সুজন আলী, রানীশংকৈল প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে শানু সরকার (২৫) নামে এক যুবকের আম গাছ থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত শানু সরকার উপজেলার ৮নং নন্দুয়ার ইউনিয়নের গাজির হাট পশ্চিমপাঁড়া গ্রামের আবু তাহের হোসেনের ছেলে।
সে ঠাকুরগাঁও সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ইলেক্ট্রিক্যাল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বিভাগের পড়াশোনা শেষ করেছিল।
২৯ এপ্রিল (সোমবার) স্থানীয় কৃষকেরা ফজরের নামজের পরে ধান ক্ষেতে সেচ নিতে আসলে গাজিরহাট পাঁচপীর কবর স্থানের পুকুর পাড়ে একটি ছোট্ট আম গাছে ডালে তার মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশ কে খবর দেয়।
নিহতের চাচাতো ভাই ডিস ব্যবসায়ী সাদ্দাম হোসেন বলেন, শানু সরকার ডিপ্লোমা শেষ করে বাড়িতেই বিভিন্ন কাজের সাথেই জড়িত ছিলেন।আমরা তাকে কাল রাতেই দেখেছি তবে রাতে বাসায় ফিরেছিলো কিনা এটা জানতাম না। সাদ্দামসহ স্থানীয়রা বলেন, এভাবে কেউ আত্যহত্যা করতে পারে না এটি একটি পরিকল্পিত হত্যা। আমরা এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষিদের দৃষ্টান্ত মুলক বিচার চাই।
রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ সোহেল রানা বলেন,আমরা খবর পেয়েছি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
0 coment rios: