বদরুদ্দোজা প্রধান পঞ্চগড় প্রতিনিধি : নানা আয়োজনের মধ্য দিয়ে পঞ্চগড়ে আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে রবিবার দুপুরে জেলা জজকোর্ট চত্বর থেকে একটি বর্ণাঢ্যে র্যালি বের
করা হয়। র্যালিটি বিভিন্ন শহর প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। স্মার্ট লিগ্যাল এইড স্মার্ট দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিপাদ্যকে উপজিব্য করে পায়রা ও বেলুন উড়িয়ে দিবসটির বিভিন্ন কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক জহুরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আইনগত সহায়তার কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ মো: গোলাম ফারুক। র্যালিতে পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা সহ বিচারক, আইনজিবী,কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় আরও বক্তব্য রাখেন নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এবিএম তারিকুল কবির, আইন সহায়তা কমিটির সদস্য সচিব ও বিচারক আবু সাইদ,জেলা আইনজিবী সমিতির সভাপতি গোলাম হাফিজ, সাধারন সম্পাদক এম এ বারি সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা বক্তব্য রাখেন। এ উপলক্ষ্যে জজ কোর্ট প্রাঙ্গণে লিগ্যাল এইড মেলা আয়োজন করা হয়। মেলায় তিন টি স্টল অংশ নেয়।
0 coment rios: