বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

প্রাণিসম্পদ প্রদর্শনী (২০২৪)

উপজেলা প্রতিনিধি : মোঃ মিজানুর রহমান (কালু) রাজশাহীর পুঠিয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৪ এর উদ্বোধন, পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮-এপ্রিল) সকাল ১১ টার সময় পুঠিয়া উপজেলার প্রাণিসম্পদ দপ্তরে, প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে ও প্রাণিসম্পদ এবং ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)র প্রাণিসম্পদ অধিদপ্তর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রাণালয়ের সহযোগিতায় প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন, পুরুস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


এ সময় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নির্ধারণ করা হয় আলহাজ্ব মোঃ আব্দুল ওয়াদুদ দারা, প্রতিমন্ত্রী স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় ও সংসদ সদস্য পুঠিয়া-দুর্গাপুর,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিএম হিরা বাচ্চু, চেয়ারম্যান পুঠিয়া উপজেলা পরিষদ,অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন এ কে এম নূর হোসেন নির্ঝর, পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা।


 এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেবাশীষ বসাক, পুঠিয়া উপজেলা সহকারী (ভূমি) কমিশনার,মৌসুমি রহমান, পুঠিয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী সরকার, পুঠিয়া থানার অফিসার ইনচার্জ সাইদুর রহমান, ভালুকগাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জিল্লুর রহমান-সহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

এসময় উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ রকুনুজ্জামান, প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ বাবুল আখতারসহ উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের সকল কর্মকর্তা ও উপজেলার বহু খামারীরা উপস্থিত ছিলেন,এছাড়াও সেখানে উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ।

উক্ত অনুষ্ঠানে পুঠিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম হিরা বাচু তিনি বলেন, উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর বিভিন্নভাবে আমাদের সহায়তা করে আসছে।

 মাংস, ডিম, দুধ এসব আমাদের শরীরের জন্য খুবই উপকারী। উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর এসব নিয়েই কাজ করে,এমন প্রদর্শনী মেলার কারণে উপজেলার যুবক যুবতীরা তারা চাকরিবাকরি না খুঁজে উদ্যোক্তা হওয়ার সম্ভাবনাও বাড়ছে,তাই এই ধরনের অনুষ্ঠান সবসময় হওয়া উচিত বলে মনে করি।

উক্ত প্রাণী সম্পদ প্রদর্শনী অনুষ্ঠানে মোট ৪১টি স্টলে বিভিন্ন জাত ও ধরনের গাভী, ষাঁড়, ডুম্বা, ছাগল, ভেড়া, মুরগী,কবুতর, পাখিসহ বিভিন্ন ধরনের প্রাণী প্রদর্শনে অংশগ্রহণ করেছিলেন,পরে অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ ও সনদ বিতরণ করা হয়।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: