সাইফুল ইসলাম আকাশ: নিজস্ব প্রতিবেদক,ভোলা: জনসেবায় প্রশাসন' এই স্লোগানকে সামনে রেখে ভোলা সদর উপজেলাধীন ধনিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডস্থ তুলাতুলি আশ্রয়ণ প্রকল্পের উপকার ভোগীদের হাতে প্রধান মন্ত্রী'র ঈদ উপহার তুলে দিলেন ভোলা জেলা প্রশাসক ও ভোলা জেলা ম্যাজিস্ট্রেট আরিফুজ্জামান।
রবিবার ৭ এপ্রিল বিকালে ভোলা সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ঈদ সামগ্রী বিতরন অনুষ্ঠানের মাধ্যমে প্রকল্পের ৩০ টি পরিবারকে চাল, ডাল, তেল,চিনি,হলুদ মরিচ সহ বিভিন্ন প্রকারের মোট ১৪.৫ কেজি পরিমান খাদ্য সামগ্রী ও জেলা প্রশাসনের তহবিল থেকে সেমাই ও দুধ সহ ইফতার সামগ্রী বিতরন করেন জেলা প্রশাসক।এসময় প্রধান অতিথীর বক্তব্যে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের উদ্দেশ্যে ডিসি আরিফুজ্জামান বলেন, " মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের জন্য যে আশ্রয়ণ প্রকল্পের বাস্তবায়ন করেছেন তা হলো সারা বিশ্বের মধ্যে একটি নজীর বিহীন প্রকল্প। কেননা বিশ্বের আর কোন দেশে এটি নেই। ডিসি বলেন, ভোলা জেলার ৬ হাজার ৬ টি ভূমিহীন পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রী শুধু ঘর দিয়ে খ্যান্ত হননি বরং প্রতিটি সরকারি মন্ত্রনালয়কে আদেশ দিয়েছেন যে, সরকারের সকল সুবিধা যেনো সারাদেশের আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের কাছে পৌঁছানো হয়"। অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) রিপন কুমার সাহা এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্যে ভোলা জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মইনুল হোসেন বিপ্লব বলেন, "মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আপনাদেরকে ঘর করে দিয়েছেন আর ভোলার জনমানুষের নেতা তোফায়েল আহমেদ ব্লকের মাধ্যমে নদী ভাঙ্গন রোধ করেছেন বলেই আজ আপনারা এখানে বসবাস করতে পারছেন। তাই আপনারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় নেতা তোফায়েল আহমেদ এর জন্য দোয়া করবেন।
এ সময় আরো বক্তব্য রাখেন ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) তামিম আল ইয়ামিন,ভোলা জেলা অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হুসাইন,ভোলা সদর উপজেলা নির্বাহী অফিসার সজল চন্দ্র শীল,ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের এনডিসি আবু সাইদ প্রমুখ।
0 coment rios: