মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরে নানা বাড়িতে বেড়াতে এসে ভৈরব নদীতে ডুবে আকাশ হোসেন (১২) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। কিশোর আকাশ মেহেরপুর সদর উপজেলার কালাচাঁদপুর গ্রামের শ্যামল আলীর ছেলে।
বুধবার (৩ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৬টার দিকে ভৈরব নদী থেকে কিশোর আকাশ হোসেনের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।
এর আগে দুপুর ২ টার দিকে ভৈরব নদীতে গোসল করতে গিয়ে আকাশ পানিতে ডুবে নিখোঁজ হয়। নিখোঁজের ৪ ঘণ্টা পর তার নিথর মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, আকাশ সদর উপজেলার শেখপাড়ায় নানা বাড়িতে বেড়াতে এসেছিল। বুধবার দুপুরে সে নানা বাড়ির পাশে ভৈরব নদীতে গোসল করতে নামে। পানিতে সাঁতার কাটার এক পর্যায়ে সে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়। এসময় স্থানীয়রা অনেক খোঁজাখুজি করে ব্যর্থ হয়ে খুলনা ডুবুরিদলকে খবর দেয়। ডুবুরিদল পৌঁছানোর আগেই আবারো স্থানীয়রা আকাশকে খুঁজতে পানিতে নামেন। এক পর্যায়ে আকাশের মরদেহ খুঁজে পান।
মেহেরপুর সদর থানার ওসি শেখ কনি মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
0 coment rios: