আব্দুর রহমান ভোলা প্রতিনিধি: বঙ্গোপসাগরের সৃষ্ট ঘূর্ণিঝড় রিমাল সারা দেশে ধ্বংস-যজ্ঞ সৃষ্টি করে, ক্ষতিগ্রস্ত হয় হাজারো জনপদ লোকালয়ের পর লোকাল,
ঘূর্ণিঝড় রিমালের আগাতে ভোলার বিভিন্ন জনপদ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়, পানি বৃদ্ধি পেয়ে জোয়ারের প্রচন্ডতায় ভেসে যায় অসংখ্য গবাদি পশু, হাঁস - মুরগি এবং অতি যত্নে পালিত মাছ, ভেসে গেছে হাজার ঘরবাড়ি।ঘূর্ণিঝড়ের ভয়াল প্রলয়ে গাছ চাপা পড়ে গাছের ডাল ভেঙ্গে পরে অসংখ্য লোক ক্ষতিগ্রস্ত হন, অসংখ্য লোক হারিয়েছেন প্রাণ।
ঘূর্ণিঝড় রিয়ালের প্রলয়কারী ধ্বংস জেগে এরই মধ্যে ভোলায় ঝড়ে যায় ৪ টি তাজা প্রাণ। বোরহান উদ্দিন ৬ নং ওয়ার্ড বাথানবাড়ি গ্রামের পঞ্চায়েত বাড়ির জাহাঙ্গীর পাঞ্চায়েত (৪৮) গাছের ডাল ভেঙ্গে পড়ে বাজেরে ভিতরে ঢুকে মারাযান,
লালমোহন থানার পশ্চিম চর উমেদ ৭ নং ওয়ার্ডের বাসিন্দা মনেজা খাতুন (৫০) নামে একজনের গাছের চাপায় পড়ে মৃত্যু হয়, দৌলতখান উপজেলার দৌলতখান পৌরসভার 2 নং ওয়ার্ডে গাছ উপড়ে পড়ে ঘরের ভিতরে চাপায় পড়ে মাইশা নামে চার বছরের ১ শিশুর মৃত্যু হয়।
0 coment rios: