মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪

ঈদ উপহার নিয়ে অসহায়দের বাড়ি বাড়ি একতার বন্ধন স্বেচ্ছাসেবী সংগঠন

মুশফিক হাওলাদার: "জেগে উঠুক মানবতা, গড়ে তোল একতা" এ প্রতিপাদ্যে ২০২০ সালে প্রতিষ্ঠিত ভোলার লালমোহনে অরাজনৈতিক সংগঠন "একতার বন্ধন স্বেচ্ছাসেবী সংগঠন " এর উদ্যোগে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।  মঙ্গলবার (৯ এপ্রিল)  সকালে লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের একতা বাজার সংগঠনের প্রধান  কার্যালয়ে সমাজের  গরিব,অসহায়, দুস্থ ও সুবিধা বঞ্চিত মানুষের  হাতে এ ঈদ উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। 


এ সময় সংগঠনটির তত্বাবধায়ক মো. লোকমান মোসলমান বলেন, আমাদের সংগঠনটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে প্রত্যেক ঈদে আমরা সমাজের গরীব, অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করে আসছি,  প্রতি বছরের ন্যায় এবারও আমরা ৭৫ জন সুবিধাভোগী অসহায় মানুষের তালিকা করে বাড়ি বাড়ি গিয়েও ঈদ উপহার বিতরণ করছি। এছাড়াও আমরা সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষী বন্ধুদের সহায়তায় শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ, দূর্যোগে ত্রান বিতরণ,  দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার খরচ ও প্রদান করে আসছি। ভবিষ্যতেও আমাদের এ ধারা আরো বড় পরিসরে অব্যাহত থাকবে।                                               একতার বন্ধন স্বেচ্ছাসেবী সংগঠন সম্পর্কে কালমা ২ নং ওয়ার্ডের বাসিন্দা প্রভাষক মো. মোস্তফা কামাল বলেন, এ সংগঠনের লক্ষ্য ও কর্মকান্ডসমূহ সত্যিই প্রশংসনীয়। প্রত্যেক এলাকায় এ রকম স্বেচ্ছাসেবী কর্মকান্ড থাকলে সমাজের গরীব অসহায় মানুষের লাঘব অনেকাংশেই কমে যেত। এ সময় উপস্থিত ছিলেন কৃষি ব্যাংক মনপুরা শাখার অবসরপ্রাপ্ত ব্যবস্থাপক মো. শাহাজ্জল মোসলমান, নুরুন্নবী চৌধুরী মহাবিদ্যালয়ের প্রভাষক মো. মনির হোসাইন,  শম্ভুপুর শাহে আলম মডেল কলেজের প্রভাষক এম রিয়াজ উদ্দিন হাওলাদার, একতা বাজার নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মুসা কালিমুল্লাহ, ডাওরী হাট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো. সিদ্দিকুর রহমান, সোহাগ মোসলমানসহ সংগঠনের সদস্য, শুভাকাঙ্ক্ষী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: