মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪

ঈদে আসছে রক্তিম আকাশের প্রথম মৌলিক গান " যাবে চলে তবু"


নিজেকে সংগীতপ্রেমী দাবী করা রক্তিম আকাশ অনেক আগে থেকেই একোস্টিক গীটার বাজিয়ে বিভিন্ন ধরনের গান কাভার করে আসছেন। একসময়ে বিভিন্ন অনুষ্ঠানে গেস্ট ভোকালিস্ট হিসেবে গান গাওয়া এবং মাইনাস ওয়ান নামের ব্যান্ডদলের সাথে যুক্ত থাকা কিছুটা খেয়ালী এই গায়কের সাথে কথা বলে জানা যায় তিনি অনেক আগে থেকেই কবিতা লিখেন রক্তিম আকাশ ছদ্মনামে; পরবর্তীতে লেখালেখি আর গান তথা সৃজনশীল কাজকর্মে এই নামটিই পরিচিতি পায়। তার মৌলিক গানটির রচনাকাল ২০১১ সাল এবং মূল সুর তিনি সে সময়েই করেছিলেন। বিভিন্ন কারনে গানটা শেষ করা হয়নি এতবছর। পরবর্তীতে সুপরিচিত বেজিস্ট ও সংগীত পরিচালক এম এ কাদের সঞ্চয় এবং কম্পোজার সুমন দত্তের সংগীত-আয়োজনে গানটি সম্প্রতি রেকর্ড করা হয়। গানটিতে গীটার বাজিয়েছেন আসিফ হাসান।

মেলোডিয়াস রক ঘরানার গানটির বিষয়ে গায়ক জানান, " যারা সফট মেলোডিক মিউজিক পছন্দ করেন, তাদের কাছে গানটা ভালো লাগবে। ৯০ দশক আর শুন্য দশকের ব্যান্ড মিউজিকের একটা ভাইব পাওয়া যাবে গানটায়। আশা করি ভবিষ্যতে আরো কিছু মৌলিক গান নিয়ে কাজ করবো। "  

গানটি শুনতে পারবেন গায়কের নিজস্ব ইউটিউব চ্যানেলে। ঈদের আগের দিন রাত ৯ টায় ইউটিউব ব্রাউজারে গিয়ে সার্চ অপশানে roktimakash291 লিখে চ্যানেলে ঢুকলেই গানটা পেয়ে যাবেন। পাশাপাশি এফ এম রেডিও তেও গানটি রিলিজ দেয়া হবে রেডিও লিসেনারদের জন্য।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: