লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলা ঈশ্বরদী ইউনিয়নের চামটিয়া গ্রামে একটি ইটভাটার পুকুরের পানিতে ডুবে রাব্বি (৮) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (২৯ মে) দুপুর সাড়ে ১২টায় দিকে এ ঘটনা ঘটে। নিহত রাব্বি উপজেলার রামকৃষ্ণপুর কসাই পাড়া গ্রামের রিমন আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, পার্শ্ববর্তী ঈশ্বরদী ইউনিয়নের চামটিয়া গ্রামে নানা ছিদ্দিক আলীর বাড়িতে বেড়াতে গিয়ে একটি ইটভাটার পুকুরে পড়ে যায় রিমন। নানা বাড়ির লোকজন শিশুর আব্বুকে খুঁজে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। পরে সেই ইটভাটার পুকুরের পানিতে ভাসতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ঘটনাটি নিশ্চিত করে লালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক পলাশ বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। এমন ঘটনা যেন আর না ঘটে সেজন্য এই বর্ষাকালে শিশুদের চোখে চোখে রাখা উচিত।
0 coment rios: