রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪

দেশে খাদ্য উৎপাদন বৃদ্ধি'তে সরকার প্রান্তিক কৃষকদের উন্নয়নে বিনামূল্যে বীজ-সার দিয়ে সহায়তা করছে ইমরান আহমদ এমপি


বিলালুর রহমান সিলেট প্রতিনিধি : সিলেট-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ইমরান আহমদ এমপি বলেন, সরকার প্রান্তিক চাষীদের মধ্যে বিনামূল্যে বীজ-সার সহায়তা দিয়ে দেশে খাদ্য উৎপাদন বৃদ্ধি'তে গুরুত্বপুর্ন ভূমিকা রাখছে। তিনি বলেন শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসায় দেশে আজ খাদ্য উৎপাদন দ্বিগুন হয়েছে। কৃষকরা হলেন আমাদের দেশের প্রাণশক্তি। 

দেশের প্রতি'টি এলাকায় অনাবাদি জমিতে খাদ্য উৎপাদন কাজে কৃষকদের আরও এগিয়ে আসার আহবান জানান। 

(২৮ এপ্রিল) রোববার সকালে জৈন্তাপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত প্রান্তিক কৃষকদের মধ্যে বীজ-সার বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালিক রুমাইয়া। 

চলিত অর্থ বছরে খরিফ-১/মৌসুমে উফসী আউস ফসলের আবাদ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার সহায়তা বিতরণ অনুষ্ঠান জৈন্তাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজন করে। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) মো: তাজুল ইসলাম (পিপিএম), চারিকাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুলতান করিম, চিকনাগুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, জৈন্তাপুর ইমরান আহমদ সরকারি মহিলা কলেজের সহকারি অধ্যাপক শাহেদ আহমদ, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, উপজেলা কৃষক লীগ আহবায়ক আব্দুল মান্নান। 

অনুষ্ঠান পরিচালনা করেন উপ-সহকারি ইউনিয়ন কৃষি কর্মকর্তা মো: শোয়েব আহমদ। 

অনুষ্ঠানে প্রধান অতিথি জাতীয় সংসদ সদস্য ইমরান আহমদ এমপি তিনি উপজেলার ৬টি ইউনিয়নের মোট ৩ হাজার কৃষকদের মাঝে বীজ-সার বিতরণ কাজের উদ্বোধন করেন।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: