জামালপুরের মাদারগঞ্জে রায়হান রহমতুল্যাহ রিমু ও মেলান্দহ উপজেলা পরিষদ নির্বাচনে মো.দিদারুল পাশা বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী রায়হান রহমতুল্যাহ রিমু কাপপিরিচ প্রতীকে ৪৩ হাজার ৩০৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বর্তমান চেয়ারম্যান ওবাইদুর রহমান বেলাল দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ২৪ হাজার ১০২ ভোট। অপরদিকে মেলান্দহ উপজেলায় চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. দিদারুল পাশা মোটরসাইকেল প্রতীক নিয়ে ৭৮ হাজার ৬৬৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম আনারস প্রতীকে পেয়েছেন ১২ হাজার ৩১১ ভোট।
বুধবার (২৯ মে) তৃতীয় ধাপের নির্বাচনে জামালপুরের মাদারগঞ্জ ও মেলান্দহ উপজেলায় ভোটগ্রহণ করা হয়। এতে উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছেন দুই উপজেলার ভোটাররা।
ইভিএমে ভোট দিতে ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়। সকাল ৭ টায় মাদারগঞ্জের রওশন আরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন ভোটাররা। কেন্দ্রগুলোতে দেখা যায় উপচে পড়া ভিড়। নির্বাচনে সকাল ৮টা থেকে ভোটগ্রহন শুরু হলেও কেন্দ্রগুলোতে ভোর ৬টা থেকেই লাইন দেখা যায়। ভোটগ্রহণ শুরু হলে ভোটাররা লম্বা লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান করেন। সময় যত বেড়েছে, ভিড়ও ততটাই বাড়তে থাকে। যদিও দুপুর ১টার পর উপস্থিতি কিছুটা কমে যায়।
দুই উপজেলায় মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১৭৩টি। এর মধ্যে মাদারগঞ্জে ৬৩টি এবং মেলান্দহে ১১০টি। দুই উপজেলায় মোট চেয়ারম্যান প্রার্থী ছিলেন ৮ জন। এছাড়া ভাইস চেয়ারম্যান প্রার্থী ছিলেন ৭ জন। আর নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী ৮ জন। এর মধ্যে মাদারগঞ্জ উপজেলাতেই ৬ জন। দুই উপজেলায় মোট ভোটার ছিল পাচঁ লাখ ৮ হাজার। নির্বাচন শান্তিপূর্ণ করতে আইন শৃঙখলা বাহিনীর কঠোর হস্তক্ষেপ দেখা গেছে।
0 coment rios: