বদরুদ্দোজা প্রধান পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় জেলার তিন উপজেলায় ১ম ধাপের নির্বাচনে চেয়ারম্যান পদে ১৩ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। তারা হলেন বর্তমান চেয়ারম্যান আমিরুল ইসলাম, নুরুল হুদা, এস এম শাহনেওয়াজ, সুমন চন্দ্র রায়, আমিরুল ইসলাম। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে ১৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১১ জনের অনলাইন আবেদন জমা পড়েছে । জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে পঞ্চগড় সদর উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন মনোনয়ন জমা দিয়েছে। তারা হলেন বর্তমান চেয়ারম্যান আমিরুল ইসলাম, নুরুল হুদা, এস এম শাহনেওয়াজ, সুমন চন্দ্র রায়, আমিরুল ইসলাম। ভাইস চেয়ারম্যান পদে ২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী হয়েছেন। আটোয়ারী উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। তারা হলেন, মো: সাহাজাহান, আনিছুর রহমান ও বর্তমান চেয়ারম্যান তৌহিদুল ইসলাম। ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। তেঁতুলিয়া উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন মনোনয়ন জমা দিয়েছেন। তারা হলেন বর্তমান চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু, আব্দুল লথিব তারিন, মুক্তারুল হক মুকু, আনিছূর রহমান, নিজাম উদ্দিন খান। ভাইস চেয়ারম্যান পদে ৯ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ প্রার্থী মনোনয়ন জমা দিয়েছে ।
পঞ্চগড় সদর উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ২৬ হাজার ২৯৭। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে ১ লক্ষ ১৪ হাজার ২৪২ এবং মহিলা ভোটারের সংখ্যা ১ লক্ষ ১২ হাজার ৫৪ । সদর উপজেলার ১০ টি ইউনিয়নে মোট ৭৮ টি ভোট কেন্দ্রে ভোটগ্রহন অনুষ্ঠিত হবে। আটোয়ারী উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ১১ হাজার ৭৬২। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৫৬ হাজার ২ শত ৬০ এবং মহিলা ভোটার সংখ্যা ৫৫ হাজার ৫ শত ২ । আটোয়ারী উপজেলায় ৬ টি ইউনিয়নে মোট ৪১ টি ভোট কেন্দ্রে ভোটগ্রহন অনুষ্ঠিত হবে। তেঁতুলিয়া উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৪ হাজার ৮ শত ১৫। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৫২ হাজার ৩ শত ৬৭ এবং মহিলা ভোটার সংখ্যা ৫৩ হাজার ৪ শত ৪৭ । তেঁতুলিয়ার ৭ টি ইউনিয়নে মোট ৩৭ টি কেন্দ্রে ভোটগ্রহন অনুষ্ঠিত হবে।
0 coment rios: