সোমবার, ২০ মে, ২০২৪

রানীশংকৈলে রাত পোহালেই ভোট: সকল প্রস্তুতি সম্পন্ন

 


সুজন আলী, রানীশংকৈল প্রতিনিধি: রাত পোহালেই ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে দ্বিতীয় ধাপের ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হবে। উপজেলার ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়নে নির্বাচনী ভোট কেন্দ্রগুলোতে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জামাদি। উপজেলা নির্বাচন অফিস ও রিটার্নিং ও সহকারি রিটার্নিং কর্মকর্তারা ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছেন।


সোমবার (২০ মে) দুপুর থেকে ব্যালট পেপার ছাড়া অন্যান্য সব সরঞ্জাম গাড়িতে করে কেন্দ্রে কেন্দ্রে নিয়ে যাচ্ছেন প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তা, পুলিশ-আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তবে শুধু ব্যালট পেপার আগামীকাল মঙ্গলবার (২১ মে) ভোটের দিন সকালে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হবে বলে জানিয়েছেন সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান।


উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, এবার রানীশংকৈল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩জন, ভাইস চেয়ারম্যান পদে ৫জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। এ উপজেলায় মোট ভোট কেন্দ্র রয়েছে ৬৬টি, এবং মোট ভোটার সংখ্যা ১ লাখ ৮৩ হাজার ৩ শ ৯১জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯৪ হাজার ২৮১, মহিলা ভোটার ৮৯ হাজার ১১০জন।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: