বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সাতক্ষীরার বিভিন্ন অঞ্চল দিয়ে ছয় লেনের মহাসড়ক নির্মাণ হবে, বিশ্ব ব্যাংক


খলিলিুর রহমান,সাতক্ষীরা : যশোর জেলার নাভারণ থেকে সাতক্ষীরা জেলার বিভিন্ন অঞ্চল দিয়ে ছয় লেনের একটি মহাসড়ক নির্মাণ হবে। এবিষয়টি এই অঞ্চলের মানুষের মধ্যে বেশ আলোচনা শুরু হয়েছে। কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের বেলতলা, কাজিরহাট ব্রজবাকসা, কলারোয়া পৌর সদরের ডায়াবেটিস হাসপাতাল থেকে মাঠের মধ্য দিয়ে মাধবকাটি গিয়ে যুক্ত হবে এবং সেখান থেকে ভোমরা পর্যন্ত রাস্তাটি উন্নীতকরণ করা হবে। এ কাজের অগ্রগতি হিসেবে ইতোমধ্যে রাস্তার মাপজরিপ অনেকটা শেষের পথে। জমি অধিগ্রহণ নিয়ে চলছে পরিকল্পনা।

তবে বুধবার (২৪ এপ্রিল) দুপুরে সাতক্ষীরার কলারোয়া পৌরসভা হলরুমে বিশ্ব ব্যাংক থেকে একটি টিম জনসাধারণের মতামত জানতে এসেছিলেন। এই জনপদে মহাসড়ক নির্মাণ করতে গিয়ে মানুষের উপকার ছাড়া কোন একজন ব্যক্তিরও যেন কোন ক্ষতি না হয় সেই লক্ষ্যে এই অঞ্চলের মানুষ আসলে কি চায় ৬লেনের নতুন বাইপাস সড়ক নির্মাণ নাকি যে মহাসড়কটি রয়েছে সেখান দিয়েই রাস্তাটি নির্মাণ করা হবে! এ অঞ্চলের মানুষের সুবিধা হবে কোনটায়! এমন নানা বিষয় নিয়ে সুশীল সমাজের নাগরিক, শিক্ষক, সাধারণ মানুষ, চিকিৎসক, প্রকৌশলী, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন পর্যায়ের উপস্থিত থাকা মানুষের কাছ থেকে মতামত গ্রহণ করেছেন।

অনুষ্ঠানটির সার্বিকভাবে সহযোগিতা ও বাস্তবায়নে নেতৃত্ব দিয়েছেন কলারোয়া পৌরসভার মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল।

কলারোয়া পৌরসভার মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল বলেন, ভবিষ্যতের ভয়াবহ যানজট নিরসন ও অর্থনৈতিক জোন বাস্তবায়ন, রাজধানীসহ বিভিন্ন জেলার সাথে এ অঞ্চলের মানুষের ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন, জলাবদ্ধতা দুর করণ করতে গেলে অবশ্যই এই জনপদে রাস্তার পাশ দিয়ে ড্রেনেজ ব্যবস্থাসহ একটি ৬ লেনের বাইপাস সড়ক ও একটি মহাসড়ক খুবই গুরুত্বপূর্ণ। এজন্য এই সড়কের কাজটি অতি দ্রুত বাস্তবায়নের এজন্য স্থানীয় সরকার প্রকৌশলী বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তিনি আহ্বান করেন।

বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলের প্রধান মো. আসাদুজ্জামান চৌধুরী বলেন, বিশ্ব ব্যাংকের অর্থায়নে এই অঞ্চলের যে সড়কটি হতে যাচ্ছে এখানে লেবার ও শ্রমিক হিসেবে দেশের নারী ও পুরুষেরা কাজের সুযোগ পাবে এবং বিদেশী ঠিকাদার কাজ করবে। তবে এই অঞ্চলের কোন একজন ব্যক্তিকেও ক্ষতিগ্রস্ত করে কোন কাজ করা হবে ।তিনি এই অঞ্চলের মানুষের সহযোগিতা চেয়েছেন।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: