মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

বিসিএস সুপারিশপ্রাপ্তদের পুলিশের শুভেচ্ছা বিনিময়


এসএম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ৪৩ তম বিসিএসে সুপারিশ প্রাপ্তদের বাড়ীতে গিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ করেছেন দিনাজপুরের বিরামপুর সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) মোঃ মন্জুরুল ইসলাম, নবাবগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ তাওহীদুল ইসলাম এবং নবাবগঞ্জ থানা পুলিশের ওসি তদন্ত) মোঃ মমিনুজ্জামান।


সোমবার (২৯ এপ্রিল) সকালে নবাবগঞ্জ উপজেলা থেকে ৪৩তম বিসিএস এ পুলিশ, কর,কৃষি, সমবায় ও প্রানীসম্পদ ক্যাডারে সুপারিশ প্রাপ্তদের বাড়িতে গিয়ে ফুলের শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ করেছেন তারা। নবাবগঞ্জ থানা সূত্রে জানা গেছে, ৪৩ তম বিসিএসএ নবাবগঞ্জ উপজেলার পরমানন্দপুর (কলেজপাড়া) গ্রামের মোঃ রওশন জামিল বিসিএস (পুলিশ), শিবপুর গ্রামের দীপ্ত সাহা বিসিএস (কর), নন্দনপুর গ্রামের আবু ফরহাদ বিসিএস (সমবায়) পূর্ব বৈদাহার গ্রামের উম্মুল মাছাকিন বিসিএস (কৃষি) খালিপপুর কাজিপাড়া গ্রামের মোঃ গোলাম মোস্তফা বিসিএস(প্রানীসম্পদ), খালিপপুর ডাঙ্গী গ্রামের সুমন বাবু বিসিএস(প্রানীসম্পদ) ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হয়েছেন।


এসময় উপস্থিত ছিলেন সুপারিশপ্রাপ্তদের আত্নীয় স্বজন, উৎসুক অভিভাবক, গ্রামবাসীসহ অনেকে।

পুলিশের পক্ষ থেকে মিষ্টিমুখ সৌজন্য সাক্ষাৎ, ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করা হয়।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: