উপজেলা প্রতিনিধি: ইএসডিও কৈশোর কর্মসূচির আওতায় কৈশোর মেলা,মিনি ম্যারথন দৌড় ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।
(২৫ এপ্রিল) পুঠিয়া পিএন উচ্চ বিদ্যালয় মাঠে,অনুষ্ঠিত হয়,কৈশোর মেলা ও বিভিন্ন ইভেন্টে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়,কৈশোর মেলায় উপজেলা বিভিন্ন স্থান থেকে কৈশোর প্রতিনিধিরা বিভিন্ন স্টলে অংশ নেন,ইস্টল গুলোতে দেখানো হয়েছে,কৈশোর এই বয়সে আমরা কি করতে পারি এবং অন্যদেরকেও শিখাতে পারি।
অনুষ্ঠানের প্রধান অতিথি,উপজেলা নির্বাহী অফিসার এ কে এম নূর হোসেন নির্ঝর,বিশেষ অতিথি,জনাব মোসাম্মদ পারভিন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পুঠিয়া রাজশাহী।
আরো উপস্থিত ছিলেন,জনাব মোঃ তাসবীর আহম্মদ খাঁন,এপিসি এম এফ ও ফোকাল পারসন ইএসডিও কৈশোর কর্মসূচি।
অনুষ্ঠানের সর্বশেষে পুরস্কার বিতরণ করা হয়,পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার এ কে এম নূর হোসেন নির্ঝর,ও ইএসডিও এর কর্মকর্তারা,
বাস্তবায়নেঃ ইকো-সোশ্যাল ড়েভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) সহযোগিতায়ঃপল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)
0 coment rios: