জাকির হোসেন সুমন, ব্যাুরো প্রধান ইউরোপ : কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলা সহ আরো দুই টি উপজেলাকে একত্রিত করে বাজিতপুর জেলা বাস্তবায়নের দাবীতে সভা করেছে বাজিতপুর জেলা বাস্তবায়ন কমিটির প্রধান সমন্ময়ক মুর্শিদ উদ্দিন আহমেদ । ইংল্যান্ড প্রবাসী মুর্শিদ উদ্দিন আহমেদ ইতালির ভেনিস বাংলা স্কুল হলরুমে আয়োজিত সভায় বলেন , কিশোরগঞ্জ জেলার বাজিতপুর কে জেলায় রুপান্তর করতে যা যা প্রয়োজন সব কিছুই সেখানে রয়েছে। বাজিতপুর বাসীর দীর্ঘ ূিনের দাবী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাতে বাজিতপুরকে জেলা হিসেবে ঘোষণা করেন। সভায় ইমদাদুল হক রাসেল এর সভাপতিত্বে ও সোহানুর রহমান উজ্জ্বল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন , মুর্শিদ উদ্দিন আহমেদ ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন , বাজিতপুর জেলা চাই আন্দোলনের সম্মানিত উপদেষ্টা ভদ্র লালন শিপু , অন্যান্নের মধ্য
বক্তব্য রাখেন সম্মানিত উপদেষ্টা ব্যারিস্টার রফিকুল ইসলাম মিল্টন , উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ , ভেনিস বাংলা স্কুলের উপদেষ্টা এমডি আখতার উদ্দিন , ভেনিস বাংলা স্কুলের সাধারণ সম্পাদক সোহেলা আক্তার বিপ্লবী এছাড়াও ভিডিও কলে আমেরিকা থেকে বক্তব্য রাখেন বাজিতপুর জেলা চাই আন্দোলনের উপদেষ্টা প্রখ্যাত পরিবেশ বিজ্ঞানী অধ্যাপক ডঃ খালেকুজ্জামান মতিন। সভা শেষে দেশে ও মুসলিম উম্মাহর জন্য দোয়া ও ইফতার মাহফিল এর মধ্য দিয়ে সভার কার্য শেষ হয়।
0 coment rios: