তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি: তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী আলমগীর খোকন মাঠ চষে বেড়াচ্ছেন দিন রাত, হাওরাঞ্চলের অবহেলিত মানুষের পাশে থেকে আজীবন কাজ করতে চাই বলে জনগণকে আশ্বস্ত করেন তিনি।
বৃহস্পতিবার বড়দল দক্ষিণ ইউনিয়নের বিভিন্ন হাট বাজার পাড়া মহল্লায় নেতা কর্মী সমর্থকদের সাথে নিয়ে চষে বেড়িয়েছেন এবং বিভিন্ন পয়েন্টে জনগনের সাথে মতবিনিময় করেন।
উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী আলমগীর খোকন বলেন, আমি একজন রাজনৈতিক পরিবারের সন্তান,আমি জনগনকে ভালবাসি, জনগনের যে কোন সমস্যায় আমি তাদের পাশে থেকে সহযোগীতা করি,আমি জনগনের ভালবাসা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই। আমি জনগনকে সাথে নিয়ে আগামীতে তাহিরপুর উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই।জনগণের ভালবাসায় আমি বিজয়ী হতে পারলে সামাজিক অবক্ষয় রোধে প্রয়োজনীয় জনসচেতনতা গড়ে তুলব। এলাকার অনেক যুবক মাদকাসক্ত হয়ে পরিবার পরিজনের দুশ্চিন্তার কারন হয়েছে। অনেক সম্ভ্রান্ত পরিবারের সন্তান সঙ্গ দোষে নেশাগ্রস্ত হয়েছে। আপনাদের মূল্যবান ভোটে জনপ্রতিনিধি নির্বাচিত হলে পাড়া ও মহল্লায় মহল্লায় গিয়ে নিজ উদ্যোগে মাদক প্রতিরোধে জনসচেতনতা মূলক কাজে উদ্যোগী হব।
এ ছাড়াও শিশু বিবাহ রোধ, শিক্ষার গুণগত মান উন্নয়নসহ নানা জনহিতকর কাজ করে আপনাদের পাশে থাকার চেষ্টা করবো।
0 coment rios: