রবিবার, ১৯ মে, ২০২৪

খুলনার দাকোপের লাউডোব ইউনিয়নের ২০২৪-২৫ উন্মুক্ত বাজেট অধিবেশন অনুষ্ঠিত

 

স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান: খুলনার দাকোপের ০৩ নং লাউডোব ইউনিয়ন পরিষদের ২০২৪-২৫ অর্থ বছরের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের লক্ষে উন্মুক্ত বাজেট অধিবেশন ১৯ মে রোববার সকাল ১১টারদিকে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।৩ নং লাউডোব ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিহার মন্ডল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে

উপস্হিত ছিলেন দাকোপ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও লাউডোব ইউনিয়নের নাবেক চেয়ারম্যান শেখ যুবরাজ।

লাউডোব ইউনিয়ন পরিষদ সচিব সুবীর কৃষ্ণ দত্ত

 চলতি ও আগামী অর্থ বছরের উন্নয়ন প্রকল্প বাজেট জনস্মুখে তুলে ধরেন।

ভারপ্রাপ্ত চেয়ারম্যন নিহার মন্ডল বলেন ২০২৪-২৫ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সম্পর্কে উপস্হিতিদের মাঝে তুলে ধরেন।বাজেটে সম্ভব্য আয় ধরা হয়েছে   দুইকোটি আটচল্লিশ লক্ষ সাতাত্তর হাজার ছয় শত ৫০  টাকা ব্যয় ধরা হয়েছে দুইকোটি সাতচল্লিশ লক্ষ

সাতাত্তর হাজার একশত ৫০ টাকা, উদ্বৃত্ত একলক্ষ পাঁচশত টাকা মাত্র।

নিহার মন্ডল  বলেন,  বাজেট হচ্ছে একটি ইউনিয়নের অর্থবছরের বিভিন্ন ধরনের উৎস্য হতে কি পরিমান অর্থ আয় হয় এবং তা জনগনের মধ্যে ঋকিভাবে ব্যয় করা হয় তারই একটি পূর্ব পরিকল্পনা যা ইউনিয়ন বাসীর জানার অধিকার শুধু নয় সুচিন্তিত মতামত প্রনয়ণের মধ্যমে সকল উন্নয়ন মুলক কার্যক্রম সহোযোগিতা করা।

উক্ত বাজেট অধিবেশনে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন প্রতিরা রায়,জলিল শেখ,আনিসুর রহমান বাবলু,সুদিপ সরকার,লিপিকা মন্ডল,প্রদিপ সরদার,রিপন সরদার,সুধান্য মন্ডল,সহ সকল শিক্ষক সুশিল সমাজের নেতৃবৃন্দ।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: