বুধবার, ১ মে, ২০২৪

রানীশংকৈলে নানা আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত


সুজন আলী, রানীশংকৈল প্রতিনিধি: আজ ১ মে মহান মে দিবস, শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১৩৮ বছর আগে ১৮৮৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটে শ্রমিকেরা কাজের সময় সীমা আট ঘণ্টা নির্ধারণ, কাজের উন্নত পরিবেশ, মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে ধর্মঘট আহ্বান করেন। দাবি আদায়ের জন্য বিক্ষুব্ধ শ্রমিকেরা সেদিন পথে নেমে এসেছিলেন।


অত্যন্ত বর্বর কায়দায় দমন করা হয়েছিল সেই শ্রমিক বিক্ষোভ। পুলিশের গুলিতে জীবন উৎসর্গ করেছিলেন শ্রমিকেরা। সারা বিশ্ব সোচ্চার হয়ে উঠেছিল সেই ঘটনায়। শিকাগোর শ্রমিকদের আত্মদানের মধ্য দিয়েই প্রতিষ্ঠিত হয়েছিল শ্রমজীবী মানুষের অধিকার। 


ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে যথাযথ মর্যাদা ও নানা আয়োজনে মহান মে দিবস পালিত হয়েছে। বুধবার (১ মে) সকালে মে দিবসকে ঘিরে রানীশংকৈল উপজেলার বিভিন্ন শ্রমিক সংগঠন র‌্যালি ও আলাচনা সভা করেছে। 


মহান মে দিবস উপলক্ষে শ্রমিকদের দাবী আদায়ের লক্ষে বিভিন্ন শ্রমিক সংগঠন নিজ নিজ ব্যানার-ফেস্টুন নিয়ে পৌর শহরে র‌্যালি বের করে। র‌্যালিগুলো পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে  রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে গিয়ে মিলিত হয়।


রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে বিভিন্ন শ্রমিক সংগঠনগুলোর সদস্য ও নেতৃবৃন্দকে নিয়ে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। উপজেলা মোটর পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি সামসুল আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য ইয়াসিন আলী, সাবেক সংসদ সদস্য ও জেলা আ.লীগ সহ-সভাপতি সেলিনা জাহান লিটা, আ.লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক ও সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, পৌর আ.লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, যুবলীগ সম্পাদক রমজান আলী, কৃষক লীগ সম্পাদক দিগেন্দ্রনাথ রায়,  আ.লীগ সহ সভাপতি মুক্তার আলম, অ্যাডভোকেট শেখ ফরিদ, আ.লীগ নেতা শাহনেওয়াজ শানু, শিক্ষা কর্মকর্তা রবিউল ইসলাম সবুজ, জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক আবু তাহের, পূজা উদযাপন পরিষদ নেতা সাধন বসাক, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান মাহাফুজা বেগম পুতুল, শ্রমিক নেতা আবুল কালাম আজাদ, আমজাদ হোসেন, মোকসেদ আলী, আইয়ুব আলী, আব্দুল কুদ্দুস, প্রেসক্লাব পুরাতন এর সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম প্রেসক্লাব সভাপতি মোবারক আলী প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন শ্রমিক নেতা হজরত আলী।


এছাড়াও অপরদিকে, উপজেলা নির্মাণ শ্রমিকসহ কয়েকটি সংগঠনের  ব্যানারে র‌্যালি শেষে পৌর শহরের শিবদিঘি উপজেলা পরিষদের সামনে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে র‌্যালিতে  উপজেলা নির্বাহি অফিসার (ইউএনও) রকিবুল হাসান, ওসি সোহেল রানা অংশ নেন। পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন আ.লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ হোসেন বিপ্লব, কৃষক লীগ সভাপতি বাবর আলী, যুব লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলী,‌ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফারুক আহমেদ সরকার , কুশমত আলী ,স্বেচ্ছাসেবক লীগ নেতা জাকারিয়া হাবিব ডন, শ্রমিক নেতা, সুমন পাটয়ারি, , আল-আমিন , কবির হোসেনসহ অনেকে।

শ্রমিকরা তাদের বক্তব্যে সাংগঠনিক ঐক্যের অভাবের কথা তুলতে ধরেন।

তারা তাদের সমস্যা সমাধানের জন্য নেতৃবৃন্দদের সহযোগিতা কামনা করেন। নেতৃবৃন্দগণ ঐতিহাসিক মহান মে দিবসের ইতিহাস ও তার গুরুত্ব তুলে ধরেন‌ ও শ্রমিকদের বিরাজমান সমস্যা সমাধানে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: