পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী কর্তৃক আউটসোসিং ভিত্তিক জনবল নিয়োগে পঞ্চগড়ের প্রার্থীদের সুযোগ না দিয়ে অবৈধ উপায় অন্য জেলার প্রার্থীদের নিয়োগের প্রতিবাদে মানবন্ধন কর্মসুচী পালন করেছে পঞ্চগড়ের জনসাধারণ।
আজ রোববার (১৯ মে) দুপুরে পঞ্চগড় জেলা পানি উন্নয়ন বোর্ডের সামনে স্থানীয় জনসাধারণের ব্যানারে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।এসময় বক্তব্য রাখেন, পঞ্চগড় সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী আল তারেক, লোকমানসহ স্থানীয়রা।
বক্তারা বলেন,পঞ্চগড় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশুতোষ বর্মণ পঞ্চগড় পানি উন্নয়ন বোর্ডে আউটসোসিং ভিত্তিক জনবল নিয়োগে পঞ্চগড়ের প্রার্থীদের সুযোগ না দিয়ে অবৈধ ভাবে অন্য জেলার প্রার্থীদের নিয়োগ দিয়েছে।
নিয়োগ বাতিল ও নির্বাহী প্রকৌশলী আশুতোষ বর্মণকে আগামী ৭ দিনের মধ্য পঞ্চগড় থেকে বদলী করার দাবী জানান।
দাবী মানা না হলে আগামী রোববার থেকে লাগাতার ধর্মঘট কর্মসুচী পালন করার হুশিয়ারী দিয়েছে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী আল তারেক। আাসাদুজ্জামান আপেল
0 coment rios: