ১০০টি। রবীন চন্দ্র শর্মা বলেন, আমি প্রায় ৭ বছর থেকে ছাগল পালন করছি। আমি ছাগল পালন করে স্বাবলম্বী হয়েছি। আমাকে ইএসডিও’র আরএমটিপি প্রকল্প সর্বক্ষণিক সহযোগিতা করছে। তিনি বলেন, ই এস ডি ও এর প্রকল্পের ডা. বাবুল চন্দ্র বর্মন আমার ছাগলের খামারের খোঁজখবর রাখেন এবং ঔষুধপত্র দেন এবং আমাকে আর এম টি পি প্রকল্প হতে ডাক্তার বাবুল চন্দ্র বর্মন এর মাধ্যমে প্রায় দেড় লক্ষ টাকা অনুদান দেয়। তিনি আরো বলেন, ঠাকুরগাঁও সদর উপজেলা ভেটনারি অফিস থেকে আমাকে শুধু একবার ভিটামিন জাতী ঔষুধ দিয়েছিল।

ইফাদ ও পিকেএসএফ এর অর্থায়নে ইএসডিও -আরএমটিপি প্রকল্পের প্রকল্প ব‍্যাবস্থাপক ও ইএসডিও’র এসিসট‍্যান্ট প্রোগ্রাম কো-অর্ডিনেটর (এপিসি) ডাক্তার বাবুল চন্দ্র বর্মন বলেন, ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের উত্তর ঠাকুরগাঁও গ্রামের রবীন চন্দ্র শর্মার ইএসডিও আরএমটিপি’র তত্বাবধানে একটি বড় মা ছাগলের খামার স্থাপন করা হয়েছে। নিরাপদ দুধ এবং নিরাপদ মাংস উৎপাদনের নিমিওে রবিনের এই ছাগলের খামার দেখে এলাকার অনেকে এইরকম ছাগলের খামার দিচ্ছে। ছাগল পালন করে সে স্বাবলম্বী হয়েছেন। আমরা আরএম টিপি প্রকল্পের আওতায় নিয়মিত টিকা প্রদান, কৃমিমুক্তকরন এবং সব রকমের চিকিৎসা সুবিধা দিয়ে আসছে। বর্তমানে তার খামারে দেশি-বিদেশি ছাগল রয়েছে প্রায় একশত এর উপরে। এই খামার থেকে সে প্রতি মাসে ৩০ থেকে ৩৫ হাজার টাকা আয় করছে। তার এই খামার দেখে আরএমটিপি প্রকল্পের আওতায় প্রায় শতাধিক খামার গড়ে উঠছে । তিনি আরো বলেন, আরএমটিপির মুল লক্ষ্য হচ্ছে কিভাবে তার খামারকে বানিজ‍্যিকিকরন এর মাধ‍্যমে লাভবান হওয়া যায় । বর্তমানে খামারে বিভিন্ন জাতের মোট ১০০টি ছাগল রয়েছে এবং এই মা ছাগল হতে সে প্রতিদিন গড়ে ১৫/২০ লিটার দুধ পায়, যা বাইরে বিক্রি করে যে টাকা পায় তা দিয়ে ছাগলের খাবার এবং অন্যান্য আনুসাংগিক ক্রয় করে। এই দুধ চিজ ফ্যাক্টরীতে দেয়া হয় এবং দুধ হতে পনির তৈরি করা হয়। ছাগলের দুধের পনির অনেক সুস্বাদু হওয়ায় এর চাহিদাও বাজারে অনেক বেশী। ঠাকুরগাঁও সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ হেমন্ত কুমার রায় বলেন, রবীন চন্দ্র শর্মার ছাগলের খামার আছে বলে আমরা অবগত আছি এই মুহূর্তে আমাদের হাতে কোন অনুদানের এই ধরনের কোন প্রকল্প হাতে নাই। পরবর্তীতে কোন প্রজেক্ট বা প্রকল্প আসলে আমরা অনুদানের ব্যবস্থা করব।

 দিনাজপুরে  বৃদ্ধাকে গলাকেটে হত্যাকান্ডে - ৩ আসামী গ্রেফতার

দিনাজপুরে বৃদ্ধাকে গলাকেটে হত্যাকান্ডে - ৩ আসামী গ্রেফতার


এসএম মাসুদ রানা দিনাজপুর প্রতিনিধি: মঙ্গলবার (২৫ শে জুন) সকাল ১১ ঘটিকায় দিনাজপুরের জেলা পুলিশ কনফারেন্স রুমে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বীরগঞ্জ থানার মামলা নং-১০/১২৯, তাং-০৭/০৬/২০২৪ খ্রিঃ মামলাটি একটি ক্লুলেস হত্যা মামলা। মামলাটি রুজু পরবর্তীতে দিনাজপুর জেলার পুলিশ সুপার জনাব শাহ ইফতেখার আহমেদ পিপিএম (বার) মহোদয়ের সরাসরি দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব শেখ মোঃ জিন্নাহ আল মামুন (বীরগঞ্জ সার্কেল অতিরিক্ত দায়িত্বে) ও সার্বিক সহযোগিতায় বীরগঞ্জ থানা পুলিশ বিরামহীন অভিযান পরিচালনা করে তথ্য প্রযুক্তি ব্যবহার করে উক্ত নৃশংস হত্যা কান্ডের ক্লু উদ্ঘাটন করা হয়। হত্যা কান্ডে সরাসরি জড়িত ভিকটিম রেজিয়া বেগমের দেবর আব্দুলের ছেলের ঘরের নাতী আসামী জাকির হোসেন (২৬) কে প্রথমে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্য মতে ভিকটিমের দেবর রেনু মিয়ার ছেলে অপর আসামী হাসিম মিয়া ও মেয়ের ঘরের নাতী মোঃ রমজান আলীকে গ্রেফতার করিয়া পুলিশ হেফাজতে গ্রহন করা হয়। আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাহারা ঘটনার কথা স্বীকার করেন।


ঘটনার সংক্ষিপ্ত বিবরনীতে জানা যায়,

 অত্র মামলার ভিকটিম রেজিয়া বেগম (৭৫) এর ছেলে মোঃ সুনু মিয়া থানায় এজাহার দায়ের করেন যে, গত ০৬/০৬/২০২৪ খ্রিঃ রাতের খাওয়া দাওয়া শেষে রাত্রি অনুমান ০৯.০০ ঘটিকার সময় বাদীর পরিবারের সকলেই নিজ বাড়ীতে ঘুমিয়ে পরেন। ০৭/০৬/২০২৪ খ্রিঃ সকাল অনুমান ০৬.০০ ঘটিকার সময় বাদী ব্যবসায়ীক কাজে বাহিরে চলে যান। ০৭/০৬/২০২৪ খ্রিঃ মোবাইল ফোনের মাধ্যমে সংবাদ শুনিয়া বাদী তাহার পিতার বসত বাড়ীতে মায়ের শয়ন ঘরে যাইয়া খাটের উপর বাদীর মা রেজিয়া বেগম (৭৫) এর গলার মাঝখানে কাটা রক্তাক্ত জখম, মাথার ডান পাশে ও কপালের উপরে কাটা রক্তাক্ত জখম অবস্থায় মৃতদেহ খাটের উপর পরে থাকতে দেখেন এবং ঘরের ভিতরে প্লেইনশীটের ট্রাংকের তালা ভাঙ্গিয়া ট্রাংকে থাকা গরু ও গম বিক্রয়ের নগদ ১,৫৭,০০০/-(এক লক্ষ সাতান্ন হাজার) টাকা, সাত আনা ওজনের স্বর্ণালংকার, মূল্য অনুমান ৪৫,০০০/-(পঁয়তাল্লিশ) হাজার টাকাসহ বাদীর পিতার নিজনামীয় সমূদয় জমির দলিলসহ অন্যান্য কাগজপত্র হত্যাকান্ড ঘটাইয়া চুরি করিয়া নিয়া গিয়াছে। সঙ্গোপনে প্রবেশ করিয়া বর্ণিত মালামাল চুরি করে নিয়ে যাওয়ার সময় বাদীর মা বাধা প্রদান করিলে অজ্ঞাতনামা আসামীগন বাদীর মাকে নৃশংসভাবে হত্যা করে বাদীর মায়ের শয়ন ঘরের খাটের উপর ফেলে রেখে পালিয়ে যায়।


আসামীঃ অজ্ঞাতনামা এক/একাধিক।

তদন্তে প্রাপ্ত গ্রেফতারকৃত আসামীঃ ১। মোঃ জাকির হোসেন (২৬), পিতা- মৃত বাবুল মিয়া, ২। মোঃ হাসিম মিয়া (৪৩), পিতা- মোঃ রেনু মিয়া, উভয় সাং- ধনগাঁও পশ্চিম, জুম্মা হাট, ৩। মোঃ রমজান আলী (২৫), পিতা- কাজল মিয়া, সাং- দেউলী, সর্বথানা- বীরগঞ্জ, জেলা-দিনাজপুর।


মালামাল উদ্ধারঃ আসামী মোঃ জাকির হোসেন এর দেওয়া তথ্য ও দেখানো মতে মামলার হত্যা কান্ডে ব্যবহৃত 'দা' এবং লষ্ঠিত জমির দলিল উদ্ধার করা হয়েছে।

নোয়াখালীতে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, গ্রেপ্তার-১৪

নোয়াখালীতে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, গ্রেপ্তার-১৪

 


নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সদর উপজেলায় পুলিশের ওপর হামলা চালিয়ে পল্লী বিদ্যুতের মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের ঘটনায় ১৪জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় আহত সুধারাম থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুর রব চৌধুরীসহ পাঁচ পুলিশ সদস্যকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 


বুধবার (২৬ জুন) সকালে আসামিদের নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।  এর আগে, গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আন্ডারচর ইউনিয়নের চৌরাস্তা বাজারে এই ঘটনা ঘটে। পরবর্তীতে খবর পেয়ে জেলা সদর থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে হামলার ঘটনায় জড়িত ১৪জনকে গ্রেপ্তার করে।     

 

পুলিশ ও স্থানীয়রা জানায়, পল্লী বিদ্যুতের দুটি মামলার পরোয়ানাভুক্ত আসামি মতিন। সে আন্ডারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আজিজুল হক বকসির ছেলে এবং স্থানীয় চৌরাস্তা বাজারের একজন ব্যবসায়ী। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার চৌরাস্তা বাজার থেকে মতিনকে (৩৫) গ্রেপ্তার করে সুধারাম থানার এএসআই আবদুর রব চৌধুরী। এরপর গ্রেপ্তারকৃত আসামিকে থানায় নিয়ে আসার পথে স্থানীয় চৌরাস্তা বাজারে সাবেক চেয়ারম্যান বকসির অন্য ছেলেরা তাদের সাঙ্গপাঙ্গদের নিয়ে পুলিশের সিএনজির গতিরোধ করে। একপর্যায়ে পুলিশের ওপর হামলা চালিয়ে মতিনকে ছিনিয়ে নেয়। এ সময় পুলিশের পাঁচ সদস্য আহত হয়। পরবর্তীতে একই দিন বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত অভিযান চালিয়ে হামলার ঘটনায় জড়িত ১৪জনেক গ্রেপ্তার করে পুলিশ। একই সাথে সাবেক চেয়ারম্যান আজিজুল হক বকসিকেও জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়।


নোয়াখালী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো.মোর্তাহীন বিল্লাহ বলেন,পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করলে আসামির পরিবারের সদস্য ও সহযোগীরা হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নিয়ে যান। পরে পুলিশ অভিযান চালিয়ে ছিনিয়ে নেওয়া আসামিসহ ১৪জনকে গ্রেপ্তার করে। সাবেক চেয়ারম্যান বকসিকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে ১৪জনকে আসামি করে মামলা নেওয়া হয়েছে।    

মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪

জনজীবনকে নিরাপদ রাখতে  শেরপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান ও জরিমানা

জনজীবনকে নিরাপদ রাখতে শেরপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান ও জরিমানা


মাসুম বিল্লাহ,বগুড়া প্রতিনিধিঃ বগুড়া শেরপুর পৌর শহরের বিভিন্ন এলাকায় কয়েকটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে প্রায় ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ২৫ জুন মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সুমন জিহাদী ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম রেজাউল করিম এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

জানা যায়, শেরপুর উপজেলার জনজীবনকে নিরাপদ রাখতে পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালত। এ সময় লাইসেন্সের শর্ত ভঙ্গ করে অগোছালো ভাবে গ্যাস সিলিন্ডার সংরক্ষণের দায়ে আসমা ট্রেডার্সকে ৩০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেড মো. সুমন জিহাদী। এছাড়াও তালুকদার পাম্প কে প্রেট্রোলিয়ম আইনে ৩০ হাজার, ল্যাবরেটরী ঔষধ সামগ্রী মেয়াদত্তীর্ন ও অপারেশন থিয়েটার অপরিস্কার থাকা দায়ে মেডিকেল প্রাক্টিশনার অধ্যাদেশ অনুযায়ী ভিষণ ও করোতোয়া ক্লিনিক এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ১০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এসএম রেজাউল করিম। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজিদ হাসান সিদ্দিকী, শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম ও র‌্যাব সদস্যরা উপস্থিত ছিলেন। 

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সুমন জিহাদী বলেন, আপনারা জানেন যে, কিছুদিন আগেই পৌর শহরের হাসপাতাল রোডে জিন্নাহর তেল-গ্যাসের দোকানে আগুন লেগেছিল। আগুন লাগার কিছুদিন আগেই সেখানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাকে সতর্ক করে দিয়েছিলাম। কিন্তু সে মানেনি। পরের ঘটনা আপনারা সবই জানেন। এরই প্রেক্ষিতে শেরপুর উপজেলার জনজীবন কে নিরাপদ রাখতে আজকেও ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছি। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জৈন্তাপুরে নাগামরিচের উৎপাদন ও রপ্তানি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

জৈন্তাপুরে নাগামরিচের উৎপাদন ও রপ্তানি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

 


বিলালুর রহমান সিলেট জৈন্তাপুর প্রতিনিধি: জৈন্তাপুর উপজেলায় নিরাপদ ও কোয়ারেন্টাইন পোকা মাকড় মুক্ত নাগামরিচের উৎপাদন ও রপ্তানি বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

বাংলাদেশ হর্টিকালচারাল প্রডিউসার্স এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন আয়োজিত ২৫ জুন সোমবার দিনব্যাপী  উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। 

জৈন্তাপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কারিগরি সহযোগিতা ও এগ্রো প্রোডাক্টস বিজনেস প্রমোশন কাউন্সিল, বানিজ্য মন্ত্রনালয়ের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন জৈন্তাপুর উপজেলা কৃষি অফিসার শামীমা আক্তার।   উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইরফান শাহ-এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেটের উপ পরিচালক মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা। 

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হর্টিকালচারাল প্রডিউসার্স এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশনের উপদেষ্টা ডঃ মনজুরুল ইসলাম। 

কর্মশালার মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিলেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ- পরিচালক (পিপি) মোহাম্মদ আনিসুজ্জামান। 

এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর সাইট্রাস গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা ফয়সল আহমেদ। 

কর্মশালায় জৈন্তাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন হতে আগত নাগামরিচ চাষিরা অংশ গ্রহন করেন। এসময় বক্তারা জৈন্তাপুরের অন্যতম রপ্তানিযোগ্য ফসল নাগামরিচ চাষ,পরিচর্যা, রোগবালাই নিরাময় সহ উৎপাদন পরবর্তী বিদেশে রপ্তানির ক্ষেত্রে কৃষক ও ডিএই মাঠ পর্যায়ে কর্মকর্তাদের হাতে কলমে প্রশিক্ষণ ও ধারণা প্রদান করেন। 

 কর্মশালায় উপস্থিত ছিলেন জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম, উপ সহকারী কৃষি কর্মকর্তা সমর মোহন ধর, অরুনাংশ দাস, সোয়েব আহমেদ সাহাব উদ্দিন, দেলোয়ার হোসেন, সানজিদা ইশরাত, সালেহ আহমেদ ও মামুন আহমেদ।

ঠাকুরগাঁও জেলা মাদকের ঘাঁটি  পুলিশ মাদক প্রবেশ ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা করছেন ।

ঠাকুরগাঁও জেলা মাদকের ঘাঁটি পুলিশ মাদক প্রবেশ ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা করছেন ।

 


মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,দেশের উত্তরের ঠাকুরগাঁও জেলা মাদকদ্রব্যের কারণে সর্বনাশ ডেকে আনছেন । বিশ্ববিদ্যালয় পড়ুয়া আমার সন্তান ঢাকায় গিয়ে মাদকাসক্ত হয়ে পড়েছে। নেশার টাকার জন্য প্রায়ই বাসায় ভাঙচুর করত সে। কখনো তার হাতে লাঞ্ছনার শিকার হয়েছি- বলতেই হাউমাউ করে কেঁদে ওঠেন অসহায় এক বাবা। তিনি পেশায় কলেজ শিক্ষক। নাম না প্রকাশের শর্তে ভারী হয়ে আসা কণ্ঠে তিনি আরও জানান, লজ্জায় কাউকে মুখ দেখাতে পারছি না, পালিয়ে বেড়াচ্ছি। আর সন্তানকে স্বাভাবিক অবস্থায় ফেরানোর চেষ্টা করছি। এমন সংকটে শুধু তিনি একা নন । ঠাকুরগাঁও জেলার অনেক পরিবারের চিত্র এটি। সুকৌশলে মিয়ানমারে উৎপাদিত মাদক ইয়াবা ট্যাবলেট, সীমান্ত পথে ভারত থেকে বানের পানির মতো আসা ফেনসিডিল, গাঁজা যুবসমাজকে বিপথগামী করে দেশ ও জাতিকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। পুরো শহর ঘুরে সব বয়সের মানুষের সঙ্গে কথা বলে যে চিত্র পাওয়া  গেছে তাতে ২৪ ঘণ্টায় ঠাকুরগাঁও জেলা দুভাবে চিনতে হয়। দিনের সঙ্গে রাতের কোনো মিল নেই। সকাল থেকে শেষ বিকাল পর্যন্ত শহরের যে চিত্র দেখা যায়, সেইভাবে উপজেলা গুলোতো একে অবস্থা । তাই অন্ধকার নামলেই কোথায় যেন হারায়। ঠাকুরগাঁও জেলায় সন্ধ্যার পর দ্রুত পাড়া-মহল্লার চিত্র পাল্টে যায়। রাস্তার পাশে ঝুপড়ি ঘর, টং দোকান, রিকশার গ্যারেজ, অফিসপাড়ার নিরিবিলি স্থান ও ফাঁকা জায়গায় উঠতি বয়সের তরুণ-যুবকদের আড্ডা অনেকটা অঘোষিত নিয়ম হয়ে গেছে। কখনো বয়স্করা এভাবে ঘোরাফেরার কারণ জানতে চাইলে একটাই জবাব- ‘স্কুল-কলেজ নেই, সারা দিন পড়াশোনার পর হাতে কোনো কাজ থাকে না। তাই বন্ধুরা মিলে সন্ধ্যার পর ঘুরতে বের হই। ’ তবে রাত ১১টার পর ঠাকুরগাঁও শহর ও উপজেলাগুলোতে একেবারেই ফাঁকা হয়ে পড়ে। সন্ধ্যা থেকে রাত ১১টা এ ৫ ঘণ্টাই ঠাকুরগাঁও জেলার জন্য সর্বনাশ ডেকে আনছে। পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের তথ্যমতে, মাদকাসক্তদের বয়স ২০ থেকে ৩৫ বছর। ঠাকুরগাঁও শহর ছাড়িয়ে উপজেলা পর্যায়ে মাদক বহনে ব্যবহার কারা হয় নারী ও শিশুদের। কিন্তু মূলহোতারা সব সময় থাকে আড়ালে। মোবাইল কোর্ট ও পুলিশের অভিযানে প্রায়ই বহনকারী ধরা পড়ে। পুলিশ বলছে, ঠাকুরগাঁও জেলার বিভিন্ন জায়গায় বাড়ির মধ্যে গাঁজা আবাদের খোঁজ পাওয়া গেছে। এরপরই অভিযান চালিয়ে শতাধিক গাছ ধ্বংস করে ফেলা হয়। এ ছাড়া প্রতিনিয়ত মাদক চোরাচালানদের আটক করা হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে। অন্যদিকে সীমান্ত দিয়ে অবাধে আসছে ফেনসিডিল, হেরোইন, ইয়াবা, গাঁজা। ইয়াবা কক্সবাজার থেকে ঢাকা হয়ে ঠাকুরগাঁও জেলায় কীভাবে আসে এমন প্রশ্নের জবাব পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর কেউ দিতে পারেনি। তবে একাধিক সূত্রমতে, মিয়ানমার থেকে ভারতের ভিতর দিয়ে বাংলাদেশের সীমান্তবর্তী জেলায় ঢুকছে ইয়াবা। সীমান্ত এলাকায় কখনো গরুর পাল, কখনো তেলের কনটেইনারে ঠাকুরগাঁও জেলায় মাদক প্রবেশ করে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়দের অনেকেই জানান, সীমান্তের দুই দিকে রাতভর চলে মাদক কেনাবেচা। অবশ্য বিজিবির সূত্র, এসব অভিযোগ অস্বীকার করে বলেছে, সীমান্তে রাতদিন কড়া নজরদারি রয়েছে। এদিকে মাদকের অবাধ কেনাবেচা সম্পর্কে প্রশ্ন করা হলে ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা শাখার এস,আই নবিউল ইসলাম বলেন, সীমান্তের ৩ কিলোমিটারের মধ্যে পুলিশ প্রবেশ করতে পারে না। তারপরও পুলিশ মাদক প্রবেশ ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা করছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সূত্রমতে, ঠাকুরগাঁও সদর দফতরের ১৩ জনবলের মধ্যে আছে মাত্র ৬ জন। এ ৬ জনকে নিয়ে একটি ঠাকুরগাঁও জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ করা কতটা কঠিন তা সহজেই অনুমেয়। নেই কোনো আগ্নেয়াস্ত্র। তদুপরি  ঠাকুরগাঁও জেলা প্রশাসনের পরামর্শে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে টাস্কফোর্সের অভিযান অব্যাহত রয়েছে। ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার উত্তম কুমার পাঠক বলেন, মাদক মোকাবিলায় প্রতিনিয়ত অভিযান চালাচ্ছে ঠাকুরগাঁও জেলা পুলিশ। প্রতিদিন বিভিন্ন থানায় ধরা হচ্ছে। মাদক নিয়ে ঠাকুরগাঁও জেলা পুলিশের পক্ষ থেকে কোনো ছাড় নেই। ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তানজীর আহম্মদ বলেন, সীমান্তে আমাদের বিজিবির পক্ষ থেকে কঠোর নজরদারি রয়েছে। মাদক পারাপার সীমান্ত দিয়ে করা সহজ নয়, কারণ বিজিবি অনেক কঠোর অবস্থানে। আমরা প্রায় সময় মাদকের চালান ধরছি।

পুরনো বিআরটিসি বাসের ফাঁদে পঞ্চগড় বাসি

পুরনো বিআরটিসি বাসের ফাঁদে পঞ্চগড় বাসি

 


বদরুদ্দোজা প্রধান পঞ্চগড় প্রতিনিধি: উত্তরের জেলা পঞ্চগড় থেকে দেশের বিভিন্ন রুটে পুরাতন বিআরটিসি বাস চলাচল করছে। প্রতিদিন পঞ্চগড় থেকে হাজার হাজার যাত্রী জীবনের ঝুকি নিয়ে এই পুরাতন  বিআরটিসি বাসপরিবহনে যাতায়াত করছেন। কিন্তু  বাসগুলা অনেক বেশী পুরাতন হওয়ায় নানা হয়রানি এবং ভোগান্তির শিকার হচ্ছেন  যাত্রীরা। তাদের অভিযোগ জরাজির্ণ এবং দুর্গন্ধ যুক্ত বাস গুলো চলাচল যেমন অস্বাস্থ্যকর তেমনি  ঝুঁকিপূর্ণ। সরকার দ্রুত নতুন আধুনিক মানের বাস সরবরাহ করবেন বলে আশা করেন তারা । 


পঞ্চগড় জেলা থেকে রংপুর, রাজশাহী, নাটোর, খুলনা, দিনাজপুর,বরিশাল, চট্টগ্রাম  সহ দেশর বিভিন্ন রুটে প্রায় ৬০ টি বিআরটিসিবাস চলাচল করছে। নির্ভরযোগ্য বলে মনে করে জেলার হাজার হাজার যাত্রী, তাই এসব বাসে করে যাতায়াত করে থাকেন। নির্দিষ্ট সময় ভ্রমণ করবে বলে  চিকিৎসার জন্য রুগীদের পাশাপাশি শিক্ষার্থী এবং চাকুরীজিবীরাই বিআরটিসিতে যাতায়াত করেন বেশি। এসব যাত্রীর অভিযোগ বাসগুলা অনক পুরানা। ইঞ্জিনগুলা অনক পুরানা হওয়ায় রাস্তায় বেশ কয়েকবার নষ্ট হয় পড়ে থাকে। ফলে রাস্তায় বাস বদলাতে হয়, না হয় দীর্ঘ সময় নষ্ট হয় যায়। বাসের সিটগুলা ভাঙ্গাচুরা এবং জরাজির্ণ। বাসের ভিতর উৎকট গন্ধ বিরক্তিকর পরিবেশ,একটু বৃষ্টি হলেই বাসের ভিতর ভিজতে হয়,নিরুপায় হয়েই যাতায়াত করতে হয় যাত্রীদের। অধিকাংশ বাস রংচটা, গ্লাস ভাঙ্গা, লাইট ভাঙ্গা এবং সিট ভাঙ্গা। 

সদর উপজেলার ভিতরগড় এলাকার যাত্রী আতাউর রহমান জানান, আমার স্ত্রীর জরুরী চিকিৎসার জন্য রংপুর হাসপাতালে নিয়ে  যাছিলাম। যাওয়ার পথে বিআরটিসির বাসটি ২ বার নষ্ট হয়। পথে অপেক্ষা করতে করতে  প্রায় দুই ঘটা সময় চলে যায়।  ডাক্তার দেখাতে পেরেছি কিন্তু টেস্টের রেজাল্টের  জন্য একদিন রংপুরে রাত্রী যাপন করত হয়। অনক হয়রানী হতে হয়েছে। তাছাড়া বাসটির সিটগুলা অত্যাধিক নোংরা।যেখানে সেখানে যাত্রী তোলে, খুবই ভোগান্তি।  অচিরেই এই রুটে প্রয়োজন নতুন এবং আধুনিক মানের বিআরটিসির বাস। 


চালকরা বলছেন এই রুটের বাসগুলা দীর্ঘদিন থেকেই পুরানা। জীবনের ঝুঁকি নিয়েই চালাতে হচ্ছে তাদের । এরই মধ্য কয়কটি বিআরটিসি বাস কে জরিমানাও করেছে হাইওয়ে পুলিশ ও বাংলাদেশ সড়ক কর্তৃপক্ষ। চালক আরিফুল ইসলাম জানান বাসগুলা অনক পুরানা হয়ে গেছে। ইঞ্জিনগুলা প্রায় নষ্ট। এই রুটে নতুন বাস দরকার। শুনছি অচিরই নতুন বাস দেয়া হবে।  


বিআরটিসির লিজ কর্তৃপক্ষ বলেছেন পঞ্চগড় জেলার সাধারন যাত্রীরা বিআরটিসিতে যাতায়াত করতে আগ্রহী। তাই দ্রুত আধুনিক মানের বাস চান তারা। 

বোদা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে তারা কাজ করছেন। পুরানা এবং অবৈধ যান চলাচল থামাতে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছেন তারা। 


বাংলাদশ সড়ক কর্তৃপক্ষ পঞ্চগড় জেলা অফিসে কর্মরত ইন্সপেক্টর  রেজওয়ান শাহ জানান, ইতিমধ্য একটি বিআরটিসিক জরিমানা করা হয়েছ। এটা একটা সংকেত। বিআরটিসি বাসগুলার অবস্থা খুব ভালো নয়। এই এলাকার অনেক যাত্রীই বিআরটিসি বাসে ভ্রমণ করত স্বাছদবোধ করেন।

বিরামপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে  সহকারী কমিশনার ভূমি মুরাদ হোসেন কে বদলিজনিত  বিদায় সংবর্ধনা প্রদান

বিরামপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার ভূমি মুরাদ হোসেন কে বদলিজনিত বিদায় সংবর্ধনা প্রদান

 


এসএম মাসুদ রানা বিরামপুর দিনাজপুর প্রতিনিধি- বৃহস্পতিবার ২০ই জুন সকাল ১১ ঘটিকায় দিনাজপুরের বিরামপুর উপজেলা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন  কক্ষে উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালামের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার ইউএনও নুজহাত তাসনীম আওনের সভাপতিত্বে সহকারি কমিশনার ভূমি মুরাদ হোসেন এর বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার ইউএনও নুজহাত তাসনীম আওন বদলিজনিত কারণে সহকারী কমিশনার ভূমি মুরাদ হোসেন কে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বিদায়ী সংবর্ধনা প্রদান করেন। 

এ সময় উপজেলা অফিসার  ক্লাবের পক্ষ থেকে বদলিজনিত বিদায়ী সহকারী কমিশনার ভূমি মুরাদ হোসেন কে ক্রেস্ট ও ফুলের শুভেচ্ছা সহ  শুভেচ্ছা উপহার দেওয়া হয়। 


এ সময় উপস্থিত ছিলেন বদলিজনিত বিদায়ী সহকারী কমিশনার ভূমি মুরাদ হোসেন, বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুব্রত কুমার সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাহিদুল ইসলাম ইলিয়াস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল আউয়াল, উপজেলা মৎস্য কর্মকর্তা কাউসার হোসেন, উপজেলা প্রকৌশলী আতাউর রহমান , উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জামিল উদ্দিন মন্ডল, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের অফিস সহকারী মাসুম সহ অত্র উপজেলার সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


সহকারী কমিশনার ভূমি মুরাদ হোসেন এর  বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে  উপজেলা নির্বাহী অফিসার ইউএনও নুজহাত তাসনীম আওন  বলেন,  দীর্ঘদিন আমাদের পাশে থেকে আন্তরিকভাবে বিভিন্ন কাজে সহায়তা প্রদানের জন্য আমরা সহকারি কমিশনার ভূমি মুরাদ হোসেন এর  প্রতি চির কৃতজ্ঞ। সরকারি চাকুরী  জীবনে নির্দিষ্ট কোন এক জায়গায় থাকা যায় না তাই সরকারি নির্দেশনা মোতাবেক বিভিন্ন এলাকায় যেতে হয়। যেখানে উনি যাবেন আমাদের দোয়া ও আশীর্বাদ থাকবে এবং তার জীবনের সফলতা ও উন্নতি কামনা করছি । 

অফিস সূত্রে জানা যায়, বদলিজনিত বিদায়ী সহকারী কমিশনার ভূমি মুরাদ হোসেন পরবর্তী  কর্মস্থল পাবনা সদর উপজেলায় বদলি হয়েছেন।

জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

 


 স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান:খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির জুন মাসের সভা আজ (মঙ্গলবার) সকালে জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার এ জেড এম তৈমুর রহমান জানান, মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সিটি কর্পোরেশনের বিভিন্ন সড়কে চলমান উন্নয়ন কাজ শেষ হলে যানজটের কারণে নগরবাসীর বিদ্যমান ভোগান্তির অবসান হবে বলে আশা করা যায়। কিশোর গ্যাং এর বিস্তাররোধে পুলিশকে এদের বিষয়ে তথ্য দিয়ে সহায়তা করার আহবান জানান তিনি এবং প্রয়োজনে পুলিশের হ্যালো কেএমপি অ্যাপ ব্যবহারের পরামর্শ দেন। 

ডেপুটি সিভিল সার্জন ডাঃ শেখ মোহাম্মদ কামাল হোসেন জানান, গরম আবহাওয়ায় ডায়রিয়া ও হিটস্ট্রোকে আক্রান্ত হওয়ার ঘটনা বৃদ্ধি পায়। এখন পর্যন্ত খুলনা জেলায় রাসেল ভাইপারের কামড়ে আক্রান্ত হয়ে কেউ হাসপাতালে এসেছে বলে জানা যায়নি। জেলার সকল উপজেলা হাসপাতালে সাপে কামড়ানো রোগীর চিকিৎসার জন্য প্রয়োজনীয় এন্টিভেনম মজুদ আছে।

জাতীয় পরিসংখ্যান ব্যুরো’র খুলনা জেলা শুমারি সমন্বয়কারী-২ ও রূপসা উপজেলার পরিসংখ্যান কর্মকর্তা ইশরাক রহমান সভায় জানান, আগামী ১ জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত দেশব্যাপী অর্থনৈতিক শুমারি পরিচালিত হবে। এসময় তথ্য সংগ্রহকারীরা সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে গিয়ে তথ্য সংগ্রহ করবেন। তাদেরকে নির্ভুল তথ্য দিয়ে সহায়তা করার জন্য সকলকে অনুরোধ করেন তিনি।

সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক জানান, আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার ও পরীক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্কতা ও গুরুত্বের সাথে এসংশ্লিষ্ট দায়িত্ব পালন করতে হবে। বর্ষা মওসুমের বিষয়টি বিবেচনায় নিয়ে পানি উন্নয়ন বোর্ডকে খুলনার উপকূলীয় এলাকার বেড়িবাঁধের দূর্বল অংশগুলো মেরামতের ব্যবস্থা নিতে হবে।

সভায় জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার দপ্তরের উপপরিচালক মোঃ ইউসুপ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাছলিমা আক্তার, উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

গাংনীতে ফ্রেন্ডশিপ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

গাংনীতে ফ্রেন্ডশিপ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

 


মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার মাইলমারীতে ফ্রেন্ডশিপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ জুন), বিকেল ৫ টার দিকে মাইলমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।


মাইলমারী মেসার্স মুজিব এন্টার প্রাইজ আয়োজিত টুর্নামেন্টে চকপাড়া ফুটবল একাদশ ২-০ গোলে সর্দারপাড়া ফুটবল একাদশকে হারিয়ে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে। 

খেলার প্রথমার্ধে চকপাড়া ফুটবল একাদশের তুহিন একটি গোল করে দলকে এগিয়ে নিয়ে যায়। খেলার দ্বিতীয়ার্ধে সর্দারপাড়া ফুটবল একাদশ গোল পরিশোধে মরিয়া হয়ে উঠলেও চকপাড়া ফুটবল একাদশের সবুজের দেওয়া আরও একটি গোলে ক্লান্ত হয়ে পড়ে তারা। শেষ অবধি ২-০ গোলের মধ্য দিয়ে শেষ হয় টুর্নামেন্টটি।

খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

গ্রামে দীর্ঘদিন পর ফুটবল খেলার আয়োজনে দলে দলে মাঠে আসতে থাকেন ফুটবল প্রেমীরা খেলা উপভোগ করতে।

সোমবার, ২৪ জুন, ২০২৪

লালমোহনের ধলীগৌরনগর ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের শপথ

লালমোহনের ধলীগৌরনগর ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের শপথ

 


মুশফিক হাওলাদার বিশেষ প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যরা শপথ গ্রহণ করেছেন। সোমবার দুপুরে ভোলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তাদের শপথবাক্য পাঠ করানো হয়। ধলীগৌরনগর ইউপি চেয়ারম্যান মাকসুদুর রহমান হাওলাদারকে শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক আরিফুজ্জামান।

অন্যদিকে ইউপি সদস্যদের শপথবাক্য পাঠ করান লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলাম। এ সময় জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ২৫ মে লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে চেয়ারম্যান পদে ধলীগৌরনগর ইউনিয়ন (উত্তর) আওয়ামী লীগের সভাপতি মাকসুদুর রহমান হাওলাদার নির্বাচিত হন।

সাতক্ষীরায় পুকুর থেকে পরিত্যাক্ত অস্ত্র উদ্ধার

সাতক্ষীরায় পুকুর থেকে পরিত্যাক্ত অস্ত্র উদ্ধার

 


খলিলুর রহমান,সাতক্ষীরা : সাতক্ষীরার তালা উপজেলার পুকুরের ভিতর থেকে পরিত্যাক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৪ জুন) দুপুরে উপজেলা চত্বরের একটি পুকুর খননের সময় অস্ত্র দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয় জনতা। পরে ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান উদ্ধার করে পুলিশ।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, বেশকিছু দিন ধরে উপজেলা চত্বরের পাশে একটি পুকুর খননের কাজ চলছিল। সোমবার দুপুর পৌনে তিনটার দিকে মাটি কাটার সময় কয়েকজন শ্রমিক একটি অস্ত্র সাদৃশ্য বস্তু দেখতে পেলে স্থানীয়রা ঘটনাটি থানায় জানায়। পরে পুকুর থেকে পরিত্যাক্ত অবস্তায় ওয়ান সুটার গানটি উদ্ধার করা হয়।

ওসি আরো জানান, অস্ত্রটি জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

মোস্তাফিজুর রহমান আসন্ন পুঠিয়া জিউপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ব্যাপক গণসংযোগ করছেন

মোস্তাফিজুর রহমান আসন্ন পুঠিয়া জিউপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ব্যাপক গণসংযোগ করছেন

 


মোঃ মিজানুর রহমান কালু, উপজেলা প্রতিনিধি: আসন্ন পুঠিয়া জিউপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে,ব্যাপক প্রচারণা করছেন,ও বিভিন্ন শ্রেণীর পেশার মানুষদের নিয়ে গণসংযোগ করছেন,মোস্তাফিজুর রহমান মোস্তাক।


সাধারণ ভোটার গন বলছেন,যে আমাদের ইউনিয়নের উন্নয়ন করবে এবং গরিব দুঃখী মানুষের পাশে থাকবে তাকে আমরা ভোট দিয়ে   এই ইউনিয়নের চেয়ারম্যান বানাবো।


 এলাকাবাসী আরো বলেন,মোস্তাফিজুর রহমান তরুণ একজন ব্যক্তি,এই এলাকার ছেলে হিসাবে সে একজন ভালো ছেলে ও পেশায় একজন ডাক্তার,আমরা এবারের নির্বাচনে এই তরুণ প্রার্থীকেই বেশি সমর্থন দিচ্ছি। 


মোস্তাফিজুর রহমান বলেন,আমার পেশা হলো মানুষকে সেবা দেওয়া আমি একজন ডাক্তার,আমি ভেবেছি এবার এই পুঠিয়া জিউপাড়া  ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হিসাবে অংশগ্রহণ করব,আর আমি এই ইউনিয়নের উন্নয়নের জন্য কাজ করতে চাই,এবং সকল শ্রেণী পেশার মানুষের পাশে থাকবো,ও এলাকার উন্নয়নের কাজ করব,ইতি মধ্যে ব্যাপকভাবে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ আমাকে ব্যাপক ভাবে সমর্থন দিচ্ছে,ও সাড়া পাচ্ছি ভোটারদের মাঝে,আল্লাহ যদি সহায় হোন এই ইউনিয়ন নির্বাচনে ব্যাপক ভোটে বিজয়ী হব ইনশাল্লাহ।