১১ মে (শনিবার) রাজধানী মোহাম্মদপুর কলেজ গেটে বিকাল ৩ ঘটিকার সময় এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগে সাধারন সম্পাদক এবং সড়ক ও সেতু মন্ত্রণালয় মাননীয় মন্ত্রী জনাব ওবায়দুল কাদের এমপি,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগে প্রেসিডিয়াম সদস্য এবং পাট ও বস্ত্র মন্ত্রণায়ের মাননীয় মন্ত্রী জনাব এ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক এমপি,অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রানী ও সম্পদ মন্ত্রী জনাব আবদুর রহমান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মাহাবুবুল আলম হানিফ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব মির্জা আজম এমপি, আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ফরিদুর নাহার লাইলী,ঢাকা উওর সিটি কর্পোরেশনেন মাননীয় মেয়র জনাব আতিকুল ইসলাম,আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষক সম্পাদক মৃনাল কান্তি দাস,আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা, আওয়ামী যুবলীগের সাধারন-সম্পাদক জনাব মাইনুল হোসেন খান নিখিল,বাংলাদেশ যুব মহিলা লীগের সভাপতি ডেইজি সরোয়ার, ঢাকা মহানগর উওর ছাত্রলীগে সভাপতি রিয়াজ মাহামুদ,ঢাকা মহানগর উওর আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা সাবিনা আক্তার তুহিন সহ আরও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর উওর আওয়ামী লীগের সভাপতি জনাব বজলুর রহমান
অনুষ্ঠিত পরিচালনা করেন ঢাকা মহানগর উওর আওয়ামী লীগের সাধারন সম্পাদক এস,এম,মান্নান কচি।
সমাবেশে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতারা বক্তব্য রাখছেন। তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ শান্তির পথে এগিয়ে যাচ্ছে। কিন্তু বিএনপি-জামায়াত এই শান্তি নষ্ট করার পাঁয়তারা করছে। ঘোলা পানিতে তারা তাদের স্বার্থ হাসিল করতে চায়। তাদের অশান্তির বিরুদ্ধে শান্তির এই সমাবেশ।
তারা আরও বলেন, বিএনপি-জামায়াত দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার অপচেষ্টা করলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। তাদের সব ষড়যন্ত্র-চক্রান্ত রুখে দেওয়া হবে।
‘বিএনপি-জামায়াতের ষড়যন্ত্রের বিরুদ্ধে’ আয়োজিত এ সমাবেশে দুপুর থেকেই জড়ো হতে থাকেন আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তারা খণ্ড খণ্ড মিছিল নিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নানা স্লোগান দিয়ে আসতে থাকেন সমাবেশস্থলে।
0 coment rios: