মুশফিক হাওলাদার বিশেষ প্রতিনিধি: তীব্র তাপপ্রবাহে হাঁসফাঁস জনজীবন। এই তাপপ্রবাহে পথচারী ও বিভিন্ন যানবাহন চালকদের কিছুটা হলেও স্বস্তি দিতে ভোলার লালমোহন উপজেলায় ঠান্ডা লেবুর শরবত পান করালো লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার ছাত্ররা।
বুধবার দুপুরে লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার দাখিল নবম শ্রেণির শিক্ষার্থীরা পৌরশহরের চৌরাস্তার মোড়ে অন্তত পাঁচশত জনকে এ লেবুর শরবত পান করান।
নবম শ্রেণির ছাত্র মো. লামিয়া হাসিন জানান, বর্তমানে তীব্র দাবদাহে অতিষ্ঠ মানুষজন। এই দাবদাহে মানুষজনকে কিছুটা হলেও স্বস্তি দিতে আমরা লেবুর শরবত পান করানোর উদ্যোগ নেই।
0 coment rios: