পেকুয়ায় প্রতিনিধি: খেলাধুলা যুব সমাজকে মাদক থেকে মুক্ত রাখে,ক্রীড়া চর্চার মাধ্যমে শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকে।যে যুবক আউট সময়ে ক্রীড়া চর্চা করবে সে কখনো মাদকাসক্ত হবে না।
খেলাধুলা সামাজিক উন্নয়নমুখী কাজে সবসময় পাশে থাকবেন-নাপিতখালী প্রিমিয়ারলীগের খেলায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন,কক্সবজার জেলা বঙ্গবন্ধু সৈনীকলীগের সিনিয়র সদস্য ও রাজাখালী ইউনিয়ন সভাপতি বিশিষ্ট দানবীর, শিক্ষানুরাগী, মুহাম্মদ ফোরকান।
শনিবার রাত ৮টার দিকে কক্সবাজারের পেকুয়ার পশ্চিম নাপিতখালী ভাই ভাই স্পোটিং ক্লাব কতৃক আয়োজিত নক আউট অলিম্পিক নাপিতখালী প্রিমিয়ারলীগ ২৪ ফুটবল টুর্নামেন্টের সেমি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
খেলায় টাইব্রেকার গোলে আল হেলাল ফুটবল একাদশকে হারিয়ে বায়ার্ন মিউনিখ বিজয় হন।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বঙ্গবন্ধু সৈনীকলীগের সিনিয়র সদস্য ও রাজাখালী ইউনিয়ন বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মো.ফোরকান।
অন্যদের ছিলেন আহাসানুল আবিদ, ইস্কান্দার সহ অনেকে। খেলা শেষে কমিটির পক্ষ থেকে ফোরকানকে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
0 coment rios: