শুক্রবার, ৩১ মে, ২০২৪

জনকল্যাণ সংস্থার রিনিয়েবল উইক উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় সাইকেল র‍্যালি।

 


শেখ মারুফ, সাতক্ষীরা কালিগঞ্জ প্রতিনিধিঃ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে টেকসই প্রকল্প  নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগ ও জীবাশ্ম জ্বালানির ক্ষতিকর প্রভাব এবং নবায়নযোগ্য শক্তির প্রয়োজনীয়তা সম্পর্কে জনগণের মাঝে তুলে ধরার জন্য  জনকল্যান সংস্থার আয়োজনে ও চেঞ্জ ইনিশিয়েটিভ এর  সহযোগিতায় । “প্রকৃতিবান্ধব টেকসই অগ্রগতি নবায়নযোগ্য জ্বালানির মূলনীতি”   দাবিতে ৩০ মে ২০২৪ রোজ বৃহস্পতিবার সাতক্ষীরার কালীগঞ্জে সাইকেল র‍্যালিতে  অংশ নেয় জনকল্যান সংস্থার তরুণ জলবায়ু কর্মীরা। 

এসময় জলবায়ু সুরক্ষা ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে জীবাশ্ম জ্বালানিতে অর্থায়ন বন্ধ, নবায়নযোগ্য শক্তির সম্প্রসারণ ও টেকসই কৃষিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানায় তরুণ জলবায়ু আন্দোলনকারীরা।


সবুজ ও জলবায়ু সহনশীল উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হচ্ছে জীবাশ্ম জ্বালানির পরিবর্তে নবায়নযোগ্য শক্তির ব্যবহার আর এই নবায়নযোগ্য শক্তির ব্যবহার  বাড়াতে কালিগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্র ফুলতলা মোড় থেকে শুরু হয়ে। কালিগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার,  কালিগঞ্জ প্রেস ক্লাব , কালিগঞ্জ থানা অতিক্রম করে কালিগঞ্জ উপজেলা পরিষদ পরিভ্রমণ করে কালীগঞ্জ প্রেসক্লাবে এসে সাইকেল র‍্যালি  সমাপ্ত হয় ।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: