রানা খান, শ্রীপুর গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে তথ্য সংগ্রহকালে চিনি চোরাকারবারীদের হামলায় দৈনিক সময়ের আলোর শ্রীপুর উপজেলা প্রতিনিধি মেহেদী হাসান লিটন গুরুতর আহত হয়েছেন।
৭ই এপ্রিল রবিবার, উপজেলার মাওনা চৌরাস্তা এলাকায় অবৈধভাবে ভারত থেকে আমদানি করা চিনি, চোরাকারবারীরা রাহিম এন্টারপ্রাইজে মজুদ করার সময়, ভ্রাম্যমাণ আদালত রাহিম এন্টারপ্রাইজের মালিক মফিজুল ইসলাম কে ২ লাখ, চিনির মালিক রানাকে ২ লাখ এবং রানার সহযোগী ওমর ফারুককে ১ লাখ টাকা জরিমানা করেন ।
এই খবরের তথ্য সংগ্রহ করার সময় চিনি চোরাকারবারীরা লিটনের উপর হামলা চালায়।
এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক লিটন বাদী হয়ে রাতেই চিনির ব্যবসায়ী মফিজুল ইসলাম , ম্যানেজার জাহিদুল, চিনি ব্যবসায়ী রানা ও ওমর ফারুককে অভিযুক্ত করে শ্রীপুর থানায় অভিযোগ দিয়েছেন।
হামলার শিকার মেহেদী হাসান লিটন জানান, ভ্রাম্যমাণ আদালতের খবর ও তথ্য সংগ্রহ করতে গিয়ে দেখেন , ভ্রাম্যমাণ আদালত শেষ হয়েগেছে। এসময় অভিযুক্ত প্রতিষ্ঠানের ছবি তুলতে গেলে অভিযুক্তরা আমার উপর হামলা চালায়। এবং আমাকে মেরে ফেলার হুমকি দেয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট আল মামুন জানান, ‘ওই দোকানে অভিযান চালানোর সময় ৪১৭ বস্তা চিনি পাওয়া যায়। দোকান মালিক এবং চিনির বিক্রেতা এসব চিনির বৈধ কাগজ দেখাতে পারেননি। ভ্রাম্যমাণ আদালতে অবৈধপথে আসা চিনি মজুদ ও ক্রয়-বিক্রয় করার অপরাধে দোকান মালিক মফিজুল কে ২ লাখ, চিনি বিক্রেতা রানাকে ২ লাখ এবং রানার সহযোগী ওমর ফারুককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
শ্রীপুর থানার পরিদর্শক (ওসি) মোঃ আকবর আলী খান বলেন, ‘সাংবাদিককে মারপিটের অভিযোগ পেয়েছি। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
0 coment rios: