জাকির হোসেন সুমন , ব্যাুরো প্রধান ইউরোপ : ইতালির ভেনিসে বসবাসরত সিলেট জেলার বিভিন্ন উপজেলার ভেনিস প্রবাসীদের নিয়ে মেস্রে র ঢাকা বিরিয়ানি হাউজে আয়োজন করা হয় ইফতার মাহফিল। এতে সিলেট জেলার বাইরেও বিভিন্ন জেলার প্রবাসী বাংলাদেশীরা অংশ গ্রহণ করেন। ইফতার আয়োজন শেষে নবগঠিত বৃহত্তর সিলেট সমিতি ভেনিসের পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। পূর্নাঙ্গ কমিটি নিন্মরুপ :
প্রধান উপদেস্টা: আবুল কালাম আজাদ , প্রধান সমন্বয়কারী : মহিউদ্দিন(মোহন), প্রধান পৃষ্ঠপোষক: সেলিম মিয়া , উপদেষ্টা মন্ডলীর সদস্য- মো: খলিলুর রহমান , মাওলানা শায়েখ এমদাদুল হক, জাহিদুর রহমান জানু, হেলাল আহমেদ, কামাল উদ্দিন জুয়েল, মোশারফ হোসেন, সুব্রত , মোখলেছুর রহমান , মতি দেব, জামাল উদ্দিন , আবেদ মিয়া , সোহাগ আহমেদ, সেলিম আহমেদ, কামরুল ইসলাম, নিখিল , রশিদ আহমেদ, কবির আহমেদ, সভাপতি: শেখ আব্দুল জলিল, সিনিয়র সহ সভাপতি: মুজিবুররহমান(মুসা) , সহ-সভাপতি-বাতির মিয়া , ইমান উদ্দিন, বশির আহমেদ , শফিক আহমেদ, সাহেদুল হক(জনি) , ইসলাম উদ্দিন, আসাদুজ্জান চৌধুরী, সাধারণ সম্পাদক : মিজানুর রহমান , সিনিয়র সাধারণ সম্পাদক:নাজমুল ইসলাম(সফিক) ,
সহ সাধারণ সম্পাদক-এহসানুল হক(কাউসার) , জাকির হোসেন( মুরাদ) , কাউসার আহমেদ, সাংগঠনিক সম্পাদক: রুহুল আমিন , সিনিয়র সাংগঠনিক সম্পাদক: আশরাফুল আলম,
সহ সাংগঠনিক সম্পাদক-কামাল আহমেদ , আবুল হোসেন , শহিদুল ইসলাম , কোষাধক্ষ সম্পাদক: সাইদুর রহমান, সহ কোষাধ্যক্ষ সম্পাদক:মো:মনির ,সাইফুজ্জামান(মাহের), প্রচার সম্পাদক: আমির উদ্দিন , সহ প্রচার সম্পাদক: আরিয়ান চৌধুরী ফাহিম, দপ্তর সম্পাদক: জবরুল ইসলাম , সহ দপ্তর সম্পাদক: রেজাউল করিম (রাজু) , আন্তর্জাতিক সম্পাদক: শাহ নেওয়াজ শুভ ,
সহ আন্তর্জাতিক সম্পাদক: পাবেল মিয়া , ধর্ম বিষয়ক সম্পাদক: হাফিজ কোরাইশ , সহ ধর্মবিষয়ক সম্পাদক: তাজুল ইসলাম, ক্রিড়া সম্পাদক: এজাজুল ইসলাম রাহেল ,সহ ক্রীড়া সম্পাদক-রাসেল আহমেদ , মো: আলি , সাংষ্কৃতিক সম্পাদক: রিন্টু দেবনাথ , সহ সাংষ্কৃতিক সম্পাদক-মাসুম আহমেদ , ইসলাম উদ্দিন , আপ্যায়ন ও পরিবহন সম্পাদক-আমির হোসেন , জাহিন আহমেদ , সদস্য বিষয়ক সম্পাদক: রাজিব হোসেন , সহ সদস্য বিষয়ক সম্পাদক-শাহ রুমেল , আমির হোসেন, ১ নং সদস্য: নাজমুল হোসেন-সমবায়ক , ২ নং সদস্য: জহিরুল ইসলাম , সহ সদস্য: জয় দেবনাথ, আগামী ২ বছর মেয়াদে এই কমিটি ঘোষণা করা হয় ।
0 coment rios: