শুক্রবার, ৩১ মে, ২০২৪

জনকল্যাণ সংস্থার রিনিয়েবল উইক উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় সাইকেল র‍্যালি।

জনকল্যাণ সংস্থার রিনিয়েবল উইক উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় সাইকেল র‍্যালি।

 


শেখ মারুফ, সাতক্ষীরা কালিগঞ্জ প্রতিনিধিঃ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে টেকসই প্রকল্প  নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগ ও জীবাশ্ম জ্বালানির ক্ষতিকর প্রভাব এবং নবায়নযোগ্য শক্তির প্রয়োজনীয়তা সম্পর্কে জনগণের মাঝে তুলে ধরার জন্য  জনকল্যান সংস্থার আয়োজনে ও চেঞ্জ ইনিশিয়েটিভ এর  সহযোগিতায় । “প্রকৃতিবান্ধব টেকসই অগ্রগতি নবায়নযোগ্য জ্বালানির মূলনীতি”   দাবিতে ৩০ মে ২০২৪ রোজ বৃহস্পতিবার সাতক্ষীরার কালীগঞ্জে সাইকেল র‍্যালিতে  অংশ নেয় জনকল্যান সংস্থার তরুণ জলবায়ু কর্মীরা। 

এসময় জলবায়ু সুরক্ষা ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে জীবাশ্ম জ্বালানিতে অর্থায়ন বন্ধ, নবায়নযোগ্য শক্তির সম্প্রসারণ ও টেকসই কৃষিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানায় তরুণ জলবায়ু আন্দোলনকারীরা।


সবুজ ও জলবায়ু সহনশীল উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হচ্ছে জীবাশ্ম জ্বালানির পরিবর্তে নবায়নযোগ্য শক্তির ব্যবহার আর এই নবায়নযোগ্য শক্তির ব্যবহার  বাড়াতে কালিগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্র ফুলতলা মোড় থেকে শুরু হয়ে। কালিগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার,  কালিগঞ্জ প্রেস ক্লাব , কালিগঞ্জ থানা অতিক্রম করে কালিগঞ্জ উপজেলা পরিষদ পরিভ্রমণ করে কালীগঞ্জ প্রেসক্লাবে এসে সাইকেল র‍্যালি  সমাপ্ত হয় ।

সাবেক সংসদ সদস্য মনজুর হোসেন বুলবুলের জানাজা অনুষ্ঠিত

সাবেক সংসদ সদস্য মনজুর হোসেন বুলবুলের জানাজা অনুষ্ঠিত


আরিফুজ্জামান চাকলাদার: ফরিদপুর-১ আসন (বোয়ালমারী, মধুখালী, আলফাডাঙ্গা) সাবেক সংসদ সদস্য ও সাবেক সিনিয়র সচিব মনজুর হোসনে বুলবুল (৬৮) গত ৩০ মে ৩ টার সময় ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

মনজুর হোসনেরে স্ত্রী সেলিনা আক্তার মৃত্যুর বষিয়টি নিশ্চিত করেছেন।


শুক্রবার(৩১ মে)সকাল সোয়া নয়টায় পৌরসভায় আলফাডাঙ্গা আরিফুজ্জামান সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।


এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার পিপিএ, বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান, আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম আকরাম হোসেন, উপজেলা চেয়ারম্যান একে এম জাহিদুল হাসান,দৈনিক ঢাকা টাইমস ও সাপ্তাহিক এই সময়-এর সম্পাদক ও প্রকাশক জননেতা আরিফুর রহমান দোলন,আলফাডাঙ্গা পৌর মেয়র মো. আলী আকসাদ ঝন্টু, বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল প্রমুখ।

পারিবারিক সূত্রে জানা যায়,

বৃহস্পতিবার বাদ এশা ধানমন্ডি তাকওয়া মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। আলফাডাঙ্গায় দ্বিতীয় জানাজা ও জাতীয় সংসদ ভবনে তৃতীয় জানাজা শেষে জাতীয় বুদ্ধিজীবী কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হবে। 



তিনি আরোও জানান, তার স্বামী মনজুর হোসনে দীর্ঘ দু’মাস ধরে অসুস্থ ছিলেন। তিনি ২০ সালে করোনা ভাইরাস'র আক্রান্ত হওয়ার পরে  লিভার সিরোসিস সহ নানা জটিল রোগে ভুগছিলেন। 

পরিবার সূত্রে জানা গেছে, ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্ধ ইউনিয়নের পানাইল গ্রামে ১৯৫৬ সালরে ১ র্মাচ তিনি জন্মগ্রহণ করনে। 


মনজুর হোসেন ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচন ফরদিপুর-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি রূপালী ব্যাংকের সাবেক দুবারের চেয়ারম্যান ও বিভিন্ন মন্ত্রণালয়রে সচিব ছিলেন। তিনি পাঁচ ভাইয়ের মধ্যে ছোট। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সাবেক সংসদ সদস্যের মৃত্যুতে  মৎস্য ও প্রাণসিম্পদ মন্ত্রী আব্দুর রহমান এমপি, জেলা প্রশাসকসহ বিভিন্নস্তরের নেতারা শোক জানিয়েছেন।


তার রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও জানিয়েছেন।

ঠাকুরগাঁওয়ে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা ।

ঠাকুরগাঁওয়ে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা ।

 


মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: “তমাক কোম্পানীর হস্তপে প্রতিহত করি, শিশুদের সুরা নিশ্চিত করি” এই প্রতিপাদ্যে ঠাকুরগাঁওয়ে বিশ্ব তামাক মুক্ত দিবস পালন করা হয়। ৩১ মে শুক্রবার ঠাকুরগাঁও জেলা কালেক্টর চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  

ঠাকুরগাঁও জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: সোলেমান আলীর সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদ, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রশিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে তামাকের ক্ষতিকারণ বিভিন্ন বিষয়ের উপরে নির্মিত ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। 

বোরহানউদ্দিনে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্তদের মাঝে এমপি মুকুলের ত্রাণ বিতরণ

বোরহানউদ্দিনে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্তদের মাঝে এমপি মুকুলের ত্রাণ বিতরণ

ইকবাল হোসেন, বোরহানউদ্দিন (ভোলা): ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারের মধ্যে সরকারিভাবে ত্রাণের চাল বিতরণ করা হয়েছে। 

শুক্রবার সকালে উপজেলার গঙ্গাপুর ইউনিয়ন ও কুতবা ইউনিয়নে অসহায়দের মধ্যে এসব চাল তুলে দেন তথ্য ও সম্প্রচার বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং ভোলা ২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল।

এ সময় পৃথক অনুষ্ঠানে গঙ্গাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ৩০০ পরিবারের মধ্যে ৩০ কেজি করে চাল ও কুতবা ইউনিয়নে ২০০ জনকে ৩০ কেজি করে চাল প্রদান করা হয়। 

চাল বিতরণ অনুষ্ঠানে এমপি মুকুল বলেন, ঘূর্ণিঝড় রেমালের আঘাতে আমাদের এই এলাকায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ। এখানকার তেঁতুলিয়া নদীর বেড়ীবাঁধ ভেঙে বিভিন্ন এলাকায় পানি প্রবেশ করে মৎস্য ও কৃষির ক্ষতি হয়েছে। তাই প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ক্ষতিগ্রস্তদের মধ্যে এসব চাল বিতরণ করা হচ্ছে। যতদিন মানুষ পুনর্বাসিত না হয়  ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আমরা রয়েছি। একই সঙ্গে শিগগিরই সিসি ব্লক ও টেকসই বেড়ীবাঁধ  নির্মাণের মাধ্যমে এই এলাকার মানুষের প্রাণের দাবি পূরণ করা হবে বলে জানান তিনি। 


এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুজ্জামান, গঙ্গাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রিয়াজ হোসেন, কুতবা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জোবায়েদ মিয়া বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহীন ফকির সহ অন্যরা উপস্থিত ছিলেন।

ডোমারে 'বিশ্ব তামাক মুক্ত দিবস-২০২৪' উদযাপিত

ডোমারে 'বিশ্ব তামাক মুক্ত দিবস-২০২৪' উদযাপিত

 


সাহিদুল ইসলাম, নীলফামারী প্রতিনিধিঃ 'তামাক কোম্পানির হস্তক্ষেপ প্রতিহত করি, শিশুদের সুরক্ষা নিশ্চিত করি'–এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নীলফামারীর ডোমারে উদযাপিত হয়েছে 'বিশ্ব তামাক মুক্ত দিবস-২০২৪'।


শুক্রবার (৩১শে মে) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষ্যে একটি র‍্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা মিলিত হয়। এতে সভাপতিত্ব করেন, ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল আলম বিপিএএ।

 

এসময় আরও বক্তব্য রাখেন, ডোমার উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম, ৭নং বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম রিমুন, উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশীদ, পরিসংখ্যান তদন্ত কমিটি কর্মকর্তা আব্দুল বারী প্রমুখ।


আলোচনা সভায় স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষিকা সহ স্কাউটস সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ফিলিস্তিনের রাফায় গণহত্যার প্রতিবাদে সিলেট মহানগর শিবিরের বিশাল বিক্ষোভ মিছিল

ফিলিস্তিনের রাফায় গণহত্যার প্রতিবাদে সিলেট মহানগর শিবিরের বিশাল বিক্ষোভ মিছিল


বিলালুর রহমান সিলেট জেলা প্রতিনিধি: ফিলিস্তিনের রাফায় দখলদার ইসরায়েল বাহিনী কর্তৃক নিরীহ ফিলিস্তিনিদের নির্বিচারে গণহত্যার প্রতিবাদে ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি এবং ইসরায়েল বিরোধী আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর শাখা। 

আজ বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে সিলেট নগরীর সুরমা পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে জিতু মিয়ার পয়েন্টে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

ছাত্রশিবির সিলেট মহানগর সভাপতি শরীফ মাহমুদ এর সভাপতিত্বে ও মহানগর সেক্রেটারি শাহীন আহমদ এর সঞ্চালনায়  র‍্যালি পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ডা. সাদেক আব্দুল্লাহ বলেন, বিগত ৭ মাসে দখলদার ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনি মুসলমান ভাই-বোনদের ওপরে নির্বিচারে হামলা ও লুটপাট চালাচ্ছে। এই পর্যন্ত ছয়ত্রিশ হাজার ভাই-বোনকে অন্যায়ভাবে হত্যা করে শহীদ করেছে। ৮১ হাজার ভাই-বোন তাদের হামলায় আহত ও পঙ্গুত্ববরণ করেছে। আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, এই শহীদের রক্ত বৃথা যেতে পারে না। এই দখলদার ইসরায়েলি বাহিনী ইতিহাস আমরা সকলেই জানি, তাদের ইতিহাস অবিচারের ইতিহাস, বর্বরতার ইতিহাস। তারা মানবতার দুশমন, মানবজাতির শত্রু। তাদের বিরুদ্ধে রুখে দাড়াতেই হবে। আজ সারা পৃথিবীর ছাত্রসমাজ জেগেছে। এই ইসরায়েল বাহিনীর পতন হবেই। ইনশাআল্লাহ। 

তিনি আরও বলেন, ফিলিস্তিন আমাদের শিকড়, মসজিদুল আকসা মুসলমানদের ১ম কিবলা, এই কিবলা পুরো মুসলিম উম্মাহর সম্পদ। উম্মাহর সম্পদকে রক্ষা করা শুধু ফিলিস্তিনিদের দায়িত্ব নয়; বরং পুরো মুসলিম উম্মাহর দায়িত্ব। অবিলম্বে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে।

বিশেষ অথিতির বক্তব্যে ছাত্রশিবিরের কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক ছাত্রনেতা আব্দুর রহিম বলেন, প্রিয় বিক্ষোদ্ধ ছাত্রজনতা, আমরা অত্যন্ত গভীরভাবে লক্ষ্য করছি বিশ্বের মুসলমানদের কিবলা বায়তুল আক্বসায় কিভাবে মুসলমানদের উপর নির্যাতন করা হচ্ছে। শুধু বায়তুল আক্বসার মধ্যে সীমাবদ্ধ রাখেনি, আমার ফিলিস্তিনের ভাই-বোনদের উপর নির্বিচারে হত্যাযজ্ঞ চালাচ্ছে সেটা প্রকৃতার্থেই অমানবিক। আমরা দেখেছি হাসপাতালে চিকিৎসারত মানুষের উপরও বর্বর হামলা করা হচ্ছে। রাফাহর মতো নিরাপদ নগরীতে শরনার্থীশিবিরের উপরও বিভৎস হামলা চালানো হয়েছে।আমরা বিশ্ববাসীকে বলতে চাই, আমার ফিলিস্তিনের ভাই-বোনদের উপর যেভাবে হামলা চালানো হচ্ছে এটার প্রতিবাদে সকলকে এগিয়ে আসতে হবে। এটা শুধু ইসলামি ছাত্রশিবিরের প্রতিবাদ সমাবেশ নয়, এটা সকল দেশের,সকল মতের, সকল শ্রেণীর মানুষের প্রতিবাদ। প্রতিটি দেশে কর্তা ব্যক্তিদের প্রতি আহ্বান জানাচ্ছি, বর্বর অবৈধ ইসরাইলের সাথে জলপথ, স্থলপথ ও আকাশপথসহ সকল ধরনের সম্পর্ক ছিন্ন করুন।

সভাপতির বক্তব্যে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকারী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শরিফ মাহমুদ বলেন, বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির সিলেট মহানগর কর্তৃক বিশ্বমানবতার শত্রু, মানবতার দুশমন বর্বর ইসরাইলের ফিলিস্তিনের রাফাহ শহরে গনহত্যার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ। অবিলম্বে তাদের এই হত্যাযজ্ঞ বন্ধ করতে হবে এবং সকল মানুষ কে ইসরায়েলের পণ্য বয়কট করতে হবে। তিনি সমগ্র মুসলিম বিশ্বের প্রতি ইসরাইলের বিরুদ্ধে ঐক্য ও তীব্র আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের শাবিপ্রবি সভাপতি জহির উদ্দিন শিপন, জেলা পশ্চিমের সভাপতি রায়হান আহমদ, জেলা পূর্বের সভাপতি নাজমুল হাসান শিকদার,সুনামগঞ্জ  সভাপতি মনিরুজ্জামান পিয়াস প্রমুখ। 

এছাড়া মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সহ সর্বস্তরের জনশক্তি নিয়ে বিশাল বিক্ষোভ মিছিল করে সংগঠনটির সিলেট মহানগর শাখা।

ঈদগাঁও'র বিজয়ী ইউপি সদস্যদের শপথ পড়ালেন: ইউএনও সুবল চাকমা

ঈদগাঁও'র বিজয়ী ইউপি সদস্যদের শপথ পড়ালেন: ইউএনও সুবল চাকমা

ওসমান গনি (ইলি) কক্সবাজার: দ্বিতীয় ধাপের অনুষ্ঠিত ইউপি নির্বাচনে কক্সবাজারের নবগঠিত ঈদগাঁও উপজেলার পাঁচ'টি ইউনিয়ন নির্বাচনে বিজয়ী প্রার্থীরা শপথ গ্রহণ করেছেন। বৃহস্পতিবার (৩০মে) সকাল ১১ টার সময় কক্সবাজার জেলা প্রশাসকের হলরুমে নবনির্বাচিত চেয়ারম্যান শপথ গ্রহন পাঠ করান জেলা প্রশাসক মোঃ শাহীন ইমরান। ঈদগাঁও ইসলামীয়া জাহান্নারা বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে ইউপি সদস্যদের শপথ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবল চাকমা। নবনির্বাচিত চেয়ারম্যানরা হলেন ১নং ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দেলুয়ার ২নং পোকখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কারা নির্যাতিত চেয়ারম্যান রফিক আহমদ, জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর তাজ (জনি) ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রাজ্জাক ঈদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল জাহান, পাঁচ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সকল মেম্বার ও মহিলা মেম্বার। এসময় উপস্থিত ছিলেন প্রৌকশলী হাসান মোহাম্মদ, ঈদগাঁও ইসলামীয়া জাহান্নারা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গিয়াস,উদ্দিনসহ ইলেকট্রনিক মিডিয়া পিন্ট মিডিয়া, অনলাইন মিডিয়াসহ অনেকেই উপস্থিতি ছিলেন।

 ডা. অর্ণা জামান স্বাচিপের সা.সম্পাদক নির্বাচিত হওয়ায় আই.এইচ.টি কলেজ ছাত্রলীগের বর্ণাঢ্য শোভাযাত্রা

ডা. অর্ণা জামান স্বাচিপের সা.সম্পাদক নির্বাচিত হওয়ায় আই.এইচ.টি কলেজ ছাত্রলীগের বর্ণাঢ্য শোভাযাত্রা



স্টাফ রিপোর্টারঃ জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান হেনার সুযোগ্য পৌত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপকমিটির সদস্য, রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ও যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণাকে স্বাধীনতা চিকিৎসক পরিষদ, রাজশাহী জেলার সাধারণ সম্পাদক নির্বাচিত করায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে আই.এইচ.টি কলেজ শাখা ছাত্রলীগ। 


বৃহস্পতিবার (৩০ মে) সকালে কলেজ ক্যাম্পাস থেকে প্রায় ৫০০ শিক্ষার্থীদের নিয়ে শোভাযাত্রাটি নগরীর বাকের মোড়,  মিঠুর মোড় হয়ে গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে দাশপুকুর মোড় হয়ে প্যারামেডিকেল মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। এসময় শত-শত শিক্ষার্থীদের পদচারণা ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে আই.এইচ.টি প্রাঙ্গন। 


ডা. অর্ণা জামানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে নেতৃবৃন্দ বলেন, স্বাচিপের মতো বড় পরিসরে থেকে অতিতের ন্যায় সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের পাশে স্বাস্থ্য সেবা নিয়ে এগিয়ে আসবেন তিনি। তারা বলেন, যেকোনো সংকট ও সম্ভবনায় ডা. অর্ণা জামানের পাশে থাকবে আই.এইচ.টি ছাত্রলীগ।


তারা আরো বলেন, স্বাচিপের সুফল থেকে এতোদিন সাধারণ মানুষ বঞ্চিত থাকলেও এখন ডা. অর্ণা জামানের মাধ্যমে চিকিৎসা ক্ষেত্রে সকল সুযোগ-সুবিধাগুলো কোনো ঝামেলা ছাড়াই পেয়ে যাবেন। সেই সাথে ডা. অর্ণা জামানের হাত ধরেই স্বাচিপ রাজশাহী জেলা কমিটি ও রাজনীতির তরুণ নেতৃবৃন্দ সামনের দিকে এগিয়ে যাবে। 


আনন্দ র‍্যালীতে উপস্থিত ছিলেন আই.এইচ.টি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আল-আমিন হোসেন আকাশ, সাধারণ সম্পাদক ওমর ফারুক সহ অন্যান্যরা।

তাহিরপুরে বন্যার পূর্বাভাস জনগনকে সতর্ক থাকার আহব্বান জানিয়ে  প্রশাসনের প্রচারনা।

তাহিরপুরে বন্যার পূর্বাভাস জনগনকে সতর্ক থাকার আহব্বান জানিয়ে প্রশাসনের প্রচারনা।

 


তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : গত কয়েকদিনের  টানা বৃষ্টি ও ঘূর্ণিঝড়ের কারনে সিলেট জেলায় পাহাড়ী ঢলের পানিতে  কানাইঘাট,জৈন্তা,গোয়াইনঘাট সাদা পাথর এলাকাসহ ৪/৫ উপজেলা বন্যার পানিতে  প্লাবিত হয়েছে।বন্যার পানি ক্রমান্বয়ে সুরমা যাদুকাটা বৌলাই নদীতে প্রবল শ্রুতের  সৃষ্টি হয়ে নদীগুলো কানায় কানায় পানিতে টুইটুম্বুর।আগাম বন্যার আশংকায় জনগনকে  প্রস্তুতি ও সর্তক থাকতে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে প্রচারনা করা হয়েছে।


বৃহস্পতিবার(৩০ মে) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলীর সহযোগিতায় প্রচারণাতে সবাইকে আগাম বন্যার প্রস্তুতি নেয়ার জন্য আহবান জানানো হয়।


 তাহিরপুর বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক পারভেজ জামান জানান,নিন্মাঞ্চলে বসবাসকারীদের অনেকের আত্মীয় স্বজনরা উঁচু বাড়িঘরে বসবাস করছেন। তাদের বাড়িতে পরিবারের সকল সদস্য,গবাদি পশু,হাঁস-মুরগি নিয়ে যাওয়ার প্রস্তুতি রাখা ভাল। আর বসত ঘরে মোমবাতি,দিয়েশলাই,খাবার পানি,শুকনো খাবার,জরুরী কিছু ওষুধ প্রাথমিক চিকিৎসার জন্য স্যালাইন,প্যারাসিটামল, হিস্টাসিন ইত্যাদি ঘরে সংরক্ষণ রাখার জন্য বলা হচ্ছে প্রচারনাতে । এতে সবাই আগাম সতর্কতা অবলম্বন করবে এটি ভাল উদ্যোগ।যেভাবে পানি বাড়ছে সবাইকে প্রস্তুতি নিয়ে রাখা উচিত। 


 তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলী জানান, উপজেলার হাওর গুলো এখনও শুকনো রয়েছে তবে পাহাড়ী ঢলের পানি হাওরে প্রবেশ করতে শুরু করেছে। সিলেটের বিভিন্ন উপজেলায় বন্যা শুরু হয়েছে। তাই আমাদের হাওর এলাকায় বন্যা প্রস্তুতির লক্ষে সরকারি বন্যাশ্রয় কেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নেয়া ভাল এতে করে ক্ষয় ক্ষতির পরিমাণ কম হবে। আর বন্যার আগাম প্রস্তুতি হিসাবে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশেই এই প্রচারনা করা হয়েছে।আমরা সবাইকে প্রস্তুতি থাকতে আহবান জানাই পাহাড়ি ঢলের পানি কখন এসে আক্রমণ করে বলা যায়না। বিশেষ করে যারা নিম্নাঞ্চলে বসবাস করে তাদের পুর্ব প্রস্তুতি থাকা জরুরি। 


 উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা পারভিন জানান,উপজেলা সদরে বন্যার পূর্ব প্রস্তুতি নেয়ার জন্য ব্যাপক প্রচারণা চালানো  হয়েছে। সবাইকে সর্তক থাকতে হবে সর্তক থাকলে সবার জন্যই মঙ্গল। প্রশাসনের পক্ষ থেকে ও নজরধারী রাখা হচ্ছে। বন্যার আগাম প্রস্তুতির কথা শুনে যদি কোন ব্যাবসায়ী জিনিস পত্রের দাম বাড়ানোর চেষ্টা করেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪

সিলেটে ভারতীয় পানির বন্যা, শত শত গ্রাম প্লাবিত

সিলেটে ভারতীয় পানির বন্যা, শত শত গ্রাম প্লাবিত

 


ভারতের উজান থেকে নেমে আসা ঢল ও প্রবলবর্ষণে নদ-নদীগুলোতে দ্রুত পানি বেড়ে সিলেটের ৪ উপজেলা প্লাবিত হয়েছে। ইতোমধ্যেই পরিস্থিতির অবনতি ঘটেছে ভয়ানকভাবে। এদিকে সুরমা-কুশিয়ারা নদীর বিভিন্ন স্থানে বাঁধ ভেঙে ও পানি উপচে সীমান্তবর্তী জকিগঞ্জে ৫০ গ্রামসহ শত শত গ্রাম প্লাবিত হয়েছে। 

বৃহস্পতিবার (৩০ মে) গভীর রাতে বারোহাল উপজেলার বারোহালগ্রাম, কাজলশাহ ইউপির আটগ্রামের নলুহাটি গ্রামের সুরমা নদীর বাঁধ, জকিগঞ্জ সদর ইউনিয়নের ছবরিয়া, বারোখাল, রারই, খলাছড়া, মাঝর গ্রামসহ কুশিয়ারা নদীর বাঁধ ভেঙে এলাকায় পানি ঢুকে। বিকালেও হু-হু করে পানি ঢুকছিল বিভিন্ন পয়েন্টে। 

ভারতের বরাক নদী দিয়ে প্রবল বেগে নেমে আসা পানি সুরমা-কুশিয়ারার মোহনায় জকিগঞ্জের অমলসিদে বিপজ্জনক মাত্রায় পৌঁছালে পানি উন্নয়ন বোর্ডের উত্তর-পূর্ব অঞ্চলীয় অতিরিক্ত প্রধান প্রকৌশলী খুশি মোহন সরকার, নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাসসহ অন্যান্য কর্মকর্তারা স্থানীয় অধিবাসীদের নিয়ে দিনভর প্লাস্টিকের ব্যাগভর্তি বালি-মাটি দিয়ে পানি আটকানোর কার্যক্রম অব্যাহত রাখেন। এছাড়া একই পদ্ধতিতে জকিগঞ্জ শহরকে বন্যা মুক্ত রাখার কাজ চলছে। ঢলের তীব্র চাপে কুশিয়ারা তীরবর্তী জকিগঞ্জের অধিবাসীরা আতঙ্কে রয়েছে। 

উপজেলা নির্বাহী অফিসার আফসানা তাসনিম জানান, উপজেলায় কন্ট্রোল রুম খোলা হয়েছে। ৫৫টি আশ্রয় কেন্দ্রে ২২টি পরিবার আশ্রয় নিয়েছে।

জেলা প্রশাসক বলেন, পানিবন্দী মানুষকে আশ্রয়কেন্দ্রে ও নিরাপদে সরিয়ে আনা হচ্ছে। পাঁচটি উপজেলায় জরুরিভিত্তিতে প্রায় ৪৭০টি আশ্রয়কেন্দ্র খেলা হয়েছে। জরুরি ত্রাণ চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বার্তা পাঠানো হয়েছে। 

তিনি জানান, জৈন্তা, কানাইঘাট, গোয়াইনঘাটে পানির তোড় বেশি। তবে বৃষ্টি কমলে পরিস্থিতির উন্নতি হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে।

মাগুরা আলিম মাদ্রাসায় অনুষ্ঠিত হলো কৈশোর কর্মসূচি মিনি ম্যারাথন ২০২৪

মাগুরা আলিম মাদ্রাসায় অনুষ্ঠিত হলো কৈশোর কর্মসূচি মিনি ম্যারাথন ২০২৪

 


কাহালু উপজেলার মাগুরা এম ইউ আলিম মাদ্রাসা মাঠে টি,এম,এস,এস কৈশোর কর্মসূচি বাস্তবায়ন সংস্থার আয়োজনে,মিনি ম্যারাথন ২০২৪ অনুষ্ঠিত হয়।

 উক্ত অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানসহ মালঞ্চা ইউনিয়নের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ, মাওলানা মুহাঃ সাইদুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো:কামরুজজ্জ ( পিসি)মহাদয় যুগ্ন পরিচালক, টি এম  এস.এস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোন প্রধান: জনাব রফিকুল ইসলাম  সজীব, টি এম এসএস।এরিয়া ম্যানেজার জনাব জুয়েল হোসেন,টি এমএসএস,কাহালু বগুড়া।আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আমিনুর রহমান সদস্য মালঞ্চা ইউনিয়ন পরিষদ।

অনুষ্ঠান পরিচালনা করেন তানজিলা আক্তার খুশী প্রোগ্রাম অফিসার, কৈশোর কর্মসূচি।

অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন জনাব একরামুল হক সহকারী অধ্যাপক বাংলা।অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ, এবং উপস্থিত বক্তারা এ ধরনের অনুষ্ঠান শিক্ষার্থীদের মানসিক বিকাশে ভূমিকা রাখবে বলে মতামত ব্যক্ত করেন।

জামালপুরের মাদারগঞ্জে রিমু ও মেলান্দহে দিদার পাশা নির্বাচিত

জামালপুরের মাদারগঞ্জে রিমু ও মেলান্দহে দিদার পাশা নির্বাচিত

 


জামালপুরের মাদারগঞ্জে রায়হান রহমতুল্যাহ রিমু ও মেলান্দহ উপজেলা পরিষদ নির্বাচনে মো.দিদারুল পাশা বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।



মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী রায়হান রহমতুল্যাহ রিমু কাপপিরিচ প্রতীকে ৪৩ হাজার ৩০৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বর্তমান চেয়ারম্যান ওবাইদুর রহমান বেলাল দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ২৪ হাজার ১০২ ভোট। অপরদিকে মেলান্দহ উপজেলায় চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. দিদারুল পাশা মোটরসাইকেল প্রতীক নিয়ে ৭৮ হাজার ৬৬৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম আনারস প্রতীকে পেয়েছেন ১২ হাজার ৩১১ ভোট।

বুধবার (২৯ মে) তৃতীয় ধাপের নির্বাচনে জামালপুরের  মাদারগঞ্জ ও মেলান্দহ উপজেলায় ভোটগ্রহণ করা হয়। এতে উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছেন দুই উপজেলার ভোটাররা। 

ইভিএমে ভোট দিতে ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়। সকাল ৭ টায় মাদারগঞ্জের রওশন আরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন ভোটাররা। কেন্দ্রগুলোতে দেখা যায় উপচে পড়া ভিড়। নির্বাচনে সকাল ৮টা থেকে ভোটগ্রহন শুরু হলেও কেন্দ্রগুলোতে ভোর ৬টা থেকেই লাইন দেখা যায়। ভোটগ্রহণ শুরু হলে ভোটাররা লম্বা লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান করেন। সময় যত বেড়েছে, ভিড়ও ততটাই বাড়তে থাকে। যদিও দুপুর ১টার পর উপস্থিতি কিছুটা কমে যায়। 
 
দুই উপজেলায় মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১৭৩টি। এর মধ্যে মাদারগঞ্জে ৬৩টি এবং মেলান্দহে ১১০টি। দুই উপজেলায় মোট চেয়ারম্যান প্রার্থী ছিলেন ৮ জন। এছাড়া ভাইস চেয়ারম্যান প্রার্থী ছিলেন ৭ জন। আর নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী ৮ জন। এর মধ্যে মাদারগঞ্জ উপজেলাতেই ৬ জন। দুই উপজেলায় মোট ভোটার ছিল পাচঁ লাখ ৮ হাজার। নির্বাচন শান্তিপূর্ণ করতে আইন শৃঙখলা বাহিনীর কঠোর হস্তক্ষেপ দেখা গেছে। 
ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ নির্বাচনে ৩০ শতাংশ ভোটকে ৪৫ শতাংশ করার অভিযোগ পরাজিত প্রার্থী

ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ নির্বাচনে ৩০ শতাংশ ভোটকে ৪৫ শতাংশ করার অভিযোগ পরাজিত প্রার্থী

 


মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ নির্বাচনে ৩০ শতাংশ ভোটের ফলাফলকে ৪৫ শতাংশ করার অভিযোগ করেছেন কাপ-পিরিচ মার্কার পরাজিত চেয়ারম্যান প্রার্থী কামরুল হাসান খোকন। নির্বাচনে তিনি ২ হাজার ১৬১ ভোট পেয়েছিলেন। বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করেন তিনি। কামরুল হাসান খোকন ঠাকুরগাঁও পৌরসভার ৭ নং- ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য এবং তিনি বাংলাদেশ আওয়ামী লীগের উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক।

সংবাদ সম্মেলনে পরাজিত চেয়ারম্যান প্রার্থী কামরুল হাসান খোকন অভিযোগ করে বলেন, ভোটার উপস্থিতি কম ছিল। আমার কাছে বোধগম্য নয় এখনো আমি সারাদিনে পর্যবেক্ষণ করেছি কেন্দ্রগুলোতে; এছাড়াও বন্ধু-বান্ধব, সহকর্মী এবং পর্যবেক্ষক যারা ছিলেন তাতে আমার কাছে মনে হয়নি কখনো ৪৫ শতাংশ ভোট কাস্ট হয়েছে। আমার কাছে সর্বোচ্চ মনে হয়েছে ৪৫ শতাংশ এরচেয়ে ১৫ শতাংশ ভোট কাস্ট হয়েছে অর্থাৎ ৩০ শতাংশ ভোট পড়েছে। বাকি ভোটটা কিভাবে এলো এটা নিয়ে আমার সংশয়, দ্বিধা এখনো রয়েছে। ভোটের এই বিষয়টি তো আর ভূত এসে করেনি, বাহির থেকে অদৃশ্য কোন শক্তি করেনি। আমাদের দায়িত্বশীল যে সংস্থাগুলো রয়েছে এদের কোথাও না কোথায় ব্যত্যয় ঘটেছে। সেই সাথে উপজেলা পরিষদ নির্বাচনে টাকার ছড়াছড়িরও অভিযোগ করেন তিনি। ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়াম্যান পদে ১ লক্ষ ৬ হাজার ৬৫৫ ভোট পেয়ে নির্বাচিন হন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার (মোটরসাইকেল প্রতীক)। এ বিষয়ে সদর উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মোশারুল ইসলাম সরকার বলেন, পরাজিত প্রার্থী কামরুল হাসান খোকন সংবাদ সম্মেলন করে যে অভিযোগ করেছে তার কোন ভিত্তি নেই। আমি নিজেই সারাদিন বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করে দেখেছি ভোটাররা উৎসবমূখর পরিবেশে ভোটকেন্দ্রে এসে ভোট প্রদান করেছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. অরুনাংশু দত্ত টিটো (আনারস প্রতীক) পেয়েছিলেন ৯২ হাজার ৪২৪ ভোট, সহ-সভাপতি রওশনুল হক তুষার (ঘোড়া প্রতীক) পেয়েছিলেন ১৪ হাজার ৬৯৯ ভোট ও সাবেক ছাত্রনেতা কামরুল হাসান খোকন (কাপ-পিরিচ প্রতীক) পেয়েছিলেন ২ হাজার ১৬১ ভোট।

উল্লেখ্য, গত ২১ মে দ্বিতীয় ধাপে ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী অংশগ্রহণ করেন। ২২টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে ঠাকুরগাঁও সদর উপজেলা গঠিত। এই উপজেলায় মোট ভোটার সংখ্যা ৪ লক্ষ ৮৭ হাজার ১৭৫ জন। এরমধ্যে পুরুষ ভোটার সংখ্যা ২ লক্ষ ৪৪ হাজার ৯০৩ জন ও নারী ভোটার সংখ্যা ২ লক্ষ ৪২ হাজার ২৬৮ জন। চেয়ারমান পদে ভোট পড়েছিল ৪৫ দশমিক ৫২ শতাংশ।

বুধবার, ২৯ মে, ২০২৪

লালপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

 


লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলা ঈশ্বরদী ইউনিয়নের চামটিয়া গ্রামে একটি ইটভাটার পুকুরের পানিতে ডুবে রাব্বি (৮) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (২৯ মে) দুপুর সাড়ে ১২টায় দিকে এ ঘটনা ঘটে। নিহত রাব্বি উপজেলার রামকৃষ্ণপুর কসাই পাড়া গ্রামের রিমন আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, পার্শ্ববর্তী ঈশ্বরদী ইউনিয়নের চামটিয়া গ্রামে নানা ছিদ্দিক আলীর বাড়িতে বেড়াতে গিয়ে একটি ইটভাটার পুকুরে পড়ে যায় রিমন। নানা বাড়ির লোকজন শিশুর আব্বুকে খুঁজে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। পরে সেই ইটভাটার পুকুরের পানিতে ভাসতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ঘটনাটি নিশ্চিত করে লালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক পলাশ বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। এমন ঘটনা যেন আর না ঘটে সেজন্য এই বর্ষাকালে শিশুদের চোখে চোখে রাখা উচিত।

কাশিমপুরে বিদেশী অস্ত্রসহ তিন ডাকাত গ্রেফতার।

কাশিমপুরে বিদেশী অস্ত্রসহ তিন ডাকাত গ্রেফতার।


সোলায়মান হোসাইন সোহান, কাশিমপুর থানা প্রতিনিধিঃ গাজীপুরের কাশিমপুরে অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি কালে  ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেফতার  করেছে পুলিশ।  গত মঙ্গলবার (২৮ মে) রাত সাড়ে আটটার দিকে  কাশিমপুরের লোহাকৈর  এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। 

এঘটনায় কাশিমপুর থানায় মামলা দায়ের করে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে বুধবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনারের কার্যালয়ে  প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়। উপ পুলিশ কমিশনার শামস মোহাম্মদ তোরাব আলী  প্রেসব্রিফিং এ বলেন, গতকাল রাত সাড়ে ৮ টার দিকে  লোহাকৈর  এলাকায় এক দল ডাকাত  ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল । এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ৩ ডাকাতকে গ্রেফতার করেছে  পুলিশ।

এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত কয়েক রাউন্ড গুলিসহ  ০১টি বিদেশী পিস্তল, ০২টি বিদেশী রিভলবার, হাইড্রলিক কাটার ও দেশীয় অস্ত্র   উদ্ধার করা হয়।

উক্ত ঘটনায় কাশিমপুর থানায় নিয়মিত মামলা রুজু করে  তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এসময় তিনি আরো বলেন, তাদের প্রত্যেকের বিরুদ্ধে পূর্বের  একাধিক মামলা চলমান রয়েছে।

গ্রেফতারকৃত ৩ আসামী হলেন,পাবনা জেলার সুজানগর থানার রায়পুর গ্রামের মৃত খবির উদ্দিন ও আনোয়ারা বেগমের ছেলে মনির মোল্লা ওরফে মনি মোল্লা(৩৮), বগুড়া জেলার গাবতলী  থানার  মাঝিপাড়া গ্রামের মৃত লৈমুদ্দিন বক্স ও মৃত তছিরনের ছেলে মোঃ বাদশা প্রামানিক, গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানার রাঘবিন্দুরপুর গ্রামের মৃত মহির উদ্দিন ও জমিলা খাতুনের ছেলে মোঃ রশিদুল ওরফে আল আমিন(৪২) 


তারা প্রত্যকেই গাজীপুরের বিভিন্ন এলাকায় ভাড়া থেকে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের কাজ করে আসছিল।

বোরহানউদ্দিন থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত ৩ আসামী গ্রেফতার

বোরহানউদ্দিন থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত ৩ আসামী গ্রেফতার

 


সাইফুল ইসলাম আকাশ,নিজস্ব প্রতিবেদক: ভোলার বোরহানউদ্দিন থানা পুলিশের বিশেষ অভিযানে ঢাকার বিভিন্ন এলাকা থেকে সাজাপ্রাপ্ত ৩ আসামীকে গ্রেফতার করা হয়েছে।বোরহানউদ্দিন থানা পুলিশ সুত্রে জানা গেছে,ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান বিপিএম এর নির্দেশে বোরহানউদ্দিন থানার ওসি মোহাম্মদ শাহীন ফকির বিপিএম এর তত্ত্বাবধায়নে বোরহানউদ্দিন থানার এএসআই ইয়ার হোসেনের নেতৃত্বে বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত ৩ আসামী মোঃ সাজাহান,আমির হোসেন,কাঞ্চন কে ঢাকার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করা হয়েছে।

বোরহানউদ্দিন থানার ওসি মোহাম্মদ শাহীন ফকির বিপিএম বলেন,বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত পলাতক ৩ আসামীকে গ্রেফতার করে ভোলা কোর্টে প্রেরণ করা হয়েছে।

উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শেখ যুবরাজের আনারস প্রতিকের  নির্বাচনী অফিস উদ্বোধন

উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শেখ যুবরাজের আনারস প্রতিকের নির্বাচনী অফিস উদ্বোধন


স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান: খুলনার দাকোপ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও সদ্য পদত্যাকারী চেয়ারম্যান শেখ যুবরাজের নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে। আজ ২৯ মে বুধবার বিকাল  ৫টারদিকে লাউডোব ৬ নং ওয়ার্ডে খুটাখালী নতুন বাজার  শেখ যুবরাজের বিজয়ের লক্ষে  সমর্থক গোষ্ঠী আনারস প্রতিকের অফিস উদ্বোধন করেন। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার প্রকাশনা সম্পাদক ও  বাজুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মানষ কুমার রায়, আওয়ামী লীগ নেতা অন্জন সরকার, গিদিয়ন সরকার যুবলীগ নেতা তন্ময় রায়,রকী সরকার ,আলম কারিগর,শ্যামল দাস,, লাউডোব ইউনিয়ন  সহ বিভিন্ন শ্রেণী পেষার মানুষ।

  জেগে উঠেছেন ভোটের মাঠে নির্বাচণী হাওয়া। উপজেলার সবকয়টি ইউনিয়নের গুরুত্বপুর্ণ এলাকায় চায়ের দোকান, হাট বাজারে  চলছে ভোটের জল্পনা-কল্পনা।  উপজেলা নির্বাচনে চেয়ারম্যান  পদে নির্বাচন করতে  প্রার্থী শেখ যুবরাজ চায়ের দোকানে, দলীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষের সাথে মতবিনিময়, কুশলবিনিময় ও গণসংযোগ তৎপরতা শুরু করেছেন। উপজেলা জুড়ে চষে বেড়াচ্ছেন প্রার্থী শেখ যুবরাজ।

দুর্যোগে ক্ষতিগ্রস্থ মানুষের সেবায় কাজ করে যাচ্ছি                  -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী

দুর্যোগে ক্ষতিগ্রস্থ মানুষের সেবায় কাজ করে যাচ্ছি -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী

 


স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মোঃ মহিববুর রহমান আজ (বুধবার) দুপুরে খুলনা কয়রা কপোতাক্ষ ডিগ্রী কলেজ মাঠে উপজেলার ঘুর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। 

খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সেবায় কাজ করে যাচ্ছি। দুর্যোগে যথা সময়ে প্রস্তুতির ফলে মানুষের দূর্দশা লাঘব, জীবন ও সম্পদের ক্ষতির পরিমাণ অন্যান্য দেশের তুলনায় অনেক কম হয়েছে। পূর্ব প্রস্তুতি ছিলো বলেই সর্বনি¤œ ক্ষয়ক্ষতির মাধ্যমে বড়ধরণের দুর্যোগ মোকাবেলা করতে পেরেছি। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দুর্যোগ মোকাবেলায় নেপাল, তুরষ্কসহ অনেক দেশের দুর্গত মানুষের সবধরণের সাহায্য সহযোগিতা করা হয়। দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ একটি রোল মডেল। সুপেয় পানি, টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থদের আর্থিক সহায়তা দেওয়ার আশ^াস দেন প্রতিমন্ত্রী। 

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বিভিন্ন ইউনিয়নের প্রায় ছয়শত ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন। 

অনুষ্ঠানে খুলনা-৬ আসনের সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান, ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ কামরুল হাসান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ মিজানুর রহমান, খুলনার পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুকুল কুমার মৈত্র উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বি. এম. তারিক-উজ-জামান

দুর্যোগ থেকে জীবন-জীবিকা রক্ষা করার জন্য সকলের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে -ভূমিমন্ত্রী-নারায়ন চন্দ্র চন্দ্র

দুর্যোগ থেকে জীবন-জীবিকা রক্ষা করার জন্য সকলের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে -ভূমিমন্ত্রী-নারায়ন চন্দ্র চন্দ্র



ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ আজ (বুধবার) দুপুরে খুলনা ডুমুরিয়া উপজেলার সাহস, মাগুরখালি, শরাফপুর ও ভান্ডারপাড়া ইউনিয়নে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্থ বিভিন্ন স্থান পরিদর্শন এবং ক্ষতিগ্রস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিলো চাউল, ডাল, আলু ও মুরগির মাংস।

খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ বলেন, ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় সরকারের সবধরণের প্রস্তুতি থাকার কারণে জনগণের জানমালের ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কম হয়েছে। এছাড়া সরকার দুর্যোগ পূর্ববর্তী প্রস্তুতি গ্রহণে তৎপর থাকা, আগাম দুর্যোগে পূর্বাভাস দেওয়া, জনগণের সচেতনতা ও আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়ার ফলে মানুষ ও পশুর প্রাণহানী কম হয়েছে। তিনি আরও বলেন, সাতক্ষীরা, আশাশুনি, কয়রা, পাইকগাছা উপজেলার চেয়ে তুলনামূলকভাবে ডুমুরিয়া উপজেলায় ঘুর্ণিঝড়ে কম ক্ষতি হয়েছে। এই ঝড়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সঠিক তালিকা তৈরি করতে হবে। জলবায়ু পরিবর্তনের প্রতিকুল প্রভাবের কারণে দুর্যোগের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এজন্য প্রাকৃতিক দুর্যোগ থেকে জীবন-জীবিকা রক্ষা করার জন্য সকলের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। প্রধান

মন্ত্রী শেখ হাসিনা অসহায় ও ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থদের সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন।

মন্ত্রী বিভিন্ন ইউনিয়নের প্রায় সাড়ে তিনশত ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন। 

এসময় ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আল-আমিন, সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ আনিসুজ্জামান মাসুদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপকূলীয় এলাকার দুর্যোগ পূর্বাভাসের তথ্য দিতে পারেন না আবহাওয়া অফিস

উপকূলীয় এলাকার দুর্যোগ পূর্বাভাসের তথ্য দিতে পারেন না আবহাওয়া অফিস

 


খলিলুর রহমান,সাতক্ষীরা : ২৬ মে রবিবার রাত ১০টার দিকে ঘূর্ণিঝড় রেমাল সাতক্ষীরার শ্যামনগর উপকূলে আঘাত হানতে শুরু করে। যার তাণ্ডব চলে রাত পৌনে ৪টা পর্যন্ত। এসময় সাংবাদিকরা ঝড়ের গতিবেগ ও অবস্থান সম্পর্কে জানার জন্য নিয়মিত যোগাযোগ করা হচ্ছিল সাতক্ষীরা আবহাওয়া অফিসে। কিন্তু সেখানে কর্মরত ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী রিপন উপকূলীয় এলাকা সম্পর্কে তথ্য দিচ্ছিলেন সাতক্ষীরা শহরের সেটাও ধারণা নির্ভর করে।

ঝড়ের সময় রাত ১২টা দিকে সাতক্ষীরা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী রিপনের সাথে যোগাযোগ করে ঝড়ের তথ্য সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সাতক্ষীরা শহরে সর্বোচ্চ ৭২ কিলোমিটার বেগে ঝড় প্রবাহিত হচ্ছে। উপকূলে এই বেগ ৯০ থেকে ১২০ কিলোমিটার হতে পারে।তখন জানতে চাওয়া হয়, উপকূলে বয়ে যাওয়া ঝড়ের প্রকৃত বেগ কত? অনেকটা নিরুপায় হয়ে তিনি বলেন, আমরা তো শুধু সাতক্ষীরা শহরেরটা নির্ণয় করতে পারি। উপকূলে তো আমাদের কোনো স্টেশন নেই। তখন আবারও প্রশ্ন করা হয়, আপনারা ওখান থেকে অন্য কোনো মাধ্যমে তথ্য সংগ্রহ করেন কি না? উত্তরে তিনি বলেন, না।

এমন পরিস্থিতিতে আবহাওয়া জলবায়ু ও দুর্যোগের প্রকৃত পূর্বাভাস পেতে শ্যামনগরের উপকূলীয় এলাকায় আবহাওয়া পর্যবেক্ষণাগার স্থাপনের দাবি তুলেছেন স্থানীয়রা। তাদের প্রশ্ন, উপকূলের তথ্য দিতে না পারলে শহরে আবহাওয়া পর্যবেক্ষণাগার থেকে লাভ কী?

স্থানীয়রা জানান, দেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চল সাতক্ষীরার শ্যামনগর বঙ্গোপসাগরের অতি নিকটবর্তী হওয়ায় ঘূর্ণিঝড়, লঘুচাপ, নিম্নচাপ লেগেই থাকে। দুর্যোগপ্রবণ হওয়া সত্ত্বেও সঠিক পূর্বাভাসের অভাবে বার বার ক্ষতিগ্রস্ত হয় উপকূলীয় জনপদ।তাই শ্যামনগরে আবহাওয়া পর্যবেক্ষণাগার বা দুর্যোগ সতর্কীকরণ কেন্দ্র স্থাপন জরুরি।

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসি এফ) এম কে এম ইকবাল হোসাইন চৌধুরী বলেন, দুর্যোগের সময় আবহাওয়ার সঠিক তথ্য না পেয়ে সুন্দরবন নির্ভরশীল অনেক জেলে বাওয়ালি ক্ষতিগ্রস্ত হয়। এছাড়াও আমাদের সুন্দরবনের ভেতরে ১২টি টহল ফাঁড়ি রয়েছে। তাদেরও সঠিক সময়ে আবহাওয়ার সঠিক তথ্য দেওয়া যায় না। এর ফলে বিভিন্ন সময়ের তারাও ক্ষতিগ্রস্ত হয়। দুর্যোগপ্রবণ ও সুন্দরবন কেন্দ্রিক এই উপকূলবর্তী এলাকায় আবহাওয়া অফিস স্থাপন খুবই জরুরী।

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস.এম আতাউল হক দোলন বলেন, দুর্যোগপ্রবণ উপকূলীয় এলাকার সংসদ সদস্য হিসেবে জাতীয় সংসদে এ বিষয়ে আমি গুরুত্ব দিয়ে কথা বলব। দ্রুত সময়ের মধ্যে এই এলাকায় একটি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র বা দুর্যোগ পূর্বাভাস কেন্দ্র স্থাপন করা যায় সে ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা করা হবে।

এমপি আনারের মরদেহ চাই, খুনিদের ফাঁসি চাই-মানববন্ধনে আ'লীগ নেতৃবৃন্দ

এমপি আনারের মরদেহ চাই, খুনিদের ফাঁসি চাই-মানববন্ধনে আ'লীগ নেতৃবৃন্দ

  

আসাদুর জামান সনেট  কালীগঞ্জ ঝিনাইদহ প্রতিবেদকঃ এমপি আনারের মরদেহ চাই। আনারের মত একজন মানবদরদী নেতা আর কখনও জন্ম নেবে না। যারা তাকে কেটে টুকরা টুকরা করে নৃশংশভাবে হত্যা করেছে, তারা মানুষ নয়, নরপশু। এ হত্যাকান্ডে যে চক্রই জড়িত হোক, দ্রুতই তাদের মুখোশ উন্মোচন করে গ্রেফতার ও ফাঁসির কাষ্টে দাড় করাতে হবে। 


বুধবার বিকালে কালীগঞ্জে ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনারের হত্যাকারীদের বিচার ও মরদেহ ফেরত দাবীতে অনুষ্ঠিত এক মানববন্ধনে ওই কথাগুলি বলে আওয়ামীলীগের নেতৃবৃন্দ। এমপি আনার হত্যাকান্ডের প্রতিবাদে উপজেলার আওয়ামীলীগের পূর্ব ঘোষিত মানববন্ধন কর্মসূচির অংশ হিসাবে বুধবার উপজেলার ৯, ১০ ও ১১ নং ইউনিয়ন আ'লীগের আয়োজনে বারবাজার বাসষ্ট্যান্ডে ওই মানববন্ধন করা হয়। 


মানববন্ধনে নেতৃবৃন্দ আরো বলেন, পর পর ৩ বার ঝিনাইদহ-৪ আসনে নির্বাচিত এমপি আনার কি হত্যার শিকার, না কি গুম ? তারা বলেন, শান্তির এই জনপদকে পরিকল্পিতভাবে অশান্ত করতে একটি চক্র ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সকল রহস্যের অবসান ঘটিয়ে ষড়যন্ত্রকারীদের মুল হোতা আক্তারুজ্জামান শাহিন সহ সকল খুনীদের সর্ব্বোচ শাস্তির দাবি জানান তারা।


কালীগঞ্জ উপজেলা আ'লীগের সাবেক সভাপতি উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শিবলী নোমানী, উপজেলা আ'লীগের সহ-সাধারন সম্পাদক ইউপি চেয়ারম্যান ওহিদুজ্জামান ওদু. পৌর আলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাসুদুর রহমান মন্টু, বারবাজার ইউনিয়ন আ'লীগের সখারন সম্পাদক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সভাপতি মাহবুবুর রহমান রঞ্জু, কাষ্টভাঙ্গা ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রাশেদ শমসের, রাখালগাছী ইউপি চেয়ারম্যান মহিদুল ইসলাম মন্টু, মোচিক সিবিএ নেতা গোলাম রসুল ও উপজেলার ৩ টি ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। মানববন্ধনে আ’লীগের সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের কয়েক হাজার জনতা অংশ নেয়।

পুঠিয়ায় ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ব্যাপক ফসলের ক্ষয়ক্ষতি

পুঠিয়ায় ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ব্যাপক ফসলের ক্ষয়ক্ষতি

  


মিজানুর রহমান, উপজেলা প্রতিনিধি  : রাজশাহীর পুঠিয়া উপজেলায় ঘূর্ণিঝড় রিমালে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডব থেকে বাদ পড়েনি আম, লিচু, ভুট্টা, কলা, ধান ছাড়াও বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে। তবে কাঁচা বাড়ি-ঘরের ক্ষয়-ক্ষতির বিষয়ে এখনো পর্যন্ত কোনো সংবাদ পাওয়া যায়নি।


মঙ্গলবার (২৮ মে) কৃষি অফিস সূত্রে জানা যায়, সোমবারের (২৭ মে) ঝড়ে ভুট্টা পাঁচ হেক্টর, কলা দুই হেক্টর ও ধান শৃন্য দশমিক এক হেক্টর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে। এটা প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ। তবে মূল ক্ষয়ক্ষদের পরিমাণ জানা যাবে চার থেকে পাঁচ দিন পরে।


সোমবার ভোর থেকে মাঝারি দমকা হওয়ার সাথে ব্যাপক গুঁড়ি গুঁড়ি বৃষ্টি প্রায় রাত দশটা পর্যন্ত চলে। বৃষ্টিতে কোন প্রকার ক্ষতি না হলেও ঝড়ের কারণে ব্যাপক ক্ষতির মুখে পড়ে কৃষকরা।


প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে চলতি বছর আম ও লিচু বাগানগুলোতে অনেক কম পরিমাণে মুকুল দেখা দেয়,তবে বৃষ্টিপাত না হওয়ায় বেশীরভাগ কুড়ি ঝড়ে যাচ্ছে। এদিকে চলতি মৌসুমে ঝড়ের কারণে বিভিন্ন ফল ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা।


পুঠিয়া সদর এলাকার আম চাষি রফিকুল ইসলাম বলেন, বিগত বছরের তুলনায় এ বছরে আম বাগানে অনেক কম থাকায় আমরা বেশিরভাগ আম চাষিরা ক্ষতির মুখে পড়েছি। তারপরও যে পরিমাণ আম ছিল বেশিভাগ গতকালের ঝড়ে পড়ে গেছে,এ বছরে আমরা অনেক বড় ক্ষতির সম্মুখীন হব বলে মনে করি।


কলা চাষি আলতাফ হোসেন বলেন, গতকালের ঝড়ে আমার কলাবাগানে বেশিরভাগ কলা সহ গাছগুলো ভেঙে পড়ে গেছে। এই ঝড়ের কারণে অনেক টাকা ক্ষতির হয়ে গেছে আমার।


উপজেলার বিভিন্ন এলাকা সরেজমিনে ঘুরে দেখা যায়, আম লিচু কলার পাশাপাশি ভুট্টা ও ধানের সহ সকল ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।


উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী সরকার বলেন, আজ (২৮ মে) সকাল থেকেই আমাদের কর্মীরা মাঠ পর্যায়ে ক্ষয়ক্ষতির পরিমাণ পর্যালোচনা করছেন এবং এই ক্ষতি থেকে কিভাবে উঠে আসা যায় সেই জন্য কৃষকদের বিভিন্ন পরামর্শ দিচ্ছেন।

মঙ্গলবার, ২৮ মে, ২০২৪

বাগাতিপাড়ার দয়ারামপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

বাগাতিপাড়ার দয়ারামপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা


রিয়াজুল ইসলাম রিয়াজ জেলা,প্রতিনিধি নাটোর: নাটোরের বাগাতিপাড়া উপজেলার ৪নং দয়ারামপুর ইউনিয়ন পরিষদের ২০২৪-২০২৫ অর্থ বছরে ১ কোটি ১৮ লাখ ৪৭ হাজার ১শত ১৬ টাকার উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে।মঙ্গলবার (২৮ মে) সকালে দয়ারামপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এই বাজেট পেশ করেন ইউপি সচিব অনুপ কুমার সরকার। বাজেটপূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন চেয়ারম্যান মাহাবুর ইসলাম মিঠু। প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বচন অফিসার ফাতেমা খাতুন ও উপজেলা প্রেসক্লাব’র সদস্য মুক্তার হোসেন। উল্লেখ্য, বাজেটে আয় ধরা হয়েছে ১ কোটি ১৮ লাখ ৪৭ হাজার ১শত ১৬ টাকার এবং ব্যয় ধরা হয়েছে ১ কোটি ১৭ লাখ ৮৫ হাজার ৫শত টাকা।এ অনুষ্ঠানে ইউপি সদস্য, সংরক্ষিত মহিলা সদস্য, শিক্ষক,সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

কুড়িগ্রাম এর বিচার বিভাগের পক্ষ থেকেও সম্মানিত হলেন স্বাধীনতা ও একুশে পদকপ্রাপ্ত এস.এম.আব্রাহাম লিংকন

কুড়িগ্রাম এর বিচার বিভাগের পক্ষ থেকেও সম্মানিত হলেন স্বাধীনতা ও একুশে পদকপ্রাপ্ত এস.এম.আব্রাহাম লিংকন


সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম  : কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ মো: আলমগীর কবির এর চেম্বারে মঙ্গলবার সকালে বিচার বিভাগের পক্ষে আনুষ্ঠানিক ভাবে ফুল ও ক্রেস্ট প্রদান করে সম্মান জানানো হয় স্বাধীনতা পদকে ভূষিত অ্যাডভোকেট এস এম আব্রাহাম লিংকনকে। দেশে তিনি একমাত্র আইনজীবী যিনি একই সঙ্গে একুশে পদ ও স্বাধীনতা পদকে ভূষিত হন। তিনি ২০২২ সালে একুশে পদ লাভ করেন এবং ২০২৪ সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন।  


 সম্মাননা প্রদান অনুষ্ঠানে  উপস্হিত ছিলেন বিভাগের কর্মকর্তা ও জেলা আইনজীবী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক বিজ্ঞ জিপি, স্পেশাল পিপি।


 শুভেচ্ছা  জানান জেলা ও দায়রা জজ মোঃ আলমগীর কবির, নারী ও শিশু ট্রাইবুনালের বিচারক জেলা জজ এস এম নূরল ইসলাম, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আলমগীর কবির শিপন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ আব্দুস সালাম, যুগ্ম জেলা জজ হাবিবুর রহমান,  জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খুরশীদ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুল ইসলাম প্রমুখ । তাঁরা প্রত্যেকেই আব্রাহাম লিংকনের এ অর্জনকে সমগ্র আইনাঙ্গনের প্রাপ্তি বল উল্লেখ করেন। তারা বলেন এ অর্জনের মাধ্যমে আইনাঙ্গনের মর্যাদা বৃদ্ধি হয়েছে উজ্জ্বল হয়েছে। 



স্বাধীনতা ও একুশে পদকপ্রাপ্ত আইনজীবী এস. এম. আব্রাহাম লিংকন ব্যক্তিগত অনুভূতি ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন - একুশে পদক ও স্বাধীনতা পুরস্কারের মতন রাষ্ট্রিয় সর্বোচ্চ সম্মান আমাকে দেয়া হলেও এর মালিকানা জনগণ ও জনপদের। তিনি বলেন আমার কাজগুলোতে ছায়ার মতন আইনজীবীরা ও বিচার বিভাগের সম্মানিত বিচারক মণ্ডলি পাশে ছিলেন। সেটির জন্য তিনি তাঁদেরকে কৃতজ্ঞতা জানান। 


বার ও বেঞ্চের মধ্যে সৌহার্দ্য যাতে বজায় থাকে সে বিষয়ে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। 


উল্লেখ্য গত ২২ মে কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতি আয়োজিত সংর্বধনা অনুষ্ঠানে মাননীয় প্রধান বিচারপতি ওবায়দুল হাসান অ্যাডভোকেট আব্রাহাম লিংকনকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এবং প্রধান বিচারপতির পক্ষ থেকে ক্রেস্ট দিয়ে সম্মানিত করেন।

ঠাকুরগাঁওয়ে প্রেমিকা ধর্ষনের ঘটনায় মামলা --প্রেমিক গ্রেফতার ।

ঠাকুরগাঁওয়ে প্রেমিকা ধর্ষনের ঘটনায় মামলা --প্রেমিক গ্রেফতার ।

 


মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে এক প্রেমিকা (১৮+)’কে বিয়ের প্রেলোভনে একাধিকবার ধর্ষনের অভিযোগে মামলা দায়ের করা হয় । ২৭ মে সোমবার বিকালে প্রেমিকা মো: আহসান হাবিব ওরফে বাবু (২০) কে আসামী করে ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা দায়ের করেন। 

মামলার বিবরণে জানা যায়, ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের রত্নাই গ্রামের ঐ প্রেমিকা পাশ্ববর্তী আমজানখোর ইউনিয়নের ধনিবস্তি গ্রামের এক শিক্ষকের নিকট প্রাইভেট পড়াকালীন বাবুর সাথে তার পরিচয় হয়। এক পর্যায়ে যাতায়াতের সময় প্রথমে উত্যক্ত করার সুবাধে উভয়ের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বিয়ের প্রলোভনে ঐ ছাত্রীকে বাবু একাধিকবার বিভিন্ন স্থানে নিয়ে জোরপূর্বক ধর্ষন করে। নগ্ন ছবি ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে পরবর্তিতে সে ঐ যুবতীকে বেশ কয়েকবার ধর্ষন করে। এ অবস্থায় গত ২৬ মে রোববার বাবু ঐ যুবতীতে বিয়ের কথা বলে বাড়ি থেকে বের হয়ে বালিয়াডাঙ্গী মোড়ে থাকতে বলে। পরে সে স্থান থেকে যুবতীকে নিয়ে ঠাকুুরগাঁও সদর উপজেলার শীবগঞ্জ ডিগ্রী কলেজের পেছনের জঙ্গলে নিয়ে যাওয়ার চেষ্টা করলে তার চিৎকারে আশপাশের মানুষজন এসে প্রেমিক যুগলকে আটক করে পুলিশে খবর দিলে পুলিশ তাদের থানায় নিয়ে যায়। পরবর্তিতে মো: আহসান হাবিব ওরফে বাবুকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করে। সে বালিয়াডাঙ্গী উপজেলার গ্রীণল্যান্ড পাড়া গ্রামের মো: পেয়ার আলীর ছেলে।

মেহেরপুরে পেনশন স্কীম শীর্ষক অবহিতকরণ সভা

মেহেরপুরে পেনশন স্কীম শীর্ষক অবহিতকরণ সভা

 


নিজস্ব প্রতিনিধি: মেহেরপুরে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর অধীন আউট অব স্কুল চিলড্রেন শিক্ষা কর্মসূচির কর্মকর্তা,সুপারভাইজার ও শিক্ষকদের সম্পৃক্তকরণের লক্ষ্যে সার্বজনীন পেনশন স্কীম শীর্ষক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মানব উন্নয়ন কেন্দ্র (মউক) এর বাস্তবায়নে ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহযোগিতায় মঙ্গলবার (২৮ মে) দুপুর ১২ টার দিকে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

অবহিতকরণ সভার সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইটি) মোঃ তানভীর হাসান রুমান।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শামীম হাসান।


আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন কর্মসূচির  জেলা প্রোগ্রাম  ম্যানেজার সাদ আহাম্মদের সঞ্চালনায় এসময় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমিন,জেলা তথ্য অফিসার  আব্দুল্লাহ আল মামুন, ইসলামিক ফাউন্ডেশনের  উপ-পরিচালক এ জে এম সিরাজুম মূনীম, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক শেখ মো সুরুজ্জামান, মানব উন্নয়ন কেন্দ্র (মউক) এর নির্বাহী প্রধান আসাদুজ্জামান সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।

রানীশংকৈলে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত

রানীশংকৈলে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত


 সুজন আলী, রানীশংকৈল প্রতিনিধি: শিশু বান্ধব শিক্ষা,স্মার্ট বাংলাদেশের দীক্ষা,এ প্রতিপাদ্য সামনে রেখে,৩দিন ব্যাপী,জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৪ ইং পালন উপলক্ষে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে ২৮শে মে ২০২৪ রোজ মঙ্গলবার বিকালে উপজেলা হলরুমে পুরস্কার বিতরণ,শিক্ষামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান,আলোচনার সভা, ৩দিন ব্যাপী জাতীয় প্রাথমিক সপ্তাহের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় |  উপজেলা শিক্ষা অফিসার  রাহিম উদ্দীনের সভাপতিত্বে সমাপনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার রাহিম উদ্দীন,সহকারি উপজেলা শিক্ষা অফিসার জাহিদ হোসেন ও সীমান্ত বসাক,প্রধান শিক্ষক কুশমত আলী, প্রধান শিক্ষক ধরনী প্রসাদ ও মেরিনা খাতুন,সহকারী শিক্ষক তৌহিদুল ইসলাম,অমল কুমার রায়, নীপা,কুলসুমা বেগম | এছাড়াও অনুষ্ঠানে প্রধান শিক্ষকগন সহ শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  | শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়| অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার জাহিদ হোসেন |

ঘূর্ণিঝড় রিমালের ধ্বংসযজ্ঞে ভোলা  নিহত ৪

ঘূর্ণিঝড় রিমালের ধ্বংসযজ্ঞে ভোলা নিহত ৪

 


আব্দুর রহমান ভোলা প্রতিনিধি: বঙ্গোপসাগরের সৃষ্ট ঘূর্ণিঝড় রিমাল সারা দেশে ধ্বংস-যজ্ঞ সৃষ্টি করে, ক্ষতিগ্রস্ত হয় হাজারো জনপদ লোকালয়ের পর লোকাল,

ঘূর্ণিঝড় রিমালের আগাতে ভোলার বিভিন্ন জনপদ ব্যাপক  ক্ষতিগ্রস্ত হয়, পানি বৃদ্ধি পেয়ে জোয়ারের প্রচন্ডতায় ভেসে যায়  অসংখ্য গবাদি পশু, হাঁস - মুরগি এবং অতি যত্নে পালিত মাছ, ভেসে গেছে হাজার ঘরবাড়ি।ঘূর্ণিঝড়ের ভয়াল প্রলয়ে গাছ চাপা পড়ে গাছের ডাল ভেঙ্গে পরে অসংখ্য লোক ক্ষতিগ্রস্ত হন, অসংখ্য লোক হারিয়েছেন  প্রাণ।

 ঘূর্ণিঝড় রিয়ালের প্রলয়কারী ধ্বংস জেগে এরই মধ্যে ভোলায় ঝড়ে যায় ৪ টি তাজা প্রাণ। বোরহান উদ্দিন ৬ নং ওয়ার্ড বাথানবাড়ি গ্রামের পঞ্চায়েত বাড়ির জাহাঙ্গীর পাঞ্চায়েত (৪৮) গাছের ডাল ভেঙ্গে পড়ে বাজেরে ভিতরে ঢুকে মারাযান,

লালমোহন থানার পশ্চিম চর উমেদ ৭ নং ওয়ার্ডের বাসিন্দা মনেজা খাতুন (৫০) নামে একজনের গাছের চাপায় পড়ে মৃত্যু হয়, দৌলতখান উপজেলার দৌলতখান পৌরসভার 2 নং ওয়ার্ডে গাছ উপড়ে পড়ে ঘরের ভিতরে চাপায় পড়ে মাইশা নামে চার বছরের ১ শিশুর মৃত্যু হয়।

ডোমার উপজেলা পরিষদের নবনির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

ডোমার উপজেলা পরিষদের নবনির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

 


সাহিদুল ইসলাম, নীলফামারী প্রতিনিধিঃ ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ এর প্রথম ধাপে অনুষ্ঠিত নীলফামারীর ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান পদে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮শে মে) সকাল ১১টায় রংপুর বিভাগীয় সদর দপ্তরে বিভাগীয় কমিশনার জাকির হোসেন গোটা বিভাগের প্রথম ধাপে ১৯ উপজেলার ৫৭ জন নির্বাচিত জনপ্রতিনিধিকে শপথ বাক্য পাঠ করান।


ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে ফার্মাসিস্ট সরকার ফারহানা আখতার সুমি, ভাইস-চেয়ারম্যান হিসেবে দিলীপ কুমার মুখোপাধ্যায় ও সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান হিসেবে মোছাঃ ফেরদৌসি বেগম শপথ গ্রহণ করেন। তারা গত ৮ই মে অনুষ্ঠিত নির্বাচনে ব্যালট যুদ্ধের মাধ্যমে নির্বাচিত হয়েছিলেন।


শপথ গ্রহণের পর ডোমারের প্রথম নারী চেয়ারম্যান ফার্মাসিস্ট সরকার ফারহানা আখতার সুমি তার অভিব্যক্তি প্রকাশ করে বলেন, আমার জনগণ আমাকে নির্বাচিত করে পবিত্র দায়িত্ব প্রদান করেছেন। আমি আমার যথাসাধ্য চেষ্টা করে ডোমারবাসীর উন্নয়নে কাজ করবো। ডোমার উপজেলা মডেল ও স্মার্ট উপজেলায় গড়ে তোলা আমার লক্ষ্য। শত প্রতিকূলতার মাধ্যমে আমাকে নির্বাচিত করায় ডোমার উপজেলার সকল সাধারণ ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানাই।


উল্লেখ্য, গত ৮ই মে (বুধবার) অনুষ্ঠিত ডোমার উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে ৩১ হাজার ৪২১ ভোট পেয়ে টেলিফোন প্রতীকের ফার্মাসিস্ট সরকার ফারহানা আখতার সুমি, ভাইস-চেয়ারম্যান পদে ২২ হাজার ১৩৩ ভোট পেয়ে টিউবওয়েল প্রতীকের দিলীপ কুমার মুখোপাধ্যায় ও সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৩৭ হাজার ৫৭৮ ভোট পেয়ে প্রজাপতি প্রতীকের মোছাঃ ফেরদৌসি বেগম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।


প্রসঙ্গতঃ গত ২০১৯ সালে ডোমার উপজেলা পরিষদের ৫ম সাধারণ নির্বাচনে বিজয়ী হয়ে চেয়ারম্যান হিসেবে তোফায়েল আহমেদ, ভাইস-চেয়ারম্যান পদে মোঃ আব্দুল মালেক সরকার ও সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান পদে বেগম রৌশন কানিজ দায়িত্ব পালন করেছিলেন।

সোমবার, ২৭ মে, ২০২৪

ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার - মাদক উদ্ধার !

ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার - মাদক উদ্ধার !


মজিবর রহমান শেখ, ঠাকু রগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলা পুলিশের অভিযানে বিভিন্ন থানা এলাকায় ৫৮০ গ্রাম শুকনো গাজা, ৮০ পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেট উদ্ধারসহ ৬ জনকে গ্রেফতার করা হয়। ২৭ মে সোমবার ঠাকুরগাঁও জেলা পুলিশ উল্লেখিত বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে।

প্রতিবেদনে ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক জানান, গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন থানা পুলিশের পৃথক অভিযানে মদকদ্রব্যসহ ৬ জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ সালন্দর ইউনিয়নের গড়েয়া রোডস্থ ঠাকুরগাঁও হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের মেইন গেটের সামনে অভিযান চালায়। এ সময় ১০৫ গ্রাম শুকনো গাঁজাসহ পৌর শহরের পূর্ব হাজীপাড়া মহল্লার মৃত মকলেছুর রহমান ওরফে মোখলেছুরের ছেলে মো: মাসুদ ওরফে মাসুম (৩১) কে গ্রেফতার করে। একই সাথে সদর উপজেলার চিলারং ইউনিয়নের বুড়িরবাঁধ এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় সদর উপজেলার রুহিয়া থানার গঞ্জুরবাড়ী গ্রামের সাগর আলীর ছেলে মো: সারোয়ার হোসেন ওরফে ঝুলু (২৮) কে ১৫৫ গ্রাম শুকনো গাঁজা সহ গ্রেফতার করা হয়। এছাড়াও ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ ছিলাছাপা গ্রামস্থ লোহাগাড়া থেকে পীরগঞ্জ গামী রাস্তার উপর থেকে ৪ বোতল ফেনসিডিল ও ২০ পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেট সহ মো: মমতাজ আলী (৪০) কে গ্রেফতার করে। সে ঐ উপজেলার ঘোড়াধাপ (গুচ্ছগ্রাম) গ্রামের মৃত এরশাদ আলীর ছেলে। একই দিনে রানীশংকৈল থানা পুলিশ নেকমরদ ভবানন্দপুর (টাওয়ার পাড়া) এলাকা থেকে ২শ গ্রাম শুকনো গাঁজাসহ মো: হুমায়ুন কবির (৪২) কে গ্রেফতার করে। সে বালিয়াডাঙ্গী উপজেলার গোয়াকারী গ্রামের মৃত আনিসুর রহমানের ছেলে। একই সাথে পীরগঞ্জ থানা পুলিশ পীরগঞ্জ হতে ঠাকুরগাঁওগামী পীরগঞ্জ সরকারী কলেজ সংলগ্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় উপজেলার ভেলাতৈড় গ্রামের মো: হাফিজ উদ্দীনের ছেলে মো: দুলাল হোসেন (২৫) কে ৬০পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। অপরদিকে রুহিয়া থানা পুলিশ রুহিয়া পশ্চিম ইউনিয়নের রামনাথ বাজারে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ১২০ গ্রাম শুকনো গাঁজা সহ রিপন বর্মন (২২) কে গ্রেফতার করা হয়। সে পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার মোলানী (ধামাপাড়া গ্রামের বাগ্যনাথের ছেলে। পৃথক ৬টি ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়। 

সাতক্ষীরায় ব্যাপক তান্ডব চালিয়েছে রেমাল,ঢাল হয়ে লড়ল সুন্দরবন

সাতক্ষীরায় ব্যাপক তান্ডব চালিয়েছে রেমাল,ঢাল হয়ে লড়ল সুন্দরবন

খলিলুর রহমান,সাতক্ষীরা : সাতক্ষীরার উপকূল এলাকায় ব্যাপক তান্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় রেমাল। এদিকে, এবারও ঢাল হয়ে খুলনা অঞ্চলকে ভয়ানক ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করেছে সুন্দরবন। বাতাসের গতিবেগ অনেকটাই কমিয়ে দিয়েছে এই বন। তবে উপকূলীয় এলাকার নদ -নদী এখনো উত্তাল রয়েছে।

ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে সাতক্ষীরার শ্যামনগর উপকূলের ৫৪১টি কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এর মধ্যে আংশিক নষ্ট হয়েছে ৪৪৮টি এবং সম্পূর্ণ নষ্ট হয়েছে ৯৩টি ঘরবাড়ি। এছাড়া প্রায় ২শ হেক্টর মৎস্য ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সোমবার (২৭ মে) দুপুরে শ্যামনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, উপকূলীয় এলাকায় মোবাইল নেটওয়ার্কে কাজ করছে না। এজন্য সবার সাথে যোগাযোগ করা যাচ্ছে না। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির একটা তালিকা করা হয়েছে। তবে তা পূর্ণাঙ্গ নয়।

এদিকে, উপজেলা সামাজিক বন বিভাগ জানিয়েছে, ঘূর্ণিঝড় রিমালে প্রায় সাড়ে ৪ হাজার গাছগাছালি উপড়ে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

অপরদিকে, সাতক্ষীরা জেলাব্যাপী এখনো ভারী বৃষ্টিপাত হচ্ছে। সাথে দমকা হাওয়া বইছে। জেলার ২২ লাখ মানুষ প্রায় ১৮ ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন আছেন।

ঘূর্ণিঝড় রেমাল জেলাজুড়ে ব্যাপক তান্ডব চালিয়েছে। অনেক গাছপালা উপড়ে গেছে। জোয়ারে মাছের ঘের ভেসে গেছে। তবে সুন্দরবনের এবারও রক্ষা করেছে। বাতাসের গতিবেগ অনেক কমিয়ে দিয়েছে।

বর্তমানে ঝোড়ো হাওয়ার গতিবেগ কমেছে। ঘূর্ণিঝড় রিমাল দুর্বল হয়েছে কিছুটা।

শ্যামনগরের সুলতান শাহজাহান বলেন, ঘূর্ণিঝড় রেমাল সাতক্ষীরা উপকূলে ব্যাপক তান্ডব চালিয়েছে। অনেক গাছগাছালি উপড়ে চলাচলের পথ বন্ধ হয়ে গেছে। এখনো গুঁড়িগুঁড়ি বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া বয়ে চলছে। নদ-নদীগুলো এখনও উত্তাল। জোয়ারের পানি এখনও কমেনি।

ঘূর্ণিঝড় ‘রেমাল’ মোকাবিলায় সাতক্ষীরায় দুর্গত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বিজিবি।বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় আপদকালীন মুহুর্তে বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য সাতক্ষীরার শ্যামনগরের উপকূলীয় এলাকায় ৩ প্লাটুন বিজিবি সদস্য প্রস্তুত রাখা হয়।

সাতক্ষীরার নীলডুমুরস্থ বিজিবি ১৭ ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মাদ সানবীর হাসান মজুমদার বিষয়টি নিশ্চিত করেন।

জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদ্বোধনীতে বক্তব্যে বলেন -স্মার্ট বাংলাদেশ গড়তে হলে, স্মার্ট শিক্ষক হতে হবে

জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদ্বোধনীতে বক্তব্যে বলেন -স্মার্ট বাংলাদেশ গড়তে হলে, স্মার্ট শিক্ষক হতে হবে

 


মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও-২ আসনের সাংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজন বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ গড়বেন, স্মার্ট নাগরিক হবে, শিক্ষকদেরকে ও স্মার্ট হতে হবে। বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হত না। ছাত্রছাত্রীদের মাঝে পড়াশুনার পাশাপাশি স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরার জন্য শিক্ষকদের প্রতি আহবান জানান।

তিনি সোমবার (২৭ মে) বিকালে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ সভাকক্ষে বালিয়াডাঙ্গী উপজেলা শিক্ষা অফিস এর আয়োজনে “শিশু বান্ধব শিক্ষা, স্মার্ট বাংলাদেশের দীক্ষা” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে এ কথা বলেন। শিক্ষা সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ আফছানা কাওছার এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বালিয়াডাঙ্গী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলী শাহরীয়ার, বালিয়াডাঙ্গী উপজেলা শিক্ষা অফিসার অতুল কুমার, বালিয়াডাঙ্গী উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মোঃ নাসিরুল ইসলাম, বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো: জুলফিকার আলী, সাংবাদিক রমজান আলী, রাজিউর রহমান রাজু , আব্দুস সবুর, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো: রফিকুল ইসলাম, প্রধান শিক্ষকদের মধ্যে বজলুর রহমান, আবু সালেহ প্রমুখ।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জৈন্তিয়া কেন্দ্রীয় পরিষদের বৃক্ষরোপন

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জৈন্তিয়া কেন্দ্রীয় পরিষদের বৃক্ষরোপন


বিলালুর রহমান সিলেট জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি : বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জৈন্তিয়া কেন্দ্রীয় পরিষদের উদ্যােগে বৃহত্তর জৈন্তিয়ার ৪ উপজেলায় বৃক্ষরোপন কর্মসুচি পালন করা হয়েছে। 

কর্মসুচির অংশ হিসাবে জৈন্তাপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি দপ্তরের অঙ্গিনায়  বৃক্ষরোপন ও বিতরণ করা হয়। (২৭ মে-২০২৪ খ্রি:) সোমবার সকালে জৈন্তাপুর বিয়াম ডা: কুদরত উল্লাহ স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে বৃক্ষরোপন কর্মসুচির উদ্বোধন করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালিক রুমাইয়া।

এসময় উপস্থিত ছিলেন জৈন্তিয়া কেন্দ্রীয় পরিষদের সভাপতি গিয়াস আহমদ, সিলেট প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি আব্দুল হান্নান, বিয়াম ডা: কুদরত উল্লাহ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ান বিলাল, জৈন্তিয়া কেন্দ্রীয় পরিষদের সহ-সভাপতি কামাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যাংকার জাকারিয়া আলম, সদস্য ডা: নাজমুল ইসলাম, জৈন্তাপুর প্রেসক্লাব সহ-সভাপতি সেলিম আহমদ, সাধারণ সম্পাদক শাহজাহান কবির খান, অর্থ সম্পাদক মীর মো: শােয়েব আহমদ। 

জৈন্তাপুর উপজেলায় অন্তত ৭শত বৃক্ষের চারা রোপন ও বিতরণ করা হয়েছে।

রবিবার, ২৬ মে, ২০২৪

জনতার ভালবাসার ভাইস চেয়ারম্যান বিজয়ের মালা নিয়ে ছুটে চলেছেন ভোটারদের দোয়ারে দোয়ারে

জনতার ভালবাসার ভাইস চেয়ারম্যান বিজয়ের মালা নিয়ে ছুটে চলেছেন ভোটারদের দোয়ারে দোয়ারে


তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি: তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে হাজারো জনতার ভালোবাসা নিয়ে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম সুবেদার গনী তালুকদারের দ্বিতীয় সন্তান আলমগীর খোকন। 


উল্লেখ্য ২১ মে অনুষ্ঠিতব্য তাহিরপুর উপজেলা পরিষদ  নির্বাচনে খেটে খাওয়া মানুষের ভালবাসা নিয়ে ৩৯৫৩০ ভোট পেয়ে চশমা প্রতিকের প্রার্থী  আলমগীর খোকন ভাইস চেয়ারম্যান পদে  বীজয়ী হন, তার নিকটতম প্রার্থী রিয়াজ উদ্দিন খন্দকার লিটন ১৬৮৮২ ভোট পেয়ে পরাজিত হন। 


তৃণমূল থেকে বেড়ে ওটা রাজনৈতিক ব্যাক্তিত্ব আলমগীর খোকন বিশাল ভোটে বিজয়ের পর থেকেই দিন রাত মানুষের দোয়ারে দোয়ারে ছুটে চলেছেন, হাওরাঞ্চলের এপার থেকে ওপারে প্রচন্ড রুদ্রকে উপেক্ষা করে মানুষের ভালবাসায় সিক্ত হচ্ছেন এই ভাইস চেয়ারম্যান। 


বিশিষ্ট সমাজ সেবক সানজব উস্তার বলেন, আমার ৫০ বছরের জীবনে এত বিশাল ভোটের ব্যাবধানে নির্বাচিত জনপ্রতিনিধি কখনো দেখিনি, নির্বাচনের শুরু থেকে শেষ পর্যন্ত নিঃস্বার্থ ভাবে মানুষ থাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। আমার বিশ্বাস হাওরাঞ্চলের মানুষ নতুন প্রজন্মের একজন সৎ আদর্শবান কর্মট পরিশ্রমী নেতাকে তারা বেছে নিয়েছে। আমি আস্তা রেখে বলতে চাই অতিতে যেভাবে মানুষের সুখে দুঃখে পাশে ছিলেন ভবিষ্যতেও মানুষের যে কোন প্রয়োজনে আলমগীর খোকন কে কাছে পাবেন।আমি তার নতুন জীবনের উজ্জ্বল ভবিষ্যত কামনা করছি। 


ভাইস চেয়ারম্যান আলমগীর খোকন বলেন, এই বিজয় জনতার বিজয়, এই বিজয় খেটে খাওয়া মানুষের বিজয়,এই বিজয় অবহেলিত তাহিরপুর কে সামনের দিকে এগিয়ে নেওয়ার বিজয়।এই বিশাল বিজয় আমি আপামর জনতাকে উৎস্বর্গ করলাম।আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি অতিতে যেভাবে আপনাদের পাশে ছিলাম ভবিষ্যতেও আমি আপনাদের পাশে থেকে সেবা করে যাবো ইনশাআল্লাহ। আপনারা যে কোন প্রয়োজনে  যে কোন সময় আমার কাছে আসবেন আমি আপনাদের সেবা দেওয়ার চেষ্টা করবো।আমি আপনাদের সন্তান আপনাদের ভালবাসা নিয়ে বেচে থাকতে চাই সারাজীবন।

পুঠিয়ায় বেড়েছে তালের চাহিদা

পুঠিয়ায় বেড়েছে তালের চাহিদা

 


মিজানুর রহমান,উপজেলা প্রতিনিধি: গরমে একটু স্বস্তি পেতে রাস্তার পাশে বিক্রি হওয়া রসালো এই ফলের স্বাদ নিচ্ছেন অনেকেই, কবি খান মুহাম্মদ মঈনুদ্দীনের লেখা 'ঐ দেখা যায় তালগাছ, ঐ আমাদের গাঁ, ঐখানেতে বাস করে কানাবগির ছা'-এই ছড়ার মতো ছোটবেলা থেকেই সবার কাছে তালের পরিচিতি রয়েছে।

শনিবার সরেজমিন পুঠিয়ায় ঘুরে দেখা গেছে রাস্তার পাশে তাল বিক্রেতারা ব্যস্ত সময় পার করছেন। তালের শাঁস কেনার জন্য ক্রেতারাও দোকানের সামনে দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন। একটি তালের ভেতরে ২ থেকে ৩ চোখ বা শাঁস রয়েছে।

তাল কিনতে আসা শাঁস রনি আলী ক্রেতার সঙ্গে অনেক দর কষাকষি করে ১০০ টাকা দিয়ে ৫টি তাল কিনেছেন তিনি, তালের দাম কত তা জানতে চাইলে তিনি বলেন, গত বছর একটি তাল ১০ টাকা দিয়ে কিনেছি, এ বছর ২০ টাকা করে কিনলাম তাও আকারে ছোট।

 তিনি আরও বলেন, আমরা ছোটবেলায় গাছ থেকে তাল পেড়ে খেয়েছি,আমাদের বাচ্চারা তো গ্রামে যেতে পারে না, তাই দাম বেশি হলেও তাদের জন্য প্রতি বছর তাল কিনতে হয়।

হোসেন গাজী বলেন,গত বছর আমরা একটি তাল ৪ থেকে ৬ টাকায় কিনেছি,এ বছর সেই তাল ১২ থেকে ১৫ টাকা করে কিনতে হচ্ছে,গাড়ি ভাড়া বেশি হওয়ায় এ বছর তালের দাম একটু বেশি। 

তালের দোকানে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে আছেন নাজিমউদ্দীন মাস্টার,একটি তাল ২০ টাকা দিয়ে কিনে দোকানের সামনেই তৃপ্তি সহকারে খাচ্ছেন তিনি।


 তালের দাম নিয়ে তিনি বলেন, সব জিনিসের দামই বেড়ে গেছে,একটি শাঁসের দাম ১০ টাকা, তাই আস্ত একটি তাল কিনলাম তিনটি শাঁস পেলাম,এই গরমে ডাবের চাইতে তালের শাঁস খেতে অনেক ভালো লাগে। তাই দাম বেশি হলেও তালের শাঁস খাইতে মন চায়।

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে মলম ও অজ্ঞান পার্টির ৩ সদস্য আটক ।

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে মলম ও অজ্ঞান পার্টির ৩ সদস্য আটক ।

 


মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার মোড়লহাট ছোপড়া গ্রামে চেতনা নাশক ঔষুধ সহ ঠাকুরগাঁও আন্ত: জেলার মলম ও অজ্ঞান পার্টির ৩ জন সদস্যকে পুলিশ গ্রেফতার করেছে। সম্প্রতি গত ২৪ মে

শুক্রবার রাতে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের মোড়লহাট ছোপড়া গ্রাম এলাকায় আবু সায়েদের হোটেল হতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মাদকবিরোধী অভিযানে ঠাকুরগাঁও আন্ত: জেলার মলম ও অজ্ঞান পার্টির ৩ সদস্যকে পুলিশ গ্রেফতার করেছে। 

গ্রেফতারকৃতরা হলেন পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার বলরামপুর গ্রামের মৃত আছিল উদ্দীনের ছেলে মো: জামিরুল ইসলাম (৩৮), একই গ্রামের নুর ইসলামের ছেলে মো: আব্দুর রাজ্জাক (২৮), বালিয়াডাঙ্গী উপজেলার সনগাঁও গ্রামের আমিনুল ইসলামের ছেলে মো: ফারুক হোসেন (৩৩)। পুলিশ তাদেরকে আটক করে পরিহিত পেন্ট হইতে তল্লাশি চালিয়ে চেতনানাশক ঔষুধ উদ্ধার করে। আটককৃতদের নামে ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারী সহ বিভিন্ন এলাকায় অসংখ্য মামলা রয়েছে। বালিয়াডাঙ্গী থানার ওসি ফিরোজ কবির জানান, আটককৃতরা ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামার সহ বিভিন্ন জেলার বাসাবাড়ীতে মানুষকে অজ্ঞান করে থাকে। তাদের বিরুদ্ধে বিভিন্ন জেলায় মামলা রয়েছে। পুলিশ  সম্প্রতি গত ২৫ মে শনিবার আটককৃতদের ঠাকুরগাঁও জেল হাজতে প্রেরণ করেছেন।

ঠাকুরগাঁওয়ে শিশুর পুরুষাঙ্গে ইট বেঁধে ভিডিও, ৩ কিশোর আটক ।

ঠাকুরগাঁওয়ে শিশুর পুরুষাঙ্গে ইট বেঁধে ভিডিও, ৩ কিশোর আটক ।


মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলায় পূর্ব গোয়ালপাড়ায় ৮ বছরের শিশুকে জোর করে মুখে সিগারেট ঢুকিয়ে দেওয়া ও পুরুষাঙ্গের সঙ্গে ইট বেঁধে ভিডিও ধারণের ঘটনায় ৩ জনকে হেফাজতে নিয়েছে পুলিশ। সম্প্রতি গত ২৫ মে শনিবার শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এর আগে (শনিবার ২৫ মে ) ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ৪ থেকে ৫ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ জানায়, আসামিরা কিশোর গ্যাংয়ের সদস্য এবং সবাই অপ্রাপ্তবয়স্ক। মামলার বিবরণে জানা যায়, ভুক্তভোগী শিশু পৌর শহরের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। ১৯ মে সে বিদ্যালয়ের মাঠে খেলা করছিল। এ সময় অভিযুক্তরা ঐ শিশুকে বিদ্যালয়ের মাঠ থেকে পাশের ফাঁকা একটি স্থানে নিয়ে গিয়ে উত্ত্যক্ত করে। তারা মারধর করে শিশুটির মুখে সিগারেট ঢুকিয়ে দেয়। একপর্যায়ে শিশুটি বাড়ি চলে যেতে চাইলে কিশোর গ্যাংয়ের সদস্যরা তার প্যান্ট খুলে শিশুটির পুরুষাঙ্গের সঙ্গে ইট ঝুলিয়ে দেয়। এ সময় তারা মোবাইল ফোনে ভিডিও ধারণ করে। আশপাশের মানুষজন বিষয়টি বুঝতে পারলে গ্যাংয়ের সদস্যরা সেখান থেকে চলে যায়। পরে এ ঘটনাটি শিশুটি তার পরিবারকে জানালে কিশোর গ্যাংয়ের সদস্যরা বিচার-মীমাংসার জন্য প্রস্তাব দিলে বৈঠকের সিদ্ধান্ত হয়। পরবর্তী সময় বৈঠকে আসা মানুষজনের ওপরে চড়াও হয়ে কিশোর গ্যাংয়ের সদস্যরা মারধর করে বেশ কয়েকজনকে আহত করে। 

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম ফিরোজ ওয়াহিদ  সাংবাদিকদেরকে বলেন, ‘মামলা হওয়ার পর ৩ আসামিকে গ্রেপ্তারের পর আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

কাজী নজরুল ইসলা‌মের জন্মবা‌র্ষিকীতে আ‌লোচনা সভা- ডিসি কামরুল আহসান

কাজী নজরুল ইসলা‌মের জন্মবা‌র্ষিকীতে আ‌লোচনা সভা- ডিসি কামরুল আহসান

 


আরিফুজ্জামান চাকলাদার: জাতীয় ক‌বি কাজী নজরুল ইসলা‌মের ১২৫তম জন্মবা‌র্ষিকী উপল‌ক্ষে আ‌য়ো‌জিত আ‌লোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৫ মে) সন্ধ্যায় ফরিদপুর শিশু একাডেমির মিলনায়তনে জেলা প্রশাসনের উ‌দ্যো‌গে এবং শিশু একাডেমি ও শিল্পকলা একাডেমির সহযোগিতায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আ‌য়োজন করা হয়।


আলোচনা সভায় বক্তারা  বলেন, কাজী নজরুল ইসলাম চির প্রেমের কবি। যৌবনের দূত। তিনি প্রেম নিয়েছিলেন, প্রেম চেয়েছিলেন।


বক্তরা আরো বলেন,‘গা‌হি সাম্যের গান, মানু‌ষের চে‌য়ে নহে কিছু বড়, ন‌হে কিছু ম‌হিয়ান’ এ ক‌বিতাংশ দি‌য়েই তি‌নি যে মানবতাবাদী তা বু‌ঝি‌য়ে‌ছেন। সাম‌্যবাদী মহান হৃদ‌য়ের অ‌ধিকারী জাতীয় ক‌বি কাজী নজরুল ইসলাম তাঁর লেখ‌নি ও সা‌হিত্যে কর্ম দি‌য়ে মানু‌ষের জয়গান গে‌য়ে‌ছেন। বাংলা সা‌হি‌ত্যের জগ‌তে তিনি স্বম‌হিমায় চির জাগ্রত থাক‌বেন। আমরা যত বে‌শি বে‌শি নজরুল চর্চা করব। ততই তাঁ‌কে চিন‌তে পারব। আমা‌দের সকল সত্বায় ‌তি‌নি অমর হ‌য়ে রই‌বেন।"


আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার। ফ‌রিদপু‌রের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়াছিন কবীরের সভাপতিত্বে অন‌্যদের ম‌ধ্যে বক্তব‌্য দেন অ‌তি‌রিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, অধ‌্যাপক মোহাম্মদ শাজাহান প্রমুখ।

মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা

মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা

 


মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন পরিষদের ২০২৪-২০২৫ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে।

রবিবার (২৬ মে) দুপুরের দিকে বুড়িপোতা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ২০২৪-২০২৫ অর্থবছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়।

বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহাজামানের সভাপতিত্বে বুড়িপোতা ইউনিয়নের সচিব সানোয়ার হোসেন সানু ২০২৪-২০২৫ অর্থবছরের ১ কোটি ৩১ লক্ষ ৪৩’ হাজার টাকার উন্মুক্ত বাজেট ঘোষনা করেন।

উন্মুক্ত বাজেট সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বুড়িপোতা ইউনিয়নের সচিব সানোয়ার হোসেন সানু, ইউপি সদস্য সার্থক আলী,সাবেক সদস্য এস এম আলমগীর,সানোয়ার হোসেন, আহসান হাবীব জিলা,আব্বাস উদ্দীন,শরিফ উদ্দীন নিকুল, আনিছুর রহমান, মাবুদ হাসান প্রমুখ।

ঘূর্ণিঝড় রেমাল’আশ্রয় কেন্দ্রে যাওয়ার পথে বৃদ্ধের মৃত্যু

ঘূর্ণিঝড় রেমাল’আশ্রয় কেন্দ্রে যাওয়ার পথে বৃদ্ধের মৃত্যু

 


খলিলুর রহমান,সাতক্ষীরা : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের নাপিতখালী আশ্রয় কেন্দ্রে যাওয়ার পথে শওকাত মোড়ল (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যুর খবর পাওয়া গেছে। শওকাত মোড়ল শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের নাপিতখালী গ্রামের মৃত নরিম মোড়লের ছেলে।

শওকাত মোড়লের পুত্রবধূ আছমা খাতুন জানান, রোববার (২৬ মে) সন্ধ্যার দিকে তার শ্বশুর শওকাত মোড়ল স্ত্রীকে নিয়ে নাপিতখালী আশ্রয় কেন্দ্রে যাবার পথে রাস্তায় পড়ে গিয়ে মৃত্যুবরণ করেন।

গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি.এম মাসুদুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘রেমাল’ ক্রমেই উপকূলের দিকে এগিয়ে আসছে। এর প্রভাবে উত্তাল হয়ে উঠেছে সাতক্ষীরার শ্যামনগর উপকূলের বিভিন্ন নদ-নদী। নদীতে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় প্রবল ঢেউ আচড়ে পড়ছে জরাজীর্ণ বেড়িবাঁধের উপর। ফলে মানুষের মধ্যে বাড়ছে আতংক। উপকূল জুড়ে শুরু হয়েছে মাইকিং। ঘূর্ণিঝড়ের কবল থেকে জানমালের নিরাপত্তায় স্থানীয় মানুষকে আশ্রয় কেন্দ্রে আসার আহবান জানাচ্ছেন স্বেচ্ছাসেবকরা। শ্যামনগরের কপোতাক্ষ, খোলপেটুয়া, চুনা, কালিন্দিসহ স্থানীয় নদ-নদী পানিতে কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে।

পানি উন্নয়ন বোর্ডের সেকশন অফিসার (এসও) সাজ্জাদুর রহমান জানান, বর্তমানে উপকূলের নদ-নদীতে জোয়ার চলছে। স্বাভাবিকের তুলনায় বর্তমানে ২-৩ ফুট পানি বৃদ্ধি পেয়েছে। এজন্য কিছুটা ঝুঁকিও বেড়েছে। বেড়িবাঁধের ঝুকিপূর্ণ পয়েন্ট গুলো সংষ্কারের জন্য সকাল থেকে কাজ চলছে। যে কোন পরিস্থিতি মোকাবেলায় পর্যাপ্ত জিও ব্যাগ ও জিও রোল মজুদ রয়েছে। ফলে যে কোন পরিস্থি সামাল দেওয়া যাবে বলে মন্তব্য করেন তিনি।

শনিবার, ২৫ মে, ২০২৪

লালমোহনের ধলীগৌরনগর ইউপিতে মাকসুদুর রহমান জয়ী

লালমোহনের ধলীগৌরনগর ইউপিতে মাকসুদুর রহমান জয়ী


মুশফিক হাওলাদার, বিশেষ প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউপিতে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা চলে ভোটগ্রহণ। ভোটগ্রহণ শেষে রাতে উপজেলা পরিষদ হলরুমে ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা ইউসুফ হারুন।

ঘোষিত ফলাফলে ৬ হাজার ২৫২ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান হিসেবে জয়ী হয়েছেন চশমা প্রতীকের প্রার্থী মো. মাকসুদুর রহমান হাওলাদার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোটরসাইকেল প্রতীকের প্রার্থী হেদায়েতুল ইসলাম মিন্টু পেয়েছেন ৫ হাজার ৩৫৫ ভোট।

এছাড়া টেবিল ফ্যান প্রতীক নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন হোসেন সোহরাব উদ্দিন শাহ্ (হুমায়ুন)। তিনি পেয়েছেন ৪ হাজার ৬৬৭ ভোট। অন্যদিকে দুটি পাতা প্রতীক নিয়ে মো. জোবায়ের হোসেন নেহাল পেয়েছেন ১ হাজার ৯১৬ ভোট।

অপরদিকে, ঘোড়া প্রতীক নিয়ে সালমা বেগম পেয়েছেন ১১ ভোট। ঢোল প্রতীক নিয়ে মো. জহির উদ্দিন পেয়েছেন ১৫ ভোট। রজনীগন্ধা প্রতীক নিয়ে মোস্তাফিজুর রহমান পেয়েছেন ৩১ ভোট। আনারস প্রতীক নিয়ে মো. হেলাল উদ্দিন পেয়েছেন ৪০ ভোট। টেলিফোন প্রতীক নিয়ে মো. রিয়াজ উদ্দিন পেয়েছেন ১২৭ ভোট। অটোরিকশা প্রতীক নিয়ে মো. এনায়েত কবীর পিকলু পেয়েছেন ২০২ ভোট।

প্রসঙ্গত, ধলীগৌরনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোট ভোটার ৩৬ হাজার ৭৫জন। এই ইউনিয়নে ভোট কেন্দ্র সংখ্যা ১৬টি। অনুষ্ঠিত হওয়া নির্বাচনে মোট ভোট পড়েছে ৫৩.৭৬ শতাংশ।

খুলনায় বিদ্যুৎ, গ্যাস ও পেট্রোলিয়াম বিষয়ে অংশীজনের সাথে মতবিনিময় সভা

খুলনায় বিদ্যুৎ, গ্যাস ও পেট্রোলিয়াম বিষয়ে অংশীজনের সাথে মতবিনিময় সভা

 


স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান: বিদ্যুৎ, গ্যাস ও পেট্রোলিয়াম বিষয়ে অংশীজনের সাথে এক মতবিনিময় সভা আজ (শনিবার) সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশনের চেয়ারম্যান মোঃ নূরুল আমিন।

 অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান বলেন, বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারে সকলকে মিতব্যয়ী হওয়া প্রয়োজন। এখন দেশের সকল গ্রামসহ প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠি শতভাগ বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে। এলপিজি গ্যাস গৃহস্থলি কাজের জন্য সরবরাহ করা হচ্ছে, কারণ ৭৫ শতাংশ এলপিজি গৃহস্থলি কাজে ব্যবহার করা হয়। সিলিন্ডার গ্যাস ব্যবহারে সকলকে সতর্ক থাকতে হবে। অনুমতি ব্যতীত ও যথাযথ সাবধানতা অবলম্বন না করে যত্রতত্র এলপিজি গ্যাস বিক্রি বন্ধ করতে হবে। নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশন তাঁর দায়িত্ব পালনে সবসময় তৎপর রয়েছে। কমিশন প্রতিমাসে গ্যাসের মূল্য সমন্বয় করে। লাইসেন্সবিহীন কোন সিএনজি স্টেশন অথবা ব্যবসা প্রতিষ্ঠান সিএনজি বা এলপিজি গ্যাস বিক্রি করতে পারবে না। এক্ষেত্রে নিয়মিত মোবাইলকোর্ট পারিচালনা করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কঠোর পরিশ্রম করে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সেবার মনোভাবে নিয়ে কাজ করে আমরাও দেশকে আরো সামনে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে অবদান রাখতে পারি। 

 খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুকুল কুমার মৈত্র, কেএমপির সহকারী পুলিশ কমিশনার গোপীনাথ কানজিলাল, অতিরিক্ত পুলিশ সুপার এস এম আল-বেরুনী, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ আলমগীর কবির, প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলামসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

 সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, খুলনা চেম্বার অব কমার্সের প্রতিনিধি এবং বিদ্যুৎ, গ্যাস ও পেট্রোলিয়াম সংশ্লিষ্ট অংশীজনরা অংশ নেন।

কালিগঞ্জে  ৫৬ টি  ঘোড়ার সমন্বয়ে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

কালিগঞ্জে ৫৬ টি ঘোড়ার সমন্বয়ে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত


শেখ মারুফ হোসেন সাতক্ষীরা কালীগঞ্জ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জের উক্শা দাড়িয়ালা আনসার ভিডিপি উন্নয়ন গ্রাম বহুমুখী সমবায় সমিতি লিঃ এর আয়োজনে গ্রাম বাংলার ঐতিহ্য ৫৬ টি ঘোড়ার সমন্বয়ে ঘৌড় দৌড় প্রতিযোগীতা-২৪ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ মে) বিকেল ৪ টায় ঘৌড় দৌড়ের উদ্বোধন করেন সাতক্ষীরার পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী। 


এসময়ে তিনি বক্তব্যে বলেন ইভটিজিং, মাদক থেকে যুব সমাজকে বিনেদন দিতে ঘৌড় দৌড়ের উদ্বোগকে সাধুবাদ জানাই। আইনশৃঙ্খলা সমুন্নত রেখে লক্ষ জনতার উপস্তিতির ঘৌড়দৌড় সম্পন্ন হওয়ায় দর্শক শ্রোতাকে ধন্যবাদ। 

থানা পুলিশ, স্বেচ্ছাসেবক, গণমাধ্যম কর্মীদেরও ধন্যবাদ জানাই। এমনিভাবে সমাজের ফিরোজ আলমদের ইতিহাস ও ঐতিহ্য ধরে রাখতে ভুমিকা রাখতে হবে।  উকশা দাড়িওয়ালা আনছার ভিডিপি সমিতির সভাপতি শেখ ইয়াদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা -৪ আসনের সংসদ সদস্য এসএম আতাউল হক দোলন। 

বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান আমিন, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, কালিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম, সাবেক ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছু প্রমুখ। ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী শেখ ফিরোজ আলমের সার্বিক পরিচালনায় নড়াইল, দাকোপ, যশোর, কয়রা, শ্যামনগর, তালা, কেশবপুর ও কালিগঞ্জের মোট ৫৬টি ঘোড়া প্রতিযোগীতা অংশগ্রহণ করে। ঘৌড় দৌড়ে লক্ষ লক্ষ উৎসুক জনতা উপস্থিত ছিলেন। আবহাওয়া অনুকূলে থাকায় উকশার এমাঠে পঞ্চমবারের মত ঘৌড় দৌড় অনুষ্ঠিত হয়েছে।

 প্রতিযোগীতায় চ্যাম্পিয়ান হয়েছে ৬ নং জার্সি, টাইগার খুলনা, রানার্সআপ হয়েছে ৫৫ নং জার্সি, বিদ্যুৎ যশোর, ৩য় স্থান হয়েছে ৪৮ নং জার্সির লালচাঁন, নড়াইল, ৪র্থ-১৬ টাইগার, যশোর ও৫ম- ৪৬ ডায়মন্ড, যশোর।

কাজী নজরুল ইসলাম বাঙালির কবি, মানুষের হৃদয়ের কবি -মেয়র তালুকদার আব্দুল খালেক

কাজী নজরুল ইসলাম বাঙালির কবি, মানুষের হৃদয়ের কবি -মেয়র তালুকদার আব্দুল খালেক

 


স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে দুই দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ (শনিবার) বিকালে খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র বলেন, কাজী নজরুল ইসলাম বাঙালির কবি, মানুষের হৃদয়ের কবি। তিনি বিভিন্ন ঘাত ও প্রতিঘাতের মধ্য দিয়ে বেড়ে উঠেছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে কাজী নজরুল ইসলামকে বাংলাদেশে নিয়ে আসেন এবং জাতীয় কবির মর্যাদা দেন। বঙ্গবন্ধু পাকিস্থানের অপশাসনের বিরুদ্ধে ২৩ বছর আন্দোলন-সংগ্রাম করেছেন। এই অন্দোলন-সংগ্রামে প্রেরণা উৎস ছিলো কাজী নজরুল ইসলাম। বঙ্গবন্ধু কবিকে অনুকরণ করতেন। নজরুলের কালজয়ী লেখায় ঋদ্ধ হয়েছে বাংলা ভাষা ও সাহিত্য। মেয়র আরও বলেন, জাতির সঠিক ইতিহাস জানা যেমন প্রয়োজন, তেমনি কবি-সাহিত্যিক ও সংস্কৃতিক ব্যক্তিত্বদের ইতিহাস জানারও প্রয়োজন রয়েছে। কবি নজরুল অসাম্প্রদায়িক, বৈষম্যহীন, শোষণমুক্ত ও শান্তি সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন দেখতেন। নজরুলের জীবনের দিকগুলো থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। 

অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন খুলনা-৩ আসনের সংসদ সদস্য এস এম কামাল হোসেন। প্রধান আলোচক ছিলেন খুলনা বিশ^বিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক আবুল ফজল। খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার ও মহানগর মুক্তিযোদ্ধ সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ আলমগীর কবির। স্বাগত বক্তব্য রাখেন খুলনা নজরুল একাডেমির সাধারণ সম্পাদক মাসুদ মাহমুদ। খুলনা জেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে।পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা  হয়।