বোরহানউদ্দিন প্রতিনিধিঃ সন্ত্রাস, জঙ্গীবাদ,মাদক, দুর্নীতি, বাল্য বিবাহ ও মোবাইলের অপব্যবহারসহ যৌতুক বিরোধ সংক্রান্তে ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের কুঞ্জেরহাট বাজারে
ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। ১৪ ই মে মঙ্গলবার বিকেলে বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ শাহীন ফকির (বিপিএম) এর সভাপতিত্বে এ ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কাচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রব কাজী, তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন , বোরহানউদ্দিন আঞ্চলিক প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ গাজী তাহেরুল আলম লিটন,
বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ ফয়েজ মাতাব্বর,
উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলি তুহিন হাওলাদার, টবগী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ বেলায়েত হোসেনসহ আওয়ামীলীগ নেতা মোঃ হারুনুর রশিদ বক্তব্য রাখেন। কাচিয়া ইউনিয়ন ভিট অফিসার এসআই মনির হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন,এসআই রেহান উদ্দিন, এএসআই মেহেদী হাসানসহ সাংবাদিকগন ও
বাজার ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
0 coment rios: