রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার: চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের ঈদগাঁওতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই মহিলা যাত্রী নিহত ও কয়েকজন আহত হয়েছেন। আজ সকাল ১১ টায় ইসলামাবাদ ইউনিয়নের খোদাই বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। মালুমঘাট হাইওয়ে থানা পুলিশের এস, আই মোজাম্মেল হক জানান, কক্সবাজার মুখি যাত্রীবাহী বাস শ্যামলী ওভারটেক করতে গিয়ে চট্টগ্রামমুখী এক হাইয়েসকে ধাক্কা দেয়। এতে ওই গাড়ির দুই যাত্রী ঘটনাস্থলে নিহত হন। খবর পেয়ে ডুলাহাজারা মালুমঘাট হাইওয়ে থানা পুলিশ দল ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করেন। নিহতদের মরদেহ হাইওয়ে থানা পুলিশের হেফাজতে নেয়া হয়।
তিনি আরো জানান, নিহতরা চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার বাসিন্দা বলে প্রাথমিকভাবে তথ্যে জানা গেছে। তারা চিকিৎসা করার জন্য কক্সবাজারের একটি চক্ষু
হাসপাতালে এসেছিলেন। আহতরা ঈদগাঁওর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ শুভ রঞ্জন চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মালুমঘাট থানা পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে।
ঈদগাঁও থানার ডিউটি অফিসার জানান, খবর পেয়ে থানার এস,আই নূরে আলমকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
অন্যদিকে এ এস, আই জানান, তিনি নির্বাচন সহ নানা ঝামেলার কারণে ঘটনাস্থলে পৌঁছুতে পারেন নি।
0 coment rios: