মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও-২ আসনের সাংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজন বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ গড়বেন, স্মার্ট নাগরিক হবে, শিক্ষকদেরকে ও স্মার্ট হতে হবে। বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হত না। ছাত্রছাত্রীদের মাঝে পড়াশুনার পাশাপাশি স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরার জন্য শিক্ষকদের প্রতি আহবান জানান।
তিনি সোমবার (২৭ মে) বিকালে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ সভাকক্ষে বালিয়াডাঙ্গী উপজেলা শিক্ষা অফিস এর আয়োজনে “শিশু বান্ধব শিক্ষা, স্মার্ট বাংলাদেশের দীক্ষা” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে এ কথা বলেন। শিক্ষা সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ আফছানা কাওছার এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বালিয়াডাঙ্গী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলী শাহরীয়ার, বালিয়াডাঙ্গী উপজেলা শিক্ষা অফিসার অতুল কুমার, বালিয়াডাঙ্গী উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মোঃ নাসিরুল ইসলাম, বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো: জুলফিকার আলী, সাংবাদিক রমজান আলী, রাজিউর রহমান রাজু , আব্দুস সবুর, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো: রফিকুল ইসলাম, প্রধান শিক্ষকদের মধ্যে বজলুর রহমান, আবু সালেহ প্রমুখ।
0 coment rios: