পেকুয়া প্রতিনিধিঃ কক্সবাজারের পেকুয়ায় উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে উজানটিয়া ইউনিয়ন আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভায় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ-প্রার্থী আবুল কাশেমকে ইউনিয়ন আওয়ামীলীগের একক প্রার্থী হিসাবে ঘোষাণা করা হয়েছে।
(২৮ এপ্রিল) রাত ৮টার দিকে পশ্চিম উজানটিয়া প্রিজম সেন্টারে উজানটিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহ জামালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীনের সঞ্চালনায় এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় প্রধান অতিথি হিসাবে বক্তব্যে পেকুয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কাশেম বলেন, আমি কখনো উজানটিয়ার মানুষের অবধান শোধ করা যাবে না। পেকুয়া ছেড়ে কোথাও যায়নি। তাদের সাথে মায়ার কারণে। আমি এ বারের মত চার বার নির্বাচন করতেছি এটা আমার জীবনে শেষ নির্বাচন। শেষ বারের মত একটা ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করুন।
এসময় প্রধান বক্তার বক্তব্য রাখেন পেকুয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এটি এম বখতিয়ার উদ্দীন চৌধুরী, অন্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের নেতা মুফিজুর রহমান, পেকুয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ বারেক,উজানটিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলী আকবর,উপজেলর যুবলীগের সাবেক সহসভাপতি জিয়াবুল হক জিকু,ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি হেলাল উদ্দীন চৌধুরী ভল্লা,১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি জামাল হোসেন,সাধারণ সম্পাদক মাহমুদুল করিম,২নং ওয়ার্ড সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক নুরুল আলম,৩নং ওয়ার্ড সভাপতি আব্দুল গফুর, ৫নং ওয়ার্ড সভাপতি আবুল বশর,সাধারণ সম্পাদক আবু তৈয়ব,৬নং ওয়ার্ড সভাপতি জসিম উদ্দীন, সাধারণ সম্পাদক মুহাম্মদ আলী,৭নং ওয়ার্ড সভাপতি আহমদ ছফা,সাধারণ সম্পাদক নেছার উদ্দীন, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি জয়নাল আবেদীন হাজারী, সাধারণ সম্পাদক পেছু মিয়া, ৯ নং ওয়ার্ড সভাপতি আক্তার হোসেন,সাধারণ সম্পাদক ছৈয়দুল আলম সহ অনেকে উপস্থিত ছিলেন।
0 coment rios: