মঙ্গলবার, ২৮ মে, ২০২৪

ঠাকুরগাঁওয়ে প্রেমিকা ধর্ষনের ঘটনায় মামলা --প্রেমিক গ্রেফতার ।

 


মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে এক প্রেমিকা (১৮+)’কে বিয়ের প্রেলোভনে একাধিকবার ধর্ষনের অভিযোগে মামলা দায়ের করা হয় । ২৭ মে সোমবার বিকালে প্রেমিকা মো: আহসান হাবিব ওরফে বাবু (২০) কে আসামী করে ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা দায়ের করেন। 

মামলার বিবরণে জানা যায়, ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের রত্নাই গ্রামের ঐ প্রেমিকা পাশ্ববর্তী আমজানখোর ইউনিয়নের ধনিবস্তি গ্রামের এক শিক্ষকের নিকট প্রাইভেট পড়াকালীন বাবুর সাথে তার পরিচয় হয়। এক পর্যায়ে যাতায়াতের সময় প্রথমে উত্যক্ত করার সুবাধে উভয়ের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বিয়ের প্রলোভনে ঐ ছাত্রীকে বাবু একাধিকবার বিভিন্ন স্থানে নিয়ে জোরপূর্বক ধর্ষন করে। নগ্ন ছবি ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে পরবর্তিতে সে ঐ যুবতীকে বেশ কয়েকবার ধর্ষন করে। এ অবস্থায় গত ২৬ মে রোববার বাবু ঐ যুবতীতে বিয়ের কথা বলে বাড়ি থেকে বের হয়ে বালিয়াডাঙ্গী মোড়ে থাকতে বলে। পরে সে স্থান থেকে যুবতীকে নিয়ে ঠাকুুরগাঁও সদর উপজেলার শীবগঞ্জ ডিগ্রী কলেজের পেছনের জঙ্গলে নিয়ে যাওয়ার চেষ্টা করলে তার চিৎকারে আশপাশের মানুষজন এসে প্রেমিক যুগলকে আটক করে পুলিশে খবর দিলে পুলিশ তাদের থানায় নিয়ে যায়। পরবর্তিতে মো: আহসান হাবিব ওরফে বাবুকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করে। সে বালিয়াডাঙ্গী উপজেলার গ্রীণল্যান্ড পাড়া গ্রামের মো: পেয়ার আলীর ছেলে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: