মুশফিক হাওলাদার বিশেষ প্রতিনিধি: আসন্ন পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষ্যে ভোলার লালমোহন পৌরসভার ১২টি ওয়ার্ডের প্রায় ৫ হাজার নারী ও পুরুষের মধ্যে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে লালমোহন পৌরসভার ৩নং ওয়ার্ডের সাবেক কমিশনার বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মনিরুজ্জামান মনির তার বাসভবনের সামনে থেকে এ শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন।
এসময় মনিরুজ্জামান মনির বলেন, আমাদের পারিবারিক ভাবে প্রায় দুই যুগ ধরে আমরা প্রতিবছরই ঈদের সময় দুঃস্থ ও অসহায় সাধারণ মানুষজনের মধ্যে শাড়ি লুঙ্গি বিতরণ করে থাকি। তারই ধারাবাহিকতায় এ বছর লালমোহন পৌরসভার ১২টি ওয়ার্ডের ৫ হাজার গরিব অসহায় মানুষের মধ্যে টানা চার দিন ধরে শাড়ি-লুঙ্গি বিতরণ করি। এর মধ্যে চার হাজার শাড়ি এবং এক হাজার লুঙ্গি। এসময় পরিবারের সদস্য ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
0 coment rios: