পেকুয়া প্রতিনিধি: কক্সবাজার জেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের সিনিয়র সদস্য ও রাজাখালী ইউনিয়ন শাখার সম্মানিত সভাপতি গরীব দুঃখী মেহনতী মানুষের পরম বন্ধু, বিশিষ্ট রাজনীতিবিদ, বিশিষ্ট দানবীর মোহাম্মদ ফোরকানের নেতৃত্বে এক শত নেতাকর্মীদের নিয়ে ঈদের আনন্দ ভ্রমণের উদ্দেশ্যে কক্সবাজার যায়।
শুক্রবার ২৬ এপ্রিল সকাল ৯ টার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের টেকঘোনা পাড়া এলাকা থেকে এই সব নেতাকর্মী নিয়ে গাড়ী যোগে রওয়া হয়।
এসময় পেকুয়া এসে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও আসন্ন পেকুয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আবুল কাসেমের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন।
এসময় উপস্থিত ছিলেন, রাজাখালী ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, বঙ্গবন্ধু সৈনিক লীগের রাজাখালী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত, আওয়ামিলীগ নেতা শাহাদাত, ছাত্রলীগ নেতা সোলাইমান বাদশা, রাসেল রানাসহ অনেকে উপস্থিত ছিলেন।
এ সময় সৈনিক লীগ নেতা মোহাম্মদ ফোরকান বলেন,রাজনীতি ও ব্যবসা বাণিজ্য নিয়ে লেগে থাকছি নেতাকর্মীদের নিয়ে ঘুরা হয় না।তাই আজ শতাধিক নেতাকর্মীদের নিয়ে ঘুরতে এসেছি। তাদের জন্য আমার পক্ষ থেকে গাড়ী ও খাওয়ার ব্যবস্থা করেছি। রাজনীতির পাশাপাশি বিনোদন প্রয়োজন, তাই একা না এসে নেতা কর্মীদের নিয়ে কক্সবাজার সমুদ্র সৈকতে ভ্রমণের আসলাম।
0 coment rios: