রাম বসাক, শাহজাদপুর, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের শাহজাদপুরে ৭৯ টি মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, মন্দির, সামজিক, সমাজসেবা ও বিভিন্ন শ্রমিক সংগঠনের উন্নয়ন কল্পে বরাদ্দকৃত গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) প্রকল্পের জিও চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার উপজেলা পরিষদ শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে এবং উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার মো: হাসিবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সকল প্রতিষ্ঠানের সভাপতির হাতে জিও চেক বিতরণ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য জননেতা চয়ন ইসলাম।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান মামুনুর রশিদ লিয়াকত, সহকারী কমিশনার ভূমি ফজলে ওয়াহিদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল হামিদ লাভলু, যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাক আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক হুমায়ন কবির টিপু, প্রচার প্রকাশনা সম্পাদক আমিরুল ইসরাম সাগর প্রমুখ
0 coment rios: