শুক্রবার, ৩ মে, ২০২৪

এম.পি -মেয়রের কক্সবাজার উপজেলা নির্বাচনে প্রার্থীর পক্ষে অবস্থান

উপজেলা উপজেলা পরিষদ নির্বাচনে, কক্সবাজার জেলার প্রশাসন আমাদের বাইরে যাওয়ার সুযোগ নাই বলে প্রকাশ্যে বক্তব্য দিয়েছেন কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান সিদ্দিক। এছাড়া এম.পি (সায়মুম সারওয়ার কমল), পৌর মেয়র (মাহবুবুর রহমান মাবু), সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাদু, ইউ.পি চেয়ারম্যান সরাসরি নির্বাচনে প্রভাব রাখছেন বলেও তিনি মন্তব্য করেন। 

উল্লেখ্য, কক্সবাজার সদর উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে গত কয়েক দিন যাবৎ স্থানীয় সংসদ সদস্য ও হুইপ সায়মুম সারওয়ার কমলের বিরুদ্ধে নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগ পাওয়া যাচ্ছিল যা উপজেলা নির্বাচনী আইন পরিপন্থী। এবার তার বিশ্বস্ত বলে পরিচিত শাহজাহান সিদ্দিকির মন্তব্যে তা নতুন করে প্রকাশ্যে এলো। অভিযোগ আছে, কক্সবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও সাবেক মেয়র মুজিবুর রহমানকে পরাজিত করতে স্থানীয় এমপি ও হুইপ কমলের নির্দেশে পৌর মেয়র মাবু এবং জেলার পুলিশ প্রশাসন এক হয়ে কাজ করছে।

চেয়ারম্যান নাসিরের এ বক্তব্যের মধ্য দিয়ে পুরো নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্ন বিদ্ধ করা হয়েছে বলে মন্তব্য সুধীজনদের। অনেকে বলেন, যেখানে স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচন সুষ্ঠ করতে দলীয় সাংসদ ও প্রভাবশালী নেতাদের নাক গলাতে না করেছেন, সেখানে এ ধরনের বক্তব্য প্রধানমন্ত্রীর নির্দেশনাকে অমান্যের শামিল। এছাড়া নির্বাচন কমিশনকে সরাসরি প্রশ্ন বিদ্ধ করা। এর পূর্বে প্রার্থীতা বাছাইয়ের সময় দূর্ণিতির অভিযোগে অভিযুক্ত ও কয়েক বছর কারাদন্ড প্রাপ্ত সাবেক পৌর মেয়র নূরুল আবসারের প্রার্থীতা বৈধ নিয়েও জনমনে প্রশ্ন ওঠে। আর এবার নুরুল আবসারের সমর্থনে সরাসরি স্থানীয় সাংসদ, পৌর মেয়র ও প্রশাসনের থাকার বিষয়টি সরাসরি আনলেন ইউ.পি চেয়ারম্যান নাসির। ভিডিও লিঙ্ক 


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: