বুধবার, ১ মে, ২০২৪

পবায় ভোটারদের দ্বারে দ্বারে গণসংযোগে ব্যস্ত ওয়াজেদ আলী খাঁন

নিজস্ব প্রতিবেদক: আগামী ২৯ মে পবা উপজেলা পরিষদ নির্বাচন। এই উপজেলা পরিষদ নির্বাচনে হাট-বাজার, পাড়া-মহল্লায় ভোটারদের ভোট, দোয়া ও সমর্থন প্রত্যাশায় এলাকায় গণসংযোগ করছেন প্রার্থীরা। মঙ্গলবার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও রাজশাহী জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ওয়াজেদ আলী খাঁন পারিলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন। এসময় তিনি জনগণের সাথে কুশল বিনিময় শেষে ভোটারদের ভোট, দোয়া ও সকলের সমর্থন প্রত্যাশা করেন। 


গণসংযোগকালে ওয়াজেদ আলী খাঁন বলেন, আমি নির্বাচন করছি শুধু চেয়ারম্যান হতে নয়, জনগণের একজন সেবক হিসেবে আমি আপনাদের মাঝে থাকতে চাই। সুখে দুঃখে মানুষের পাশে সবসময় আছি। সবার ডাকে সাড়া দিয়েছি। আমার দরজা আপনাদের সকলের জন্য সবসময় উম্মুক্ত। সবাই ঐক্যবদ্ব হয়ে মিলেমিশে এলাকার উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করতে চাই। দরিদ্র অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে কাজ করতে চাই। জনগণের ভালবাসা নিয়ে বেঁচে থাকতে চাই। পবা উপজেলাকে স্মার্ট উপজেলা হিসেবে গড়তে চায়। মাদক-সন্ত্রাস, বাল্যবিবাহ মুক্ত উপজেলা গড়তে চায়। এদিন বিকেলে পারিলা ইউনিয়নের হাট রামচন্দ্রপুর বাজার ও এলাকায় গনসংযোগকালে তিনি এসব কথা বলেন। 


পারিলা ইউনিয়নের সাধারণ মানুষ জানান, ওয়াজেদ আলী খাঁন একজন ভাল মানুষ, শিক্ষিত মানুষ। সবার সাথে মিলেমিশে থাকে। জনপ্রিয় মানুষ হিসেবে তাঁর নাম শোনা যায়। এলাকায় আসে, সাধারণ মানুষের সাথে মিশে, কোন অহংকার নেই। বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করে। সকলের সুখে দুঃখে পাশে থাকে এরকম একজন জনপ্রতিনিধি আমাদের দরকার। আমরা তাঁকে ভোট দিয়ে নির্বাচিত করে চেয়ারম্যান হিসেবে দেখতে চায়।


গণসংযোগের সময় উপস্থিত ছিলেন হাট রামচন্দ্রপুর ডিগ্রী কলেজের ভাইস প্রিন্সিপাল রফিকুল ইসলাম রফিক, পারিলা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আব্দুল কুদ্দুস, সহ-সভাপতি সুজন কবির, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, পারিলা ইউনিয়ন ৭ নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি মুন্জুর রহমান, ৮ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, আব্দুস সামাদ সহ সমর্থক ও নেতাকর্মীবৃন্দ।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: