রবিবার, ২৬ মে, ২০২৪

জনতার ভালবাসার ভাইস চেয়ারম্যান বিজয়ের মালা নিয়ে ছুটে চলেছেন ভোটারদের দোয়ারে দোয়ারে


তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি: তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে হাজারো জনতার ভালোবাসা নিয়ে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম সুবেদার গনী তালুকদারের দ্বিতীয় সন্তান আলমগীর খোকন। 


উল্লেখ্য ২১ মে অনুষ্ঠিতব্য তাহিরপুর উপজেলা পরিষদ  নির্বাচনে খেটে খাওয়া মানুষের ভালবাসা নিয়ে ৩৯৫৩০ ভোট পেয়ে চশমা প্রতিকের প্রার্থী  আলমগীর খোকন ভাইস চেয়ারম্যান পদে  বীজয়ী হন, তার নিকটতম প্রার্থী রিয়াজ উদ্দিন খন্দকার লিটন ১৬৮৮২ ভোট পেয়ে পরাজিত হন। 


তৃণমূল থেকে বেড়ে ওটা রাজনৈতিক ব্যাক্তিত্ব আলমগীর খোকন বিশাল ভোটে বিজয়ের পর থেকেই দিন রাত মানুষের দোয়ারে দোয়ারে ছুটে চলেছেন, হাওরাঞ্চলের এপার থেকে ওপারে প্রচন্ড রুদ্রকে উপেক্ষা করে মানুষের ভালবাসায় সিক্ত হচ্ছেন এই ভাইস চেয়ারম্যান। 


বিশিষ্ট সমাজ সেবক সানজব উস্তার বলেন, আমার ৫০ বছরের জীবনে এত বিশাল ভোটের ব্যাবধানে নির্বাচিত জনপ্রতিনিধি কখনো দেখিনি, নির্বাচনের শুরু থেকে শেষ পর্যন্ত নিঃস্বার্থ ভাবে মানুষ থাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। আমার বিশ্বাস হাওরাঞ্চলের মানুষ নতুন প্রজন্মের একজন সৎ আদর্শবান কর্মট পরিশ্রমী নেতাকে তারা বেছে নিয়েছে। আমি আস্তা রেখে বলতে চাই অতিতে যেভাবে মানুষের সুখে দুঃখে পাশে ছিলেন ভবিষ্যতেও মানুষের যে কোন প্রয়োজনে আলমগীর খোকন কে কাছে পাবেন।আমি তার নতুন জীবনের উজ্জ্বল ভবিষ্যত কামনা করছি। 


ভাইস চেয়ারম্যান আলমগীর খোকন বলেন, এই বিজয় জনতার বিজয়, এই বিজয় খেটে খাওয়া মানুষের বিজয়,এই বিজয় অবহেলিত তাহিরপুর কে সামনের দিকে এগিয়ে নেওয়ার বিজয়।এই বিশাল বিজয় আমি আপামর জনতাকে উৎস্বর্গ করলাম।আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি অতিতে যেভাবে আপনাদের পাশে ছিলাম ভবিষ্যতেও আমি আপনাদের পাশে থেকে সেবা করে যাবো ইনশাআল্লাহ। আপনারা যে কোন প্রয়োজনে  যে কোন সময় আমার কাছে আসবেন আমি আপনাদের সেবা দেওয়ার চেষ্টা করবো।আমি আপনাদের সন্তান আপনাদের ভালবাসা নিয়ে বেচে থাকতে চাই সারাজীবন।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: