বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪

ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ নির্বাচনে ৩০ শতাংশ ভোটকে ৪৫ শতাংশ করার অভিযোগ পরাজিত প্রার্থী

 


মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ নির্বাচনে ৩০ শতাংশ ভোটের ফলাফলকে ৪৫ শতাংশ করার অভিযোগ করেছেন কাপ-পিরিচ মার্কার পরাজিত চেয়ারম্যান প্রার্থী কামরুল হাসান খোকন। নির্বাচনে তিনি ২ হাজার ১৬১ ভোট পেয়েছিলেন। বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করেন তিনি। কামরুল হাসান খোকন ঠাকুরগাঁও পৌরসভার ৭ নং- ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য এবং তিনি বাংলাদেশ আওয়ামী লীগের উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক।

সংবাদ সম্মেলনে পরাজিত চেয়ারম্যান প্রার্থী কামরুল হাসান খোকন অভিযোগ করে বলেন, ভোটার উপস্থিতি কম ছিল। আমার কাছে বোধগম্য নয় এখনো আমি সারাদিনে পর্যবেক্ষণ করেছি কেন্দ্রগুলোতে; এছাড়াও বন্ধু-বান্ধব, সহকর্মী এবং পর্যবেক্ষক যারা ছিলেন তাতে আমার কাছে মনে হয়নি কখনো ৪৫ শতাংশ ভোট কাস্ট হয়েছে। আমার কাছে সর্বোচ্চ মনে হয়েছে ৪৫ শতাংশ এরচেয়ে ১৫ শতাংশ ভোট কাস্ট হয়েছে অর্থাৎ ৩০ শতাংশ ভোট পড়েছে। বাকি ভোটটা কিভাবে এলো এটা নিয়ে আমার সংশয়, দ্বিধা এখনো রয়েছে। ভোটের এই বিষয়টি তো আর ভূত এসে করেনি, বাহির থেকে অদৃশ্য কোন শক্তি করেনি। আমাদের দায়িত্বশীল যে সংস্থাগুলো রয়েছে এদের কোথাও না কোথায় ব্যত্যয় ঘটেছে। সেই সাথে উপজেলা পরিষদ নির্বাচনে টাকার ছড়াছড়িরও অভিযোগ করেন তিনি। ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়াম্যান পদে ১ লক্ষ ৬ হাজার ৬৫৫ ভোট পেয়ে নির্বাচিন হন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার (মোটরসাইকেল প্রতীক)। এ বিষয়ে সদর উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মোশারুল ইসলাম সরকার বলেন, পরাজিত প্রার্থী কামরুল হাসান খোকন সংবাদ সম্মেলন করে যে অভিযোগ করেছে তার কোন ভিত্তি নেই। আমি নিজেই সারাদিন বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করে দেখেছি ভোটাররা উৎসবমূখর পরিবেশে ভোটকেন্দ্রে এসে ভোট প্রদান করেছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. অরুনাংশু দত্ত টিটো (আনারস প্রতীক) পেয়েছিলেন ৯২ হাজার ৪২৪ ভোট, সহ-সভাপতি রওশনুল হক তুষার (ঘোড়া প্রতীক) পেয়েছিলেন ১৪ হাজার ৬৯৯ ভোট ও সাবেক ছাত্রনেতা কামরুল হাসান খোকন (কাপ-পিরিচ প্রতীক) পেয়েছিলেন ২ হাজার ১৬১ ভোট।

উল্লেখ্য, গত ২১ মে দ্বিতীয় ধাপে ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী অংশগ্রহণ করেন। ২২টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে ঠাকুরগাঁও সদর উপজেলা গঠিত। এই উপজেলায় মোট ভোটার সংখ্যা ৪ লক্ষ ৮৭ হাজার ১৭৫ জন। এরমধ্যে পুরুষ ভোটার সংখ্যা ২ লক্ষ ৪৪ হাজার ৯০৩ জন ও নারী ভোটার সংখ্যা ২ লক্ষ ৪২ হাজার ২৬৮ জন। চেয়ারমান পদে ভোট পড়েছিল ৪৫ দশমিক ৫২ শতাংশ।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: