নিজস্ব প্রতিবেদক,ভোলা: ট্রাফিক বিভাগে গুরুত্বপূর্ণ অবদানের জন্য টানা নবম বারের মতো ভোলা জেলার শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার হিসেবে নির্বাচিত ও পুরস্কৃত হয়েছেন ভোলা ট্রাফিক দক্ষিণ জোন এর সার্জেন্ট সুজন হাওলাদার।
৬ এপ্রিল শনিবার সকালে ভোলা জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে মাসিক কল্যাণ সভায় তার হাতে পুরস্কার তুলে দেন ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান বিপিএম।
জানা গেছে, অবৈধ যানবহন, থ্রি-হুইলার, পিকআপ, ট্রাক, অবৈধ বিভিন্ন গাড়ি আটক,হেলমেটবিহীন মোটরসাইকেল চালকসহ বিভিন্ন অবৈধ যানবাহনের নামে মামলা এবং ট্রাফিক পুলিশের সার্জেন্ট হিসেবে ভালো কাজের পদক্ষেপ নেয়ায় ৯ম বারের বারের মতো শ্রেষ্ঠ সার্জেন্ট নির্বাচিত হয়েছেন তিনি।এর আগে তিনি গত বছরের জুন মাস থেকে ডিসেম্বর এবং এ বছরে জানুয়ারি তে শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার নিবার্চিত হয়েছিলেন।
তার এই অভাবনীয় কর্মদক্ষতার গুনে পুরো জেলায় প্রশংসিত হচ্ছেন তিনি।
এ বিষয়ে জানতে চাইলে ভোলা ট্রাফিক দক্ষিণ জোনের সার্জেন্ট সুজন হাওলাদার নবম বারের মত জেলায় শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার নিবার্চিত হওয়ায় ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান বিপিএম এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,যানজট নিরসনের মাধ্যমে সুষ্ঠু ট্রাফিক সেবা জনগণকে পৌঁছে দিতে আমরা ভোলা জেলা পুলিশের ট্রাফিক বিভাগ নিরলস কাজ করে যাচ্ছি। আমার এই পুরস্কার আমাদের কাজ করার স্পৃহা আরও বাড়িয়ে দিয়েছে। ভবিষ্যতে আরও ভালো করার চেষ্টা থাকবে,আমি ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এসময় উপস্থিত ছিলেন ভোলা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারগণ,ভোলা বিভিন্ন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারগণ,জেলা গোয়েন্দা শাখা,ডিআইও ১,জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এর অফিসার ইনচার্জগণ সহ সকল থানার অফিসার ইনচার্জগণ।
0 coment rios: