শুক্রবার, ৩১ মে, ২০২৪

ডোমারে 'বিশ্ব তামাক মুক্ত দিবস-২০২৪' উদযাপিত

 


সাহিদুল ইসলাম, নীলফামারী প্রতিনিধিঃ 'তামাক কোম্পানির হস্তক্ষেপ প্রতিহত করি, শিশুদের সুরক্ষা নিশ্চিত করি'–এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নীলফামারীর ডোমারে উদযাপিত হয়েছে 'বিশ্ব তামাক মুক্ত দিবস-২০২৪'।


শুক্রবার (৩১শে মে) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষ্যে একটি র‍্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা মিলিত হয়। এতে সভাপতিত্ব করেন, ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল আলম বিপিএএ।

 

এসময় আরও বক্তব্য রাখেন, ডোমার উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম, ৭নং বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম রিমুন, উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশীদ, পরিসংখ্যান তদন্ত কমিটি কর্মকর্তা আব্দুল বারী প্রমুখ।


আলোচনা সভায় স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষিকা সহ স্কাউটস সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: