মুশফিক হাওলাদার বিশেষ প্রতিনিধিঃ ভোলার লালমোহনের ফরাজগঞ্জ টিচার্স অ্যাসোসিয়েশন কর্তৃক ঈদপুনর্মিলনী ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় ঐতিহ্যবাহী ডাঃ আজাহার উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়'র হলরুমে এই ঈদ পুনর্মিলনী ও কৃতি সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সংগঠনটির আহ্বায়ক ও লালমোহন প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ মাহবুব আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন হাজী নুরুল ইসলাম চৌধুরী মহাবিদ্যালয় এর অধ্যক্ষ মোঃ জিয়াদুর রহমান মুরাদ, মুসলিমিয়া প্রস্তাবিত আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল উদ্দিন জাফরী,দৈনিক ইনকিলাবের ভোলা জেলা প্রতিনিধি ও ডাঃ আজাহার উদ্দিন ডিগ্রী কলেজের প্রভাষক মোঃ জহিরুল হক সেলিম, ডাঃ আজাহারউদ্দিন ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোঃ সালাউদ্দিন, কাশ্মীর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কামাল উদ্দিন, দক্ষিণ ফরাজগঞ্জ ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ শেখ ফরিদ উদ্দিন, সাতানী বদিউজ্জামান মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা আমিরুল ইসলাম ইকবাল প্রমুখ।
সভায় ফরাজগঞ্জ ইউনিয়নের কৃতি শিক্ষার্থী বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের সদ্য প্রথম বর্ষের শিক্ষার্থী ফারহানা রহমান বিনা এবং একই ইউনিয়নের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী তাসফিয়া আফসিনকে সংবর্ধনা প্রদান করা হয়। তারা সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে তাদের সাফল্যের কথা তুলে ধরেন। এছাড়াও বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ট্রিপল -ই বিভাগের মাস্টার্স এর শিক্ষার্থী ইঞ্জিনিয়ার মোঃ মুশফিকুর রহমান, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুবায়ের ইবনে আলী। সভার শেষে তাদের হাতে ক্রেস্ট ও উপহার তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ। পরে মিষ্টি বিতরণ ও সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে সবার কার্য সমাপ্ত হয়।
0 coment rios: